ETV Bharat / bharat

PM on Mann Ki Baat 100th Episode: 'আমার কাছে মন কি বাত হল ঈশ্বরের চরণে প্রসাদের থালা', 100তম এপিসোডে বললেন মোদি - মন কি বাত

কোটি কোটি ভারতীয়ের মনের কথার প্রতিফলন হল 'মন কি বাত' ৷ এই রোডিয়ো অনুষ্ঠানের 100তম এপিসোডে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান যে, তাঁর কাছে 'মন কি বাত' হল ঈশ্বরের চরণে প্রসাদের থালা ৷

PM on Mann Ki Baat 100th Episode ETV bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 30, 2023, 11:28 AM IST

Updated : Apr 30, 2023, 12:33 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠান কোটি কোটি ভারতীয়ের মনের কথার প্রতিফলন ৷ এটি তাঁদের অনুভূতির বহিঃপ্রকাশ ৷ রবিবার 'মন কি বাত'-এর শততম এপিসোডে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন যে, তাঁর কাছে 'মন কি বাত'-এর প্রতিটি পর্বই স্পেশাল । কারণ এই অনুষ্ঠান ইতিবাচকতা ও জনগণের অংশগ্রহণ উদযাপন করে বলে মত নমোর ৷ l

'মন কি বাত'-এর শততম পর্বের শুরুতেই এ দিন প্রধানমন্ত্রী বলেন, "আজ মন কি বাতের 100তম পর্ব । আমি হাজার হাজার চিঠি পেয়েছি, লক্ষ লক্ষ বার্তা পেয়েছি । আমি সেগুলির মধ্যে আরও বেশি করে যাওয়ার চেষ্টা করেছি । অনেক অনুষ্ঠানে আপনার চিঠি পড়তে গিয়ে আমি আবেগপ্রবণ হয়েছি, আবেগে ভেসে গিয়েছি । এবং তারপর নিজেকে সামলে উঠি । আপনারা মন কি বাতের 100তম পর্বে আমাকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু সমস্ত শ্রোতা, আমাদের দেশবাসী অভিনন্দন পাওয়ার যোগ্য । মন কি বাত হল কোটি কোটি ভারতীয়দের 'মন কি বাত' এবং তাঁদের আবেগের প্রকাশ ।"

প্রধানমন্ত্রী জানালেন, তাঁর কাছে 'মন কি বাত' হল ঈশ্বরের চরণে প্রসাদের থাল নিবেদনের মতো ৷ তিনি বলেন, "যেমন মানুষ ভগবানের পূজা করতে যায়, প্রসাদের থাল সঙ্গে নিয়ে আসে । আমার কাছে 'মন কি বাত' হল 'জনতা-জনার্দন' রূপে ভগবানের চরণে 'প্রসাদে থাল'-এর মতো । 'মন কি বাত' আমার সত্তার একটি আধ্যাত্মিক সফরে পরিণত হয়েছে । স্ব থেকে সমষ্টির দিকের যাত্রাই হল 'মন কি বাত'।”

প্রধানমন্ত্রীর কথায়, বেটি বাঁচাও, বেটি পড়াও, স্বচ্ছ ভারত অভিযান, খাদির প্রতি ভালোবাসা, প্রকৃতি-সম্পর্কিত উদ্বেগ, আজাদি কা অমৃত মহোৎসবের মতো বিষয়ের সঙ্গে মন কি বাত যুক্ত হয়েছে ৷ তা জনগণের আন্দোলনকে প্রজ্বলিত করেছে । নরেন্দ্র মোদি বলেছেন, 'মন কি বাত' তাঁর জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বিশ্বাস, উপাসনা এবং সংকল্প । মোদি বলেন, "এই অনুষ্ঠান ভারতের নাগরিকদের জন্য আমার প্রস্তাব । এটা আমার আধ্যাত্মিক সফরে পরিণত হয়েছে ৷"

'মন কি বাত' আত্মনির্ভর ভারত থেকে মেক ইন ইন্ডিয়া এবং মহাকাশ স্টার্টআপের প্রচারে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের গল্প তুলে ধরেছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ এ দিন দেশের পর্যটন শিল্পের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "দেশে পর্যটন খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে । আমাদের প্রাকৃতিক সম্পদ, নদী, পাহাড়, পুকুর বা আমাদের তীর্থস্থানই হোক না কেন, সেগুলি পরিষ্কার রাখা জরুরি । এটি পর্যটন শিল্পকে অনেক সাহায্য করবে ৷"

এ দিনের বিশেষ এপিসোড দেখার জন্য বিভিন্ন জায়গায় বিরাট আয়োজন করেছে বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অন্যান্যদের সঙ্গে মুম্বইতে মন কি বাতের 100তম পর্ব শুনছেন । অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং জেনারেল ভিকে সিং গাজিয়াবাদে শুনছেন এই বিশেষ পর্ব ৷ দেশের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের নিয়ে 'মন কি বাত' শুনছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন: মন কি বাতের 100তম এপিসোডে নাগরিকদের সরাসরি যোগদানের আহ্বান মোদির

নয়াদিল্লি, 30 এপ্রিল: 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠান কোটি কোটি ভারতীয়ের মনের কথার প্রতিফলন ৷ এটি তাঁদের অনুভূতির বহিঃপ্রকাশ ৷ রবিবার 'মন কি বাত'-এর শততম এপিসোডে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন যে, তাঁর কাছে 'মন কি বাত'-এর প্রতিটি পর্বই স্পেশাল । কারণ এই অনুষ্ঠান ইতিবাচকতা ও জনগণের অংশগ্রহণ উদযাপন করে বলে মত নমোর ৷ l

'মন কি বাত'-এর শততম পর্বের শুরুতেই এ দিন প্রধানমন্ত্রী বলেন, "আজ মন কি বাতের 100তম পর্ব । আমি হাজার হাজার চিঠি পেয়েছি, লক্ষ লক্ষ বার্তা পেয়েছি । আমি সেগুলির মধ্যে আরও বেশি করে যাওয়ার চেষ্টা করেছি । অনেক অনুষ্ঠানে আপনার চিঠি পড়তে গিয়ে আমি আবেগপ্রবণ হয়েছি, আবেগে ভেসে গিয়েছি । এবং তারপর নিজেকে সামলে উঠি । আপনারা মন কি বাতের 100তম পর্বে আমাকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু সমস্ত শ্রোতা, আমাদের দেশবাসী অভিনন্দন পাওয়ার যোগ্য । মন কি বাত হল কোটি কোটি ভারতীয়দের 'মন কি বাত' এবং তাঁদের আবেগের প্রকাশ ।"

প্রধানমন্ত্রী জানালেন, তাঁর কাছে 'মন কি বাত' হল ঈশ্বরের চরণে প্রসাদের থাল নিবেদনের মতো ৷ তিনি বলেন, "যেমন মানুষ ভগবানের পূজা করতে যায়, প্রসাদের থাল সঙ্গে নিয়ে আসে । আমার কাছে 'মন কি বাত' হল 'জনতা-জনার্দন' রূপে ভগবানের চরণে 'প্রসাদে থাল'-এর মতো । 'মন কি বাত' আমার সত্তার একটি আধ্যাত্মিক সফরে পরিণত হয়েছে । স্ব থেকে সমষ্টির দিকের যাত্রাই হল 'মন কি বাত'।”

প্রধানমন্ত্রীর কথায়, বেটি বাঁচাও, বেটি পড়াও, স্বচ্ছ ভারত অভিযান, খাদির প্রতি ভালোবাসা, প্রকৃতি-সম্পর্কিত উদ্বেগ, আজাদি কা অমৃত মহোৎসবের মতো বিষয়ের সঙ্গে মন কি বাত যুক্ত হয়েছে ৷ তা জনগণের আন্দোলনকে প্রজ্বলিত করেছে । নরেন্দ্র মোদি বলেছেন, 'মন কি বাত' তাঁর জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বিশ্বাস, উপাসনা এবং সংকল্প । মোদি বলেন, "এই অনুষ্ঠান ভারতের নাগরিকদের জন্য আমার প্রস্তাব । এটা আমার আধ্যাত্মিক সফরে পরিণত হয়েছে ৷"

'মন কি বাত' আত্মনির্ভর ভারত থেকে মেক ইন ইন্ডিয়া এবং মহাকাশ স্টার্টআপের প্রচারে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের গল্প তুলে ধরেছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ এ দিন দেশের পর্যটন শিল্পের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "দেশে পর্যটন খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে । আমাদের প্রাকৃতিক সম্পদ, নদী, পাহাড়, পুকুর বা আমাদের তীর্থস্থানই হোক না কেন, সেগুলি পরিষ্কার রাখা জরুরি । এটি পর্যটন শিল্পকে অনেক সাহায্য করবে ৷"

এ দিনের বিশেষ এপিসোড দেখার জন্য বিভিন্ন জায়গায় বিরাট আয়োজন করেছে বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অন্যান্যদের সঙ্গে মুম্বইতে মন কি বাতের 100তম পর্ব শুনছেন । অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং জেনারেল ভিকে সিং গাজিয়াবাদে শুনছেন এই বিশেষ পর্ব ৷ দেশের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের নিয়ে 'মন কি বাত' শুনছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন: মন কি বাতের 100তম এপিসোডে নাগরিকদের সরাসরি যোগদানের আহ্বান মোদির

Last Updated : Apr 30, 2023, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.