ETV Bharat / bharat

Mother Killed Children: 2 সন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা - মানসিক ভারসাম্যহীন

মানসিক ভারসাম্যহীন এক মহিলা তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে অভিযোগ (Mother Killed Children) ৷ মহারাষ্ট্রের ঘটনায় পুলিশ মহিলাকে আটক করেছে ৷ কী কারণে এই হত্যা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Mother Killed Childs ETV BHARAT
Mother Killed Childs
author img

By

Published : Feb 7, 2023, 3:36 PM IST

Updated : Feb 7, 2023, 7:52 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 7 ফেব্রুয়ারি: মানসিক ভারসাম্যহীন এক মহিলার বিরুদ্ধে তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ (Mentally Ill Mother Kills Two Children) ৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সাতারার ঘটনায় পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে ৷ কী কারণে এই ঘটনা তিনি ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি ৷ পুলিশ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে সাতারায় 8 বছরের এক শিশুকন্যা এবং 4 বছরের একটি শিশুপুত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার পরিবারের সঙ্গে নৈশভোজের পর দুই ভাই-বোন ঘুমিয়ে পড়ে ৷ কিন্তু, সকালে তাদের দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ৷ এরপর পরিবারের সদস্যরা তাঁদের স্থানীয় ঘাটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন ৷ মৃত শিশুকন্যার আবিদা ফাহাদ বাসরাভি (8) এবং শিশুপুত্রের নাম আলি বিন ফাহাদ বাসরাভি ৷

পুলিশ সূত্রে খবর, দুই শিশুর মৃত্যুর পিছনে অস্বাভাবিকতা রয়েছে বলে সন্দেহ হয় চিকিৎসকদের ৷ হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমটায় মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পড়ে যায় ৷ এরপর বিস্তারিত তদন্ত শুরু করতেই আসল সত্যিটা বেরিয়ে আসে ৷ পরিবারের সকলে জিজ্ঞাসাবাদের পুলিশ জানতে পারে, দুই শিশুর মা মানসিক ভারসাম্যহীন ৷ তাঁকে জিজ্ঞসাবাদে পুলিশ জানতে পারে, ওই মহিলাই রাতে তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন ৷

আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার

পুলিশের তরফে জানানো হয়েছে, রাতের খাবার খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন অভিযুক্ত মহিলা তাঁর দুই সন্তানের শ্বাসরোধ করেন ৷ কিন্তু, কেন এমনটা ঘটালেন তিনি ? এই প্রশ্নের কোনও উত্তর পুলিশ এখনও পায়নি ৷ মহিলা মানসিকভাবে অসুস্থ হওয়ায়, পুলিশ বিষয়টিকে সংবেদশিলতার সঙ্গে তদন্ত করছে ৷ মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য় নেওয়া হচ্ছে আসল কারণ অনুসন্ধানের জন্য ৷

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 7 ফেব্রুয়ারি: মানসিক ভারসাম্যহীন এক মহিলার বিরুদ্ধে তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ (Mentally Ill Mother Kills Two Children) ৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সাতারার ঘটনায় পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে ৷ কী কারণে এই ঘটনা তিনি ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি ৷ পুলিশ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে সাতারায় 8 বছরের এক শিশুকন্যা এবং 4 বছরের একটি শিশুপুত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার পরিবারের সঙ্গে নৈশভোজের পর দুই ভাই-বোন ঘুমিয়ে পড়ে ৷ কিন্তু, সকালে তাদের দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ৷ এরপর পরিবারের সদস্যরা তাঁদের স্থানীয় ঘাটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন ৷ মৃত শিশুকন্যার আবিদা ফাহাদ বাসরাভি (8) এবং শিশুপুত্রের নাম আলি বিন ফাহাদ বাসরাভি ৷

পুলিশ সূত্রে খবর, দুই শিশুর মৃত্যুর পিছনে অস্বাভাবিকতা রয়েছে বলে সন্দেহ হয় চিকিৎসকদের ৷ হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমটায় মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পড়ে যায় ৷ এরপর বিস্তারিত তদন্ত শুরু করতেই আসল সত্যিটা বেরিয়ে আসে ৷ পরিবারের সকলে জিজ্ঞাসাবাদের পুলিশ জানতে পারে, দুই শিশুর মা মানসিক ভারসাম্যহীন ৷ তাঁকে জিজ্ঞসাবাদে পুলিশ জানতে পারে, ওই মহিলাই রাতে তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন ৷

আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার

পুলিশের তরফে জানানো হয়েছে, রাতের খাবার খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন অভিযুক্ত মহিলা তাঁর দুই সন্তানের শ্বাসরোধ করেন ৷ কিন্তু, কেন এমনটা ঘটালেন তিনি ? এই প্রশ্নের কোনও উত্তর পুলিশ এখনও পায়নি ৷ মহিলা মানসিকভাবে অসুস্থ হওয়ায়, পুলিশ বিষয়টিকে সংবেদশিলতার সঙ্গে তদন্ত করছে ৷ মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য় নেওয়া হচ্ছে আসল কারণ অনুসন্ধানের জন্য ৷

Last Updated : Feb 7, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.