ETV Bharat / bharat

Manipur Violence: মণিপুরে আইনশৃঙ্খলা ফেরাতে শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক - শান্তি কমিটির চেয়ারপার্সন মণিপুরের রাজ্যপাল

অশান্ত মণিপুরে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে এবার শান্তি কমিটি তৈরি করা হয়েছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে ৷ কমিটিতে রয়েছেন, শাসক, বিরোধী, প্রশাসনিক আধিকারিক এবং সাংস্কৃতিক, শিক্ষা জগতের ব্যক্তিত্বরা ৷

Peace Committee for Manipur Violence ETV BHARAT
Peace Committee for Manipur Violence
author img

By

Published : Jun 10, 2023, 3:21 PM IST

নয়াদিল্লি, 10 জুন: মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে এবার শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে শান্তি কমিটির চেয়ারপার্সন করা হয়েছে মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে ৷ এই কমিটির কাজ হবে, মণিপুরের সমস্ত জনজাতি ও দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ পাশাপাশি, আঞ্চলিক যে সকল শিল্প ও সংস্কৃতি সংক্রান্ত সংগঠন রয়েছে তাদের সঙ্গে কথা বলা ৷ যাতে আরও বেশি করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গঠিত এই শান্তি কমিটিতে রাজ্যপাল অনুসূইয়া উইকের পাশাপাশি, মণিপুরের মুখ্যমন্ত্রী নংগথম্বাম বীরেন সিং, রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য, মণিপুরের সকল রাজনৈতিক দলের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব ৷ এর বাইরে প্রশাসনিক আধিকারিক, মণিপুরের শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, সামজকর্মী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ৷ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এদের কাজ হবে বিভিন্ন জনজাতির সদস্যদের কাছে পৌঁছানো ৷ তাঁদের সমস্যা ও দাবিগুলি শোনা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের কাছে সহযোগিতা চাওয়া ৷

আরও পড়ুন: বিক্ষোভের আগুন অ্যাম্বুলেন্সে, মণিপুরে পুড়িয়ে মারা হল মা ও ছেলেকে

পাশাপাশি, সাধারণ মানুষকে অভয় প্রদান করার কাজও করবে এই শান্তি কমিটি ৷ কেন্দ্র ও রাজ্য সরকার যে নাগরিকদের সঙ্গে রয়েছে এবং তাদের জন্যই কাজ করছে, তা বোঝাবেন এই শান্তি কমিটির সদস্যরা ৷ আর এই পুরো কাজের নেতৃত্ব দেবেন রাজ্যপাল অনুসূইয়া উইকে ৷ বিশেষত, কুকি জনজাতির সদস্যদের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তাদের সমস্যা এবং দাবি নিয়ে আলোচনা করবে এই কমিটি ৷ যদি সমস্যার সমাধান বের করা সম্ভব হয় ৷ তবে, সেই চেষ্টা করবেন কমিটির সদস্য়রা ৷ আর তা না হলে, কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সকল সমস্যার সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করবে শান্তি কমিটি ৷

আরও পড়ুন: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

এর জন্য মণিপুরের বিভিন্ন জেলায় যে সকল আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের সহায়তা নেওয়া হবে ৷ এর ফলে বিক্ষুব্ধদের কাছে আরও সহজে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এভাবেই যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া হবে ৷ আর অতি অবশ্যই স্থানীয় জনজাতির গোষ্ঠী প্রধানদের সঙ্গেও আলোচনার মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

নয়াদিল্লি, 10 জুন: মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে এবার শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে শান্তি কমিটির চেয়ারপার্সন করা হয়েছে মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে ৷ এই কমিটির কাজ হবে, মণিপুরের সমস্ত জনজাতি ও দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ পাশাপাশি, আঞ্চলিক যে সকল শিল্প ও সংস্কৃতি সংক্রান্ত সংগঠন রয়েছে তাদের সঙ্গে কথা বলা ৷ যাতে আরও বেশি করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গঠিত এই শান্তি কমিটিতে রাজ্যপাল অনুসূইয়া উইকের পাশাপাশি, মণিপুরের মুখ্যমন্ত্রী নংগথম্বাম বীরেন সিং, রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য, মণিপুরের সকল রাজনৈতিক দলের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব ৷ এর বাইরে প্রশাসনিক আধিকারিক, মণিপুরের শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, সামজকর্মী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ৷ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এদের কাজ হবে বিভিন্ন জনজাতির সদস্যদের কাছে পৌঁছানো ৷ তাঁদের সমস্যা ও দাবিগুলি শোনা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের কাছে সহযোগিতা চাওয়া ৷

আরও পড়ুন: বিক্ষোভের আগুন অ্যাম্বুলেন্সে, মণিপুরে পুড়িয়ে মারা হল মা ও ছেলেকে

পাশাপাশি, সাধারণ মানুষকে অভয় প্রদান করার কাজও করবে এই শান্তি কমিটি ৷ কেন্দ্র ও রাজ্য সরকার যে নাগরিকদের সঙ্গে রয়েছে এবং তাদের জন্যই কাজ করছে, তা বোঝাবেন এই শান্তি কমিটির সদস্যরা ৷ আর এই পুরো কাজের নেতৃত্ব দেবেন রাজ্যপাল অনুসূইয়া উইকে ৷ বিশেষত, কুকি জনজাতির সদস্যদের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তাদের সমস্যা এবং দাবি নিয়ে আলোচনা করবে এই কমিটি ৷ যদি সমস্যার সমাধান বের করা সম্ভব হয় ৷ তবে, সেই চেষ্টা করবেন কমিটির সদস্য়রা ৷ আর তা না হলে, কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সকল সমস্যার সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করবে শান্তি কমিটি ৷

আরও পড়ুন: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

এর জন্য মণিপুরের বিভিন্ন জেলায় যে সকল আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের সহায়তা নেওয়া হবে ৷ এর ফলে বিক্ষুব্ধদের কাছে আরও সহজে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এভাবেই যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া হবে ৷ আর অতি অবশ্যই স্থানীয় জনজাতির গোষ্ঠী প্রধানদের সঙ্গেও আলোচনার মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.