ETV Bharat / bharat

BJP-Congress Clash: গুজরাতে দ্বিতীয় দফার ভোটে বিজেপি-কংগ্রেস সংঘর্ষ - বিজেপি কংগ্রেস সংঘর্ষ

সোমবার গুজরাতে দ্বিতীয় দফার ভোট হচ্ছে ৷ সেই ভোট চলাকালীন অনক্লভ বিধানসভা কেন্দ্রের কেশবপুরা এলাকায় বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷

Minor clash between BJP and Congress workers at Anklav during Gujarat Assembly Polls 2022
BJP-Congress Clash: গুজরাতে দ্বিতীয় দফার ভোটে বিজেপি-কংগ্রেস সংঘর্ষ
author img

By

Published : Dec 5, 2022, 3:06 PM IST

অনক্লভ (গুজরাত), 5 ডিসেম্বর: বিজেপি ও কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল (BJP-Congress Clash) ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷ সোমবার সেখানে চলছে বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন (Gujarat Assembly Polls 2022) ৷ সেই ভোট চলাকালীনই এই সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷

গুজরাতের অনক্লভ বিধানসভা কেন্দ্রের কেশবপুরা এলাকায় ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানেই রয়েছে একটি পোলিং বুথ (Polling Booth) ৷ তার সামনেই দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে লড়াই হয় বলে অভিযোগ ৷

সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পুলিশ ৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে ৷ তবে ওই পুথে ভোট প্রক্রিয়ায় কোনও সমস্যা হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গুজরাতে এবার দুই দফায় ভোট হচ্ছে ৷ 1 ডিসেম্বর প্রথম দফার ভোট হয়েছে ৷ দ্বিতীয় তথা শেষ দফার ভোট হচ্ছে সোমবার ৷ এদিন সকাল 11টা পর্যন্ত 19.17 শতাংশ ভোটদান হয়েছে ৷ আগামী 8 ডিসেম্বর ভোটের ফল প্রকাশিত হবে ৷

আরও পড়ুন: দুপুর 1টা পর্যন্ত গুজরাতে ভোট পড়ল 34.74%, চোখ রাখুন সব আপডেটে

অনক্লভ (গুজরাত), 5 ডিসেম্বর: বিজেপি ও কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল (BJP-Congress Clash) ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷ সোমবার সেখানে চলছে বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন (Gujarat Assembly Polls 2022) ৷ সেই ভোট চলাকালীনই এই সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷

গুজরাতের অনক্লভ বিধানসভা কেন্দ্রের কেশবপুরা এলাকায় ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানেই রয়েছে একটি পোলিং বুথ (Polling Booth) ৷ তার সামনেই দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে লড়াই হয় বলে অভিযোগ ৷

সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পুলিশ ৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে ৷ তবে ওই পুথে ভোট প্রক্রিয়ায় কোনও সমস্যা হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গুজরাতে এবার দুই দফায় ভোট হচ্ছে ৷ 1 ডিসেম্বর প্রথম দফার ভোট হয়েছে ৷ দ্বিতীয় তথা শেষ দফার ভোট হচ্ছে সোমবার ৷ এদিন সকাল 11টা পর্যন্ত 19.17 শতাংশ ভোটদান হয়েছে ৷ আগামী 8 ডিসেম্বর ভোটের ফল প্রকাশিত হবে ৷

আরও পড়ুন: দুপুর 1টা পর্যন্ত গুজরাতে ভোট পড়ল 34.74%, চোখ রাখুন সব আপডেটে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.