চিত্রদুর্গা (কর্ণাটক), 29 ডিসেম্বর: 10 বছরের পরিত্যক্ত জরাজীর্ণ বাড়ি থেকে উদ্ধার হল 5টি নরকঙ্কাল ৷ কর্ণাটকের চিত্রদুর্গা জেল রোডের একটি বাড়ি থেকে রহস্যজনকভাবে পাঁচজনের কঙ্কাল পাওয়া গিয়েছে ৷ খবর পেয়ে ডিওয়াইএসপি অনিল কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা ৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বাড়িতে থাকতেন চিত্রদুর্গা তালুকের দোদ্দাবনহল্লির বাসিন্দা জগন্নাথ রেড্ডি (80)। তিনি তুমকুর এলাকার পিডব্লিউডি বিভাগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন । অবসর গ্রহণের পর চিত্রদুর্গার এই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে ।
এই ঘটনায় জগন্নাথ রেড্ডির আত্মীয় পবন কুমার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন । তিনি বলেন,"আমাদের আত্মীয় জগন্নাথ রেড্ডি এবং তার পরিবার ওই বাড়িতে থাকতেন । আমরা জানি জগন্নাথ রেড্ডির বাড়িতে 5টি কঙ্কাল পাওয়া গিয়েছে ৷ ওই বাড়িতে থাকতেন জগন্নাথ রেড্ডি, স্ত্রী প্রেমাক্কা, মেয়ে ত্রিবেণী, ছেলে কৃষ্ণা রেড্ডি ও নরেন্দ্র রেড্ডি । প্রায় কয়েক বছর ধরে আমাদের সঙ্গে তাঁরা কোনও যোগাযোগ করেনি । এই কয়েক বছরে তাঁরাও আমাদের বাড়ি আসেনি ৷ আমরাও যাইনি ৷ বেশ কয়েক বছর ধরেই দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ নেই ৷ জগন্নাথ রেড্ডির বাড়িতে পাওয়া কঙ্কালগুলো তাঁদেরই হতে পারে বলে আমার সন্দেহ । কয়েক বছর আগে তিনি হয়তো বাড়িতেই মারা গিয়েছেন । তবে এই মৃত্যু নিয়ে সন্দেহ হওয়াতেই অভিযোগ দায়ের করেছি ৷"
এই ঘটনায় পূর্ব অঞ্চলের আইজিপি থিয়াগরাজন বলেন,"বাড়িটিতে একটি তীব্র গন্ধ ছিল । এফএসএল দল তদন্তে নেমেছে । চিকিৎসক ও বিশেষজ্ঞরা পরিদর্শন করবেন এবং পরীক্ষা করবেন । বর্তমানে ওই বাড়িতে পাঁচটি কঙ্কাল পাওয়া গিয়েছে । মামলার তদন্ত সাপেক্ষে নিশ্চয় তথ্য পাওয়া যাবে ৷"
এ ঘটনায় নগরীর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ কঙ্কালগুলি উদ্ধার করেছে । এগুলির ডাক্তারি পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । কঙ্কালগুলির পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, অন্যান্য বিষয়ে তদন্ত করবে ।
আরও পড়ুন :
1 এক বছর ধরে দেহ আগলে! খবর পেয়ে 2 বোনকে সরিয়ে মায়ের কঙ্কাল উদ্ধার পুলিশের
2 আবর্জনার মধ্যে বস্তাবন্দি নরকঙ্কাল, চাঞ্চল্য নকশালবাড়িতে
3 নিখোঁজ আইনজীবীর কঙ্কাল উদ্ধার, মৃত্যুর কারণ নিশ্চিত করতে ডিএনএ টেস্টের ভাবনা