দিল্লি, 1 মার্চ: সোমবার থেকে দেশজুড়ে শুরু হল দ্বিতীয় দফার করোনার টিকাকরণ ৷ দিনের শুরুতেই টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরবর্তীতে সেই তালিকায় জুড়ে যায় আরও অনেক হেভিওয়েটের নাম ৷
এদিনই টিকা নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সোমবার এইমসে গিয়ে কোভিড টিকার প্রথম ডোজ়টি নেন প্রধানমন্ত্রীর দফতর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ মুম্বইয়ের জেজে হাসপাতালে টিকাগ্রহণ প্রক্রিয়া শুরু করেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার ৷ চেন্নাইয়ে করোনার টিকা নেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পটনা হাসপাতালে কোভিডের টিকা দেন চিকিৎসকরা ৷ দ্বিতীয় দফায় টিকাকরণ শুরু হতেই টিকা নিতে দেরি করেননি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ৷
আরও পড়ুন: করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী?
তবে এসবের মধ্যেই ভিন্ন সুর শোনা যায়, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের গলায় ৷ তিনি করোনার টিকা নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে খাড়গে বলেন, ‘‘আমার বয়স 70 বছরেরও বেশি ৷ আমি আর বড় জোর 10-15 বছর বাঁচব ৷ আমার তুলনায় অল্প বয়সিদের টিকা দেওয়াটা অনেক বেশি জরুরি ৷’’
অন্যদিকে, এদিনই লখনউয়ে ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি হাসপাতালে কোভিডের টিকাকরণ কেমন চলছে, তা খতিয়ে দেখতে সরাসরি হাসপাতালে গিয়ে হাজির হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷