মোরেনা (মধ্যপ্রদেশ), 29 জানুয়ারি: শনিবার মধ্যপ্রদেশের মোরেনায় ভারতীয় বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান সংঘর্ষে ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় দুর্ঘটনাস্থল মিরাজ 2000 এর ব্ল্যাকবক্স উদ্ধার করল বায়ুসেনা ৷ একইসঙ্গে সুখোই এসইউ-30এমকে এর ইন ফ্লাইট রেকর্ডারের একাংশ উদ্ধার করা হয়েছে (Mirage 2000 Black Box and Sukhoi 30 Flight Data Recorder Found) ৷ এদিন বায়ুসেনার তরফে অফিসিয়ালি এই তথ্য দেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, শনিবার রুটিন চেকিংয়ের জন্য গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল মিরাজ 2000 এবং সুখোই এসইউ-30 এমকে ৷ রাশিয়া এবং ফরাসি প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান দু’টি মাঝ আকাশে একে অপরের মুখোমুখি চলে আসে ৷ সুখোই-30’র কমান্ডার শেষ মুহূর্তে সংঘর্ষ বাঁচানোর চেষ্টাও করেছিলেন ৷ কিন্তু, তিনি সফল হননি ৷ এই ঘটনায় মিরাজ 2000-এ সওয়ার উইং কমান্ডার হনুমন্থ রাও সারথির মৃত্যু হয়েছে ৷
বায়ুসেনার তরফে এদিন জানানো হয়েছে, মরেনার পাহাড়গড় এলাকায় মিরাজ এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ৷ আর সুখোই 30-র ডাটা রেকর্ডারের কিছুটা অংশ উদ্ধার করা হয়েছে ৷ বাকি ডাটা রেকর্ডারের অংশ রাজস্থানের ভরতপুরে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান দু’টি ওড়ার পর মধ্যপ্রদেশ-রাজস্থান সীমানায় ঘুরছিল ৷ সেই সময় রাজস্থানের ভারতপুরের আকাশে মিরাজ 2000 ও সুখোই-30’র সংঘর্ষ হয় ৷
আরও পড়ুন: মোরেনার পাহাড়গড় জঙ্গলে ভেঙে পড়ল মিরাজ 2000 ও সুখোই 30 যুদ্ধবিমান
সংঘর্ষের পর যুদ্ধবিমান দু’টির ধ্বংসাবশেষ মধ্যপ্রদেশের মোরেনা জেলার পাহাড়গড় এলাকায় ভেঙে পড়ে ৷ মোরেনা জেলা প্রশাসন প্রথম বিষয়টি বায়ুসেনাকে জানায় ৷ এমনকি কিছুটা অংশ ভেঙে ভারতপুরেও পড়েছে ৷ যদিও, সংঘর্ষের পর সুখোই 30 বেশ কিছুক্ষণ আকাশে উড়েছিল ৷ ফলে সুখোইয়ের দুই উইং কমান্ডার নিজেদের বিমানের থেকে আলাদা করে ফেলেন ৷ উল্লেখ্য, রাশিয়ান যুদ্ধবিমান সুখোই-30 দুই আসনের ৷ আর ফ্রান্সের ড্যাসলট অ্যাভিয়েশনের তৈরি মিরাজ 2000 এক আসনের যুদ্ধবিমান ৷