লখিমপুর খেরি, 10 অক্টোবর : অবশেষে গ্রেফতার করা হল মন্ত্রীপুত্র আশিস মিশ্র ওরফে 'মনু'কে ৷ কাল দিনভর ডিআইজি উপেন্দ্র আগরওয়ালের (Upendra Agarwal) নেতৃত্বে গঠিত তদন্ত দল 'সিট' (SIT) প্রায় 12 ঘণ্টা ধরে জেরা করে তাকে ৷ কিন্তু অভিযুক্ত তদন্তে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন সিট প্রধান ৷ তিনি বলেন, "আশিস মিশ্র অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে বা ঠিকমতো উত্তর দিচ্ছে না ৷ তদন্তে অসহযোগিতা করছে ৷ তাই তাকে আমরা গ্রেফতার করছি এবং আদালতে পেশ করা হবে ৷" যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র দাবি করেছেন, তাঁর পুত্র নির্দোষ ৷
গত রবিবার 3 অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় ৷ মৃত্যু হয় 4 কৃষক সহ 8 জনের ৷ এই ঘটনার জড়িত থাকার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷
শনিবার সকালে প্রায় 11টা নাগাদ আশিস মিশ্র পুলিশ লাইনের ক্রাইম ব্রাঞ্চ 'স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম'-এর (Special Investigation Team, SIT) কাছে হাজিরা দেয় ৷ সেখানে 3 অক্টোবরের লখিমপুর কাণ্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিট ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট
8 অক্টোবর সুপ্রিম কোর্টে লখিমপুর খেরি হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে যোগী সরকারের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ ৷ সুপ্রিম কোর্ট সরকারের তরফে প্রবীণ আইনজীবী হরিশ সালভেকে (Harish Salve) নির্দেশ দেয় অন্য কোনও মামলায় 302 ধারায় অভিযুক্তদের ক্ষেত্রে যেমন ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তেমনটাই মন্ত্রীপুত্রের ক্ষেত্রে করা হোক ৷ মামলার পরবর্তী শুনানি 20 অক্টোবর ৷
লখিমপুর খেরি কাণ্ডে যোগী সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে দেশের বিরোধী দলগুলি ৷ ক্রমে উত্তাল হয়ে উঠছে দেশের রাজনীতি ৷ আর কৃষক আন্দোলনের আগুনেও ঘৃতাহুতি দিল 3 অক্টোবর কৃষকদের মৃত্যু ৷ কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukta Kisan Morcha, SKM) অভিযোগ, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব চন্দ্র মৌর্যের আনতে যাচ্ছিলেন আশিস মিশ্র ৷ সেই সময় 3টি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল কৃষকেরা ৷ আশিস মিশ্রের কনভয়ের গাড়ি তাঁদের পিষে দিয়ে চলে যায়৷ মারা যান 4 জন কৃষক ৷ তারা নতুন করে আন্দোলনের পরিকল্পনা করেছে ৷
বৃহস্পতিবার 7 অক্টোবর মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্রের বাড়ির দরজায় সমনের নোটিস সেঁটে দিয়ে আসে উত্তর প্রদেশ পুলিশ ৷ এরপর শুক্রবার ডিআইজিকে অপেক্ষায় রেখে অনুপস্থিত থাকে আশিস ৷ সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে গতকাল সময়মতো পুলিশের কাছে আসে অভিযুক্ত ৷
4 অক্টোবরই আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় এফআইআর দায়ের করা হয় তিনকোনিয়া থানায় ৷ কিন্তু এক সপ্তাহ পর রাজনৈতিক দলগুলির চাপে ও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর গ্রেফতার হল মূল অভিযুক্ত ৷