ETV Bharat / bharat

Minor Girl Gang Raped: বন্ধুর বাড়িতে ডেকে দু’দিন ধরে নাবালিকাকে গণধর্ষণ - পকসো আইন

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রের থানেতে ৷ দু’দিন ধরে চারজন অভিযুক্ত মেয়েটিকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

Minor Girl Gang Raped
Minor Girl Gang Raped
author img

By

Published : Apr 28, 2023, 4:35 PM IST

থানে (মহারাষ্ট্র), 28 এপ্রিল: গণধর্ষণের শিকার বছর 15-র এক কিশোরী ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায় ৷ ওই কিশোরী মহারাষ্ট্রের পূর্ব কল্যাণ এলাকার বাসিন্দা ৷ অভিযোগ, তাকে বন্ধুর বাড়িতে ডাকে চারজন ব্যক্তি ৷ তার পর দু’দিন ধরে ওই চারজন মেয়েটির উপর নির্যাতন চালায় ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ চার অভিযুক্ত সাহিল রাজভর (18), সুরজ রমেশ গাভতি (20) ও বিজয় রাজেশ বেরাকে (21) গ্রেফতার করেছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন নাবালকও রয়েছে ৷ তাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীদের থেকে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটির বন্ধু ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত 24 এপ্রিল মেয়েটির ওই বন্ধু তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ করে ৷ জানায় যে ওই বন্ধুর সঙ্গে তার প্রেমিকার গোলমাল চলছে ৷ তাই মেয়েটি যেন তার বাড়িতে এসে জানায় যে তারা শুধুই বন্ধু ৷ অন্য কোনও সম্পর্ক নেই ৷ সেই কারণে উল্লাসনগরে ছেলেটির বাড়িতে যায় মেয়েটি ৷

অভিযোগ, সেখানে তাকে প্রথমদিন একাধিকবার ধর্ষণ করা হয় ৷ পরদিন তাকে অন্য এক বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয় ৷ এদিকে মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশও মেয়েটির খোঁজ শুরু করে ৷ শেষে 26 এপ্রিল সকালে তাকে কল্যাণ রেল স্টেশনে পাওয়া যায় ৷ কোলসেবাড়ি থানার পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় মানসিকভাবে একেবারে বিধ্বস্ত ছিল মেয়েটি ৷ অনেকক্ষণ কথা বলার পর সে কান্নায় ভেঙে পড়ে ৷ তার পর দু’দিন ধরে তার উপরে অত্যাচারের কথা জানায় ৷ তার বয়ানের ভিত্তিতেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ নাবালক অভিযুক্তকে আপাতত হোমে পাঠানো হয়েছে ৷ বাকিদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷ এছাড়াও তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় অন্ধ্রপ্রদেশে আত্মঘাতী 9 পড়ুয়া

থানে (মহারাষ্ট্র), 28 এপ্রিল: গণধর্ষণের শিকার বছর 15-র এক কিশোরী ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায় ৷ ওই কিশোরী মহারাষ্ট্রের পূর্ব কল্যাণ এলাকার বাসিন্দা ৷ অভিযোগ, তাকে বন্ধুর বাড়িতে ডাকে চারজন ব্যক্তি ৷ তার পর দু’দিন ধরে ওই চারজন মেয়েটির উপর নির্যাতন চালায় ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ চার অভিযুক্ত সাহিল রাজভর (18), সুরজ রমেশ গাভতি (20) ও বিজয় রাজেশ বেরাকে (21) গ্রেফতার করেছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন নাবালকও রয়েছে ৷ তাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীদের থেকে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটির বন্ধু ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত 24 এপ্রিল মেয়েটির ওই বন্ধু তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ করে ৷ জানায় যে ওই বন্ধুর সঙ্গে তার প্রেমিকার গোলমাল চলছে ৷ তাই মেয়েটি যেন তার বাড়িতে এসে জানায় যে তারা শুধুই বন্ধু ৷ অন্য কোনও সম্পর্ক নেই ৷ সেই কারণে উল্লাসনগরে ছেলেটির বাড়িতে যায় মেয়েটি ৷

অভিযোগ, সেখানে তাকে প্রথমদিন একাধিকবার ধর্ষণ করা হয় ৷ পরদিন তাকে অন্য এক বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয় ৷ এদিকে মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশও মেয়েটির খোঁজ শুরু করে ৷ শেষে 26 এপ্রিল সকালে তাকে কল্যাণ রেল স্টেশনে পাওয়া যায় ৷ কোলসেবাড়ি থানার পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় মানসিকভাবে একেবারে বিধ্বস্ত ছিল মেয়েটি ৷ অনেকক্ষণ কথা বলার পর সে কান্নায় ভেঙে পড়ে ৷ তার পর দু’দিন ধরে তার উপরে অত্যাচারের কথা জানায় ৷ তার বয়ানের ভিত্তিতেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ নাবালক অভিযুক্তকে আপাতত হোমে পাঠানো হয়েছে ৷ বাকিদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷ এছাড়াও তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় অন্ধ্রপ্রদেশে আত্মঘাতী 9 পড়ুয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.