ETV Bharat / bharat

হাত দিয়ে নর্দমা পরিষ্কার সমাজের দুর্গন্ধযুক্ত সত্য, খেদ প্রকাশ এনএইচআরসি প্রধানের - মিউনিসিপ্যাল কর্পোরেশন

সেপ্টিক ট্যাঙ্কে নেমে হাত নিয়ে দীর্ঘদিনের জমা বর্জ্য় পরিষ্কার করছেন কেউ, আর রাস্তা থেকে হাতে কুড়িয়ে ময়লা পরিষ্কার তো স্বাভাবিক দৃশ্য, যেন বা খানিকটা গা-সওয়া ৷ অমানবিক এই কাজ সংবিধানের মূল্যবোধ বিরোধী, আইন বিরুদ্ধ, তাও এ নিয়ে কারও চিন্তা নেই ৷ সে সাধারণ নাগরিক হোক বা প্রশাসন ৷

ম্যানহোলে নেমেছেন সাফাইকর্মী
ম্যানহোলে নেমেছেন সাফাইকর্মী
author img

By

Published : Jul 6, 2021, 12:19 PM IST

নয়া দিল্লি, 6 জুলাই : হাত দিয়ে ময়লা কুড়িয়ে (Manual Scavenging) রাস্তা পরিষ্কার করছেন সাফাইকর্মী, কোথাও ড্রেন বা ম্যানহোলে সরাসরি বিষাক্ত গ্যাসের মধ্যে ঢুকে পড়লেন একজন ৷ সংবিধানের মূল্যবোধ বিরোধী হলেও এ নিয়ে মাথাব্যথা নেই কারও, সাধারণ থেকে স্থানীয় প্রশাসন ৷ "স্বচ্ছ ভারত" প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল এই ভাবে কাজ বন্ধ করা ৷ কিছু হয়নি ৷

সোমবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission, NHRC)-র চেয়ারপার্সন (Chairperson) বিচারপতি এ কে মিশ্র ৷ বিভিন্ন সংস্থার আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনাসভায় (Manual Scavenging and Hazardous Cleaning) তিনি বলেন, "আমাদের মৌলিক চিন্তাভাবনায় বদল আনার এটাই যথার্থ সময় ৷ আরও বেশি বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কৌশল ব্যবহার প্রয়োজন ৷ হাত দিয়ে জঞ্জাল কোড়ানোর এই অমানবিক, বৈষম্যমূলক, আর ঝুঁকিপূর্ণ প্রথা বন্ধ করতে হবে ৷" দেশব্যাপী চালু এই প্রক্রিয়া তুলে দেওয়ার জন্য একাধিক আইন ও নির্দেশিকা থাকলেও তা মানা হয় না ৷ এটা জাতীয় ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনকারী, সংবিধানের মূল্যবোধ বিরোধী বলে জানান তিনি ৷ এমনকি "স্বচ্ছ ভারত"-এর সূচনা হয়েছিল এই কাজের ধরনকে ধাপে ধাপে নির্মূল করতে ৷ কিন্তু তাঁর মতে এই প্রকল্পে বেশ কিছু ঘাটতি রয়ে গিয়েছে ৷ আর তাই দেশ পরিষ্কারের এই পদ্ধতি "দুর্গন্ধযুক্ত সত্য"-তে (Stinking Truth) পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

2019-20 সালের ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্য়ানিটেশন সার্ভে (National Annual Rural Sanitation Survey 2019-20) অনুযায়ী 27.3% শৌচাগারে মল-মূত্র সরাসরি ওই অঞ্চলের মাটির নিচে দু'টি পিটের মধ্যে জমা হয়, (যাকে "ডাবল লিচ পিট", Double Leach Pit বলে), 1.1 শতাংশ ড্রেনে চলে যায় ৷ বাকিদের ক্ষেত্রে হয় সেপ্টিক ট্যাঙ্কে (Septic Tank) নতুবা একটি পিট (Single Pit)-এ জমা হয় ৷ এই জমা বর্জ্য হাত দিয়ে পরিষ্কার করার রীতি চলে আসছে ৷

এনএইচআরসি (NHRC)-র আরেক সদস্য পি সি পন্ত বলেন, "মানুষের মৌলিক অধিকার অস্বীকার করছে সমাজ ৷ এটা সমাজের বিষাক্তময় দিক ৷ এবার এটা বাতিল হোক ৷"

দেশের মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলিতে (Municipal Corporation) অন্য কোনও উপায় চালু করে এই সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আর কর্মসূচিকেও কী ভাবে এ ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সে দিকটিও উঠে আসে আলোচনায় ৷

নয়া দিল্লি, 6 জুলাই : হাত দিয়ে ময়লা কুড়িয়ে (Manual Scavenging) রাস্তা পরিষ্কার করছেন সাফাইকর্মী, কোথাও ড্রেন বা ম্যানহোলে সরাসরি বিষাক্ত গ্যাসের মধ্যে ঢুকে পড়লেন একজন ৷ সংবিধানের মূল্যবোধ বিরোধী হলেও এ নিয়ে মাথাব্যথা নেই কারও, সাধারণ থেকে স্থানীয় প্রশাসন ৷ "স্বচ্ছ ভারত" প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল এই ভাবে কাজ বন্ধ করা ৷ কিছু হয়নি ৷

সোমবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission, NHRC)-র চেয়ারপার্সন (Chairperson) বিচারপতি এ কে মিশ্র ৷ বিভিন্ন সংস্থার আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনাসভায় (Manual Scavenging and Hazardous Cleaning) তিনি বলেন, "আমাদের মৌলিক চিন্তাভাবনায় বদল আনার এটাই যথার্থ সময় ৷ আরও বেশি বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কৌশল ব্যবহার প্রয়োজন ৷ হাত দিয়ে জঞ্জাল কোড়ানোর এই অমানবিক, বৈষম্যমূলক, আর ঝুঁকিপূর্ণ প্রথা বন্ধ করতে হবে ৷" দেশব্যাপী চালু এই প্রক্রিয়া তুলে দেওয়ার জন্য একাধিক আইন ও নির্দেশিকা থাকলেও তা মানা হয় না ৷ এটা জাতীয় ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনকারী, সংবিধানের মূল্যবোধ বিরোধী বলে জানান তিনি ৷ এমনকি "স্বচ্ছ ভারত"-এর সূচনা হয়েছিল এই কাজের ধরনকে ধাপে ধাপে নির্মূল করতে ৷ কিন্তু তাঁর মতে এই প্রকল্পে বেশ কিছু ঘাটতি রয়ে গিয়েছে ৷ আর তাই দেশ পরিষ্কারের এই পদ্ধতি "দুর্গন্ধযুক্ত সত্য"-তে (Stinking Truth) পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

2019-20 সালের ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্য়ানিটেশন সার্ভে (National Annual Rural Sanitation Survey 2019-20) অনুযায়ী 27.3% শৌচাগারে মল-মূত্র সরাসরি ওই অঞ্চলের মাটির নিচে দু'টি পিটের মধ্যে জমা হয়, (যাকে "ডাবল লিচ পিট", Double Leach Pit বলে), 1.1 শতাংশ ড্রেনে চলে যায় ৷ বাকিদের ক্ষেত্রে হয় সেপ্টিক ট্যাঙ্কে (Septic Tank) নতুবা একটি পিট (Single Pit)-এ জমা হয় ৷ এই জমা বর্জ্য হাত দিয়ে পরিষ্কার করার রীতি চলে আসছে ৷

এনএইচআরসি (NHRC)-র আরেক সদস্য পি সি পন্ত বলেন, "মানুষের মৌলিক অধিকার অস্বীকার করছে সমাজ ৷ এটা সমাজের বিষাক্তময় দিক ৷ এবার এটা বাতিল হোক ৷"

দেশের মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলিতে (Municipal Corporation) অন্য কোনও উপায় চালু করে এই সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আর কর্মসূচিকেও কী ভাবে এ ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সে দিকটিও উঠে আসে আলোচনায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.