ETV Bharat / bharat

মতের অমিল থাকলেও শত্রু নয় শিবসেনা, ফড়নবিশের মন্তব্যে বাড়ল জল্পনা - দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্রে শিবসেনা আর বিজেপি দুই বিরোধী দলের মধ্যে কি কোনও জোটের সম্ভাবনা রয়েছে ? এ নিয়ে কানাঘুষো চললেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ তবে দু'দলের সম্পর্ক শত্রুতার নয় ৷

বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ
বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Jul 5, 2021, 7:07 AM IST

মুম্বই, 5 জুলাই : মত পার্থক্য আছে, কিন্তু সেটা শত্রুতা নয় ৷ সম্পর্কটা নাকি এরকম ৷ তবে দুই রাজনৈতিক দলের জোট হবে এমনটাও নয় ৷ মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ শিবসেনার প্রতি এমন মনোভাবের কথা জানালেন ৷

আজ থেকে মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে ফড়নবিশের মন্তব্যে জোট জল্পনা আরও বাড়ল ৷ তবেবি জেপি-শিবসেনা জোটের সম্ভাবনা নিয়ে হ্যাঁ বা না বলেননি তিনি ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য়মন্ত্রী বলেন, "রাজনীতিতে কোনও যদি আর কিন্তু নেই ৷ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ হতে পারে যে শিবসেনার সঙ্গে আমাদের মতে কিছুটা অমিল আছে, কিন্তু আমরা শত্রু নই ৷ মনে রাখবেন, শিবসেনা আমাদের সঙ্গে লড়েছে ৷ কিন্তু ফল ঘোষণার পর কংগ্রেস আর এনসিপি-র সঙ্গে হাত মিলিয়েছে ৷"

আর শিবসেনা নেতা সঞ্জয় রাউত সম্পর্কে তিনি কী মনে করেন, জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে এমন কোনও তথ্য নেই যে আদৌ সঞ্জয় রাউত বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন কি না ৷ সঞ্জয় রাউত সকালে একরকম বলেন, তো রাতে আরেকরকম ৷"

আরও পড়ুন : মহারাষ্ট্রের সমুদ্র বন্দর থেকে 879 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল ডিআরআই

বিধানসভা অধিবেশন নিয়ে তিনি জানান যে, সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হলে সরকার সবচেয়ে কম সেশনের রেকর্ড গড়ার চেষ্টা করবে ৷ "তার মানে কোনও সদস্য যাতে কথা বলতে না পারে, সেই বন্দোবস্ত করা হবে", বললেন বিজেপি নেতা ৷ শত্রুতা না থাকলেও তিনি জানান যে এই ধরনের ফরমান জরুরি অবস্থা (Emergency)-র সময়েও দেখা যায়নি ৷ এটা গণতন্ত্রকে খুন করার মতো ৷ গত 60 বছরে যা হয়নি, তা এখন হচ্ছে ৷

2019-এর বিধানসভা নির্বাচনে, মহারাষ্ট্রের 288 টি আসনের মধ্যে বিজেপি 105 টি আসনে জয়ী হয়েছিল ৷ শিবসেনা 56টি, এনসিপি 54টি আর কংগ্রেস 44টি আসন পেয়েছিল ৷ তখন বিজেপি-শিবসেনা জোট গঠন হলেও সরকার গড়তে পারেনি ৷ পরে শিবসেনা এনসিপি আর কংগ্রেসের সঙ্গে একযোগে সরকার গঠন করে ৷ মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷

মুম্বই, 5 জুলাই : মত পার্থক্য আছে, কিন্তু সেটা শত্রুতা নয় ৷ সম্পর্কটা নাকি এরকম ৷ তবে দুই রাজনৈতিক দলের জোট হবে এমনটাও নয় ৷ মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ শিবসেনার প্রতি এমন মনোভাবের কথা জানালেন ৷

আজ থেকে মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে ফড়নবিশের মন্তব্যে জোট জল্পনা আরও বাড়ল ৷ তবেবি জেপি-শিবসেনা জোটের সম্ভাবনা নিয়ে হ্যাঁ বা না বলেননি তিনি ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য়মন্ত্রী বলেন, "রাজনীতিতে কোনও যদি আর কিন্তু নেই ৷ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ হতে পারে যে শিবসেনার সঙ্গে আমাদের মতে কিছুটা অমিল আছে, কিন্তু আমরা শত্রু নই ৷ মনে রাখবেন, শিবসেনা আমাদের সঙ্গে লড়েছে ৷ কিন্তু ফল ঘোষণার পর কংগ্রেস আর এনসিপি-র সঙ্গে হাত মিলিয়েছে ৷"

আর শিবসেনা নেতা সঞ্জয় রাউত সম্পর্কে তিনি কী মনে করেন, জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে এমন কোনও তথ্য নেই যে আদৌ সঞ্জয় রাউত বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন কি না ৷ সঞ্জয় রাউত সকালে একরকম বলেন, তো রাতে আরেকরকম ৷"

আরও পড়ুন : মহারাষ্ট্রের সমুদ্র বন্দর থেকে 879 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল ডিআরআই

বিধানসভা অধিবেশন নিয়ে তিনি জানান যে, সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হলে সরকার সবচেয়ে কম সেশনের রেকর্ড গড়ার চেষ্টা করবে ৷ "তার মানে কোনও সদস্য যাতে কথা বলতে না পারে, সেই বন্দোবস্ত করা হবে", বললেন বিজেপি নেতা ৷ শত্রুতা না থাকলেও তিনি জানান যে এই ধরনের ফরমান জরুরি অবস্থা (Emergency)-র সময়েও দেখা যায়নি ৷ এটা গণতন্ত্রকে খুন করার মতো ৷ গত 60 বছরে যা হয়নি, তা এখন হচ্ছে ৷

2019-এর বিধানসভা নির্বাচনে, মহারাষ্ট্রের 288 টি আসনের মধ্যে বিজেপি 105 টি আসনে জয়ী হয়েছিল ৷ শিবসেনা 56টি, এনসিপি 54টি আর কংগ্রেস 44টি আসন পেয়েছিল ৷ তখন বিজেপি-শিবসেনা জোট গঠন হলেও সরকার গড়তে পারেনি ৷ পরে শিবসেনা এনসিপি আর কংগ্রেসের সঙ্গে একযোগে সরকার গঠন করে ৷ মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.