ETV Bharat / bharat

Married Woman Kidnapped Man: উলটপুরাণ ! প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিককে অপহরণ বিবাহিত মহিলার - Married Woman Kidnapped Young Man

প্রেমে প্রত্যাখ্যান পেয়ে প্রেমিককে অপরহণ বিবাহিত মহিলার ৷ ঘটনায় অভিযুক্ত-সহ গ্রেফতার আরও 2 ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 29, 2023, 1:28 PM IST

পুনে, 29 জুন: এ যেন উলটপুরাণ ! প্রেমে প্রত্যাখ্যান পেয়ে প্রেমিককে অপহরণ বিবাহিত মহিলার ৷ প্রেমিকের জন্য পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে ৷ এই খবর পেয়েই সোলাপুর জেলার কামথির বাসিন্দা অভিযুক্ত মহিলা অপহরণ করেন 23 বছরের যুবক দিলীপ পাওয়ারকে ৷ ঘটনায় মূল অভিযুক্ত-সহ গ্রেফতার হয়েছেন আরও দুজন ৷

এতদিন খবরের শিরোনামে থাকত, প্রেমে আঘাত পেয়ে বা প্রত্যাখ্যান পেয়ে প্রেমিক অপহরণ করেন প্রেমিকাকে ৷ আবার মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় কিংবা বরের উপস্থিতিতেই প্রেমিকার সিঁথিতে পড়িয়ে দেয় সিঁদুর ৷ এই ধরণের হাজারো ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ তবে এই ঘটনা হতবাক করেছে পুলিশকেও ৷ জানা গিয়েছে, 23 বছর বয়সি যুবক, মূলত সোলাপুরের, গুজরাটের ভাপিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। সেখানেই 28 বছর বয়সি এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক ৷ অন্যদিকে যুবক বাবা-মা ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করেন ৷ তাঁকে বিয়ের জন্য ডেকেও পাঠান সোলাপুরে।

পরিবার থেকে যখন বিয়ে পাকা হয়ে যায় তখন যুবক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ৷ আর তাতেই রেগে যান অভিযুক্ত মহিলা ৷ তিনি পেশাদার অপরহরণকারীদের টাকার বিনিময়ে নিজের প্রেমিককে অপহরণের পরিকল্পনা করেন ৷ এরপরেই এনডিএ রোডের কোন্ডওয়ে ধোয়াডে এলাকা থেকে অপহরণ করেন অভিযুক্ত মহিলা ও তাঁর দুই সঙ্গী ৷ ভাইয়ের নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন দাদা ৷ এরপরেই তদন্তে নামে উত্তমনগর থানার পুলিশ ৷ এনডিএ রোডের সিসিটিভি ফুটেজ সেই তদন্তে আনে আলো ৷ গুজরাতের ভাপি এলাকা থেকে অভিযুক্ত-সহ ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়া করা অভিযুক্তরা হলেন প্রথমেশ রাজেন্দ্র যাদব, সাতারার বাছাভ বস্তি এলাকার বাসিন্দা ৷ অক্ষয় মারুতি কলি, সাতারার গোর বস্তি এলাকার বাসিন্দা ৷ পুলিশ আরও জানিয়েছে, কামথি সোলাপুরের বাসিন্দা অভিযুক্ত মহিলার পাঁচ বছর আগে জিতু প্যাটেল নামে এক ব্যাক্তির সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর তাঁরা থাকতে শুরু করেন গুজরাতের ভাপিতে ৷ বিয়ের পর সোলাপুরে বাপের বাড়ি আসলে বিবাহিত মহিলার সঙ্গে পরিচয় হয় দিলীপ পাওয়ারের ৷

আরও পড়ুন: স্ত্রী'র ইচ্ছেপূরণ করতে হাতসাফাই ! মধুচন্দ্রিমা শেষে শ্রীঘরে যুবক

প্রেমে পড়ার পর অভিযুক্ত মহিলা দিলীপকে নিয়ে যান গুজরাতের ভাপিতে ৷ সেখানে অভিযুক্ত মহিলার স্বামী যেখানে কাজ করতেন সেখানেই কাজে ঢুকিয়ে দেন পাওয়ারকে ৷ প্রায় 3-4 বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল তাঁদের ৷ এমনকী, অভিযুক্ত ওই মহিলা চেয়েওছিলেন পাওয়ারের সঙ্গে আলাদা ঘর করতে ৷ কিন্তু যখনই দিলীপের পরিবার তাঁর বিয়ে ঠিক করে ফেলে তখনই সমস্যার সূত্রপাত হয় ৷ উত্তমনগর থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কিরণ বলওয়াদকর জানিয়েছেন, অপরহণের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেখান থেকেই তদন্তের মাধ্যমে ভাপিতে খোঁজ পাওয়া যায় অভিযুক্ত মহিলা ও অপরহণ হওয়া যুবকের ৷ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মহিলা-সহ দু'জন ৷

পুনে, 29 জুন: এ যেন উলটপুরাণ ! প্রেমে প্রত্যাখ্যান পেয়ে প্রেমিককে অপহরণ বিবাহিত মহিলার ৷ প্রেমিকের জন্য পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে ৷ এই খবর পেয়েই সোলাপুর জেলার কামথির বাসিন্দা অভিযুক্ত মহিলা অপহরণ করেন 23 বছরের যুবক দিলীপ পাওয়ারকে ৷ ঘটনায় মূল অভিযুক্ত-সহ গ্রেফতার হয়েছেন আরও দুজন ৷

এতদিন খবরের শিরোনামে থাকত, প্রেমে আঘাত পেয়ে বা প্রত্যাখ্যান পেয়ে প্রেমিক অপহরণ করেন প্রেমিকাকে ৷ আবার মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় কিংবা বরের উপস্থিতিতেই প্রেমিকার সিঁথিতে পড়িয়ে দেয় সিঁদুর ৷ এই ধরণের হাজারো ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ তবে এই ঘটনা হতবাক করেছে পুলিশকেও ৷ জানা গিয়েছে, 23 বছর বয়সি যুবক, মূলত সোলাপুরের, গুজরাটের ভাপিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। সেখানেই 28 বছর বয়সি এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক ৷ অন্যদিকে যুবক বাবা-মা ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করেন ৷ তাঁকে বিয়ের জন্য ডেকেও পাঠান সোলাপুরে।

পরিবার থেকে যখন বিয়ে পাকা হয়ে যায় তখন যুবক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ৷ আর তাতেই রেগে যান অভিযুক্ত মহিলা ৷ তিনি পেশাদার অপরহরণকারীদের টাকার বিনিময়ে নিজের প্রেমিককে অপহরণের পরিকল্পনা করেন ৷ এরপরেই এনডিএ রোডের কোন্ডওয়ে ধোয়াডে এলাকা থেকে অপহরণ করেন অভিযুক্ত মহিলা ও তাঁর দুই সঙ্গী ৷ ভাইয়ের নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন দাদা ৷ এরপরেই তদন্তে নামে উত্তমনগর থানার পুলিশ ৷ এনডিএ রোডের সিসিটিভি ফুটেজ সেই তদন্তে আনে আলো ৷ গুজরাতের ভাপি এলাকা থেকে অভিযুক্ত-সহ ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়া করা অভিযুক্তরা হলেন প্রথমেশ রাজেন্দ্র যাদব, সাতারার বাছাভ বস্তি এলাকার বাসিন্দা ৷ অক্ষয় মারুতি কলি, সাতারার গোর বস্তি এলাকার বাসিন্দা ৷ পুলিশ আরও জানিয়েছে, কামথি সোলাপুরের বাসিন্দা অভিযুক্ত মহিলার পাঁচ বছর আগে জিতু প্যাটেল নামে এক ব্যাক্তির সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর তাঁরা থাকতে শুরু করেন গুজরাতের ভাপিতে ৷ বিয়ের পর সোলাপুরে বাপের বাড়ি আসলে বিবাহিত মহিলার সঙ্গে পরিচয় হয় দিলীপ পাওয়ারের ৷

আরও পড়ুন: স্ত্রী'র ইচ্ছেপূরণ করতে হাতসাফাই ! মধুচন্দ্রিমা শেষে শ্রীঘরে যুবক

প্রেমে পড়ার পর অভিযুক্ত মহিলা দিলীপকে নিয়ে যান গুজরাতের ভাপিতে ৷ সেখানে অভিযুক্ত মহিলার স্বামী যেখানে কাজ করতেন সেখানেই কাজে ঢুকিয়ে দেন পাওয়ারকে ৷ প্রায় 3-4 বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল তাঁদের ৷ এমনকী, অভিযুক্ত ওই মহিলা চেয়েওছিলেন পাওয়ারের সঙ্গে আলাদা ঘর করতে ৷ কিন্তু যখনই দিলীপের পরিবার তাঁর বিয়ে ঠিক করে ফেলে তখনই সমস্যার সূত্রপাত হয় ৷ উত্তমনগর থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কিরণ বলওয়াদকর জানিয়েছেন, অপরহণের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেখান থেকেই তদন্তের মাধ্যমে ভাপিতে খোঁজ পাওয়া যায় অভিযুক্ত মহিলা ও অপরহণ হওয়া যুবকের ৷ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মহিলা-সহ দু'জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.