বারাবাঁকি, 7 অক্টোবর : ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 9 জন ৷ 27 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে আজ দেবাং থানার বুবরি গ্রামের কাছে ৷ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য লখনৌ পাঠানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, 60 জন যাত্রী-সহ বাসটি দিল্লি থেকে বাহরাইচের দিকে যাচ্ছিল ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ অযোধ্যা রোডের দিকে যাওয়া বাস আর উল্টো দিক থেকে আসা ট্রাকের মধ্যে সামনা-সামনি সংঘর্ষ হয় ৷ বারাবাঁকির এসপি জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : Purulia Accident : জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত আরও ছয়
-
Anguished by the road accident in Barabanki, Uttar Pradesh. Condolences to the families of those who lost their lives. Prayers with the injured. Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Anguished by the road accident in Barabanki, Uttar Pradesh. Condolences to the families of those who lost their lives. Prayers with the injured. Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2021Anguished by the road accident in Barabanki, Uttar Pradesh. Condolences to the families of those who lost their lives. Prayers with the injured. Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণ ঘোষণা করে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "উত্তরপ্রদেশের বারাবাঁকিতে পথ দুর্ঘটনার খবরে ব্যথিত ৷ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের জন্য প্রার্থনা করছি ৷ পিএমএনআরএফ থেকে মৃত পরিবারের সদস্যকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"