নয়াদিল্লি, 17 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভেন্টিলেটরের তুলনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পিএম কেয়ারস তহবিলের টাকায় কেনা কোভিড রোগীদের জন্য ভেন্টিলেটর আর প্রধানমন্ত্রীর মধ্যে অনেক মিল রয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি ৷
কোভিড সংকট তৈরির জন্য কেন্দ্রকে দায়ী করে প্রায় রোজই তোপ দাগেন রাহুল গান্ধি ৷ তাঁর মূল নিশানা থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ৷ সেই ধারাই বজায় রেখে সোমবার ফের মোদিকে কটাক্ষ করে টুইট করেছেন রাগা ৷ তিনি লিখেছেন, "পিএমকেয়ারসের ভেন্টিলেটর ও স্বয়ং প্রধানমন্ত্রীর মধ্যে অনেক মিল রয়েছে ৷ দুটি ক্ষেত্রে প্রচুর মিথ্যে প্রচার হয়, কেউই নিজের কাজটা করে না আর যখন প্রয়োজন তখন কারওকেই খুঁজে পাওয়া যায় না ৷"
আরও পড়ুন: বিজেপির স্নেহধন্য হওয়াতেই ছাড় নারদে জড়িত শুভেন্দু-মুকুলকে ? প্রশ্ন তৃণমূলের
-
There’s a lot common between PMCares ventilator and the PM himself:
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
- too much false PR
- don’t do their respective jobs
- nowhere in sight when needed!
">There’s a lot common between PMCares ventilator and the PM himself:
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2021
- too much false PR
- don’t do their respective jobs
- nowhere in sight when needed!There’s a lot common between PMCares ventilator and the PM himself:
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2021
- too much false PR
- don’t do their respective jobs
- nowhere in sight when needed!
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য নানা মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা ৷ দিনকয়েক আগেই টুইটে রাহুল লিখেছিলেন, "টিকা, অক্সিজেন ও ওষুধের মতোই নিখোঁজ প্রধানমন্ত্রী ৷"