ETV Bharat / bharat

মনমোহন স্থিতিশীল, সেরা ব্যবস্থা নিয়েছে এইমস : হর্ষ বর্ধন - coronavirus

স্থিতিশীল আছেন মনমোহন সিং ৷ তাঁর চিকিত্সায় সেরা বন্দোবস্ত করা হয়েছে ৷ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

Manmohan Singh Stable, Best Possible Care Being Provided, says Health Minister Harsh Vardhan
মনমোহন স্থিতিশীল, সেরা ব্যবস্থা নিয়েছে এইমস : হর্ষ বর্ধন
author img

By

Published : Apr 20, 2021, 10:55 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ কোভিডে আক্রান্ত কংগ্রেসের শীর্ষ নেতাকে দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে মেডিক্যাল টিম ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

জ্বর হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন 88 বছরের মনমোহন সিং ৷ গতকাল বিকেল 5টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কোভ্যাক্সিনের দুটো ডোজ়ই নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের দাবি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, "ড. মনমোহন সিং-এর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি ৷ এইমসে তাঁক চিকিত্সারত মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি ৷ তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তাঁর সেরা যত্নের ব্যবস্থা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

  • Followed up on Dr Manmohan Singh Ji’s health with the medical team attending to him at AIIMS, Delhi. His condition is stable.

    Best possible care is being provided to him. We all pray for his quick recovery.

    — Dr Harsh Vardhan (@drharshvardhan) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ

রবিবারই অতিমারি নিয়ে নানা পরামর্শ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ প্রত্যেক রাজ্য নিজেদের ফ্রন্টলাইন কর্মীদের তালিকা তৈরি করে যাতে টিকা দেওয়াতে পারে সেই রাজ্যকে অনুমতি দেওয়া হয়, সে জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন মনমোহন সিং ৷ গতকালই নয়া টিকাকরণ অভিযানের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ জানিয়ে দেওয়া হয়, 1 মে থেকে 18 বছরের উপরে সবাই টিকা নিতে পারবেন ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ কোভিডে আক্রান্ত কংগ্রেসের শীর্ষ নেতাকে দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে মেডিক্যাল টিম ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

জ্বর হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন 88 বছরের মনমোহন সিং ৷ গতকাল বিকেল 5টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কোভ্যাক্সিনের দুটো ডোজ়ই নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের দাবি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, "ড. মনমোহন সিং-এর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি ৷ এইমসে তাঁক চিকিত্সারত মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি ৷ তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তাঁর সেরা যত্নের ব্যবস্থা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

  • Followed up on Dr Manmohan Singh Ji’s health with the medical team attending to him at AIIMS, Delhi. His condition is stable.

    Best possible care is being provided to him. We all pray for his quick recovery.

    — Dr Harsh Vardhan (@drharshvardhan) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ

রবিবারই অতিমারি নিয়ে নানা পরামর্শ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ প্রত্যেক রাজ্য নিজেদের ফ্রন্টলাইন কর্মীদের তালিকা তৈরি করে যাতে টিকা দেওয়াতে পারে সেই রাজ্যকে অনুমতি দেওয়া হয়, সে জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন মনমোহন সিং ৷ গতকালই নয়া টিকাকরণ অভিযানের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ জানিয়ে দেওয়া হয়, 1 মে থেকে 18 বছরের উপরে সবাই টিকা নিতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.