ETV Bharat / bharat

হাত দিয়ে নর্দমা পরিষ্কার সমাজের দুর্গন্ধযুক্ত সত্য, খেদ প্রকাশ এনএইচআরসি প্রধানের

সেপ্টিক ট্যাঙ্কে নেমে হাত নিয়ে দীর্ঘদিনের জমা বর্জ্য় পরিষ্কার করছেন কেউ, আর রাস্তা থেকে হাতে কুড়িয়ে ময়লা পরিষ্কার তো স্বাভাবিক দৃশ্য, যেন বা খানিকটা গা-সওয়া ৷ অমানবিক এই কাজ সংবিধানের মূল্যবোধ বিরোধী, আইন বিরুদ্ধ, তাও এ নিয়ে কারও চিন্তা নেই ৷ সে সাধারণ নাগরিক হোক বা প্রশাসন ৷

ম্যানহোলে নেমেছেন সাফাইকর্মী
ম্যানহোলে নেমেছেন সাফাইকর্মী
author img

By

Published : Jul 6, 2021, 12:19 PM IST

নয়া দিল্লি, 6 জুলাই : হাত দিয়ে ময়লা কুড়িয়ে (Manual Scavenging) রাস্তা পরিষ্কার করছেন সাফাইকর্মী, কোথাও ড্রেন বা ম্যানহোলে সরাসরি বিষাক্ত গ্যাসের মধ্যে ঢুকে পড়লেন একজন ৷ সংবিধানের মূল্যবোধ বিরোধী হলেও এ নিয়ে মাথাব্যথা নেই কারও, সাধারণ থেকে স্থানীয় প্রশাসন ৷ "স্বচ্ছ ভারত" প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল এই ভাবে কাজ বন্ধ করা ৷ কিছু হয়নি ৷

সোমবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission, NHRC)-র চেয়ারপার্সন (Chairperson) বিচারপতি এ কে মিশ্র ৷ বিভিন্ন সংস্থার আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনাসভায় (Manual Scavenging and Hazardous Cleaning) তিনি বলেন, "আমাদের মৌলিক চিন্তাভাবনায় বদল আনার এটাই যথার্থ সময় ৷ আরও বেশি বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কৌশল ব্যবহার প্রয়োজন ৷ হাত দিয়ে জঞ্জাল কোড়ানোর এই অমানবিক, বৈষম্যমূলক, আর ঝুঁকিপূর্ণ প্রথা বন্ধ করতে হবে ৷" দেশব্যাপী চালু এই প্রক্রিয়া তুলে দেওয়ার জন্য একাধিক আইন ও নির্দেশিকা থাকলেও তা মানা হয় না ৷ এটা জাতীয় ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনকারী, সংবিধানের মূল্যবোধ বিরোধী বলে জানান তিনি ৷ এমনকি "স্বচ্ছ ভারত"-এর সূচনা হয়েছিল এই কাজের ধরনকে ধাপে ধাপে নির্মূল করতে ৷ কিন্তু তাঁর মতে এই প্রকল্পে বেশ কিছু ঘাটতি রয়ে গিয়েছে ৷ আর তাই দেশ পরিষ্কারের এই পদ্ধতি "দুর্গন্ধযুক্ত সত্য"-তে (Stinking Truth) পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

2019-20 সালের ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্য়ানিটেশন সার্ভে (National Annual Rural Sanitation Survey 2019-20) অনুযায়ী 27.3% শৌচাগারে মল-মূত্র সরাসরি ওই অঞ্চলের মাটির নিচে দু'টি পিটের মধ্যে জমা হয়, (যাকে "ডাবল লিচ পিট", Double Leach Pit বলে), 1.1 শতাংশ ড্রেনে চলে যায় ৷ বাকিদের ক্ষেত্রে হয় সেপ্টিক ট্যাঙ্কে (Septic Tank) নতুবা একটি পিট (Single Pit)-এ জমা হয় ৷ এই জমা বর্জ্য হাত দিয়ে পরিষ্কার করার রীতি চলে আসছে ৷

এনএইচআরসি (NHRC)-র আরেক সদস্য পি সি পন্ত বলেন, "মানুষের মৌলিক অধিকার অস্বীকার করছে সমাজ ৷ এটা সমাজের বিষাক্তময় দিক ৷ এবার এটা বাতিল হোক ৷"

দেশের মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলিতে (Municipal Corporation) অন্য কোনও উপায় চালু করে এই সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আর কর্মসূচিকেও কী ভাবে এ ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সে দিকটিও উঠে আসে আলোচনায় ৷

নয়া দিল্লি, 6 জুলাই : হাত দিয়ে ময়লা কুড়িয়ে (Manual Scavenging) রাস্তা পরিষ্কার করছেন সাফাইকর্মী, কোথাও ড্রেন বা ম্যানহোলে সরাসরি বিষাক্ত গ্যাসের মধ্যে ঢুকে পড়লেন একজন ৷ সংবিধানের মূল্যবোধ বিরোধী হলেও এ নিয়ে মাথাব্যথা নেই কারও, সাধারণ থেকে স্থানীয় প্রশাসন ৷ "স্বচ্ছ ভারত" প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল এই ভাবে কাজ বন্ধ করা ৷ কিছু হয়নি ৷

সোমবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission, NHRC)-র চেয়ারপার্সন (Chairperson) বিচারপতি এ কে মিশ্র ৷ বিভিন্ন সংস্থার আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনাসভায় (Manual Scavenging and Hazardous Cleaning) তিনি বলেন, "আমাদের মৌলিক চিন্তাভাবনায় বদল আনার এটাই যথার্থ সময় ৷ আরও বেশি বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কৌশল ব্যবহার প্রয়োজন ৷ হাত দিয়ে জঞ্জাল কোড়ানোর এই অমানবিক, বৈষম্যমূলক, আর ঝুঁকিপূর্ণ প্রথা বন্ধ করতে হবে ৷" দেশব্যাপী চালু এই প্রক্রিয়া তুলে দেওয়ার জন্য একাধিক আইন ও নির্দেশিকা থাকলেও তা মানা হয় না ৷ এটা জাতীয় ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনকারী, সংবিধানের মূল্যবোধ বিরোধী বলে জানান তিনি ৷ এমনকি "স্বচ্ছ ভারত"-এর সূচনা হয়েছিল এই কাজের ধরনকে ধাপে ধাপে নির্মূল করতে ৷ কিন্তু তাঁর মতে এই প্রকল্পে বেশ কিছু ঘাটতি রয়ে গিয়েছে ৷ আর তাই দেশ পরিষ্কারের এই পদ্ধতি "দুর্গন্ধযুক্ত সত্য"-তে (Stinking Truth) পরিণত হয়েছে ৷

আরও পড়ুন : মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

2019-20 সালের ন্যাশনাল অ্যানুয়াল রুরাল স্য়ানিটেশন সার্ভে (National Annual Rural Sanitation Survey 2019-20) অনুযায়ী 27.3% শৌচাগারে মল-মূত্র সরাসরি ওই অঞ্চলের মাটির নিচে দু'টি পিটের মধ্যে জমা হয়, (যাকে "ডাবল লিচ পিট", Double Leach Pit বলে), 1.1 শতাংশ ড্রেনে চলে যায় ৷ বাকিদের ক্ষেত্রে হয় সেপ্টিক ট্যাঙ্কে (Septic Tank) নতুবা একটি পিট (Single Pit)-এ জমা হয় ৷ এই জমা বর্জ্য হাত দিয়ে পরিষ্কার করার রীতি চলে আসছে ৷

এনএইচআরসি (NHRC)-র আরেক সদস্য পি সি পন্ত বলেন, "মানুষের মৌলিক অধিকার অস্বীকার করছে সমাজ ৷ এটা সমাজের বিষাক্তময় দিক ৷ এবার এটা বাতিল হোক ৷"

দেশের মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলিতে (Municipal Corporation) অন্য কোনও উপায় চালু করে এই সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আর কর্মসূচিকেও কী ভাবে এ ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সে দিকটিও উঠে আসে আলোচনায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.