ETV Bharat / bharat

Manipur Landslide: মণিপুরের ধসে থমকে ইজেই নদীর গতিপথ, প্লাবনের আশঙ্কা; দুর্ঘটনায় মৃত বেড়ে 14 - ইজেই নদী

মণিপুরে ধসের (Manipur Landslide) জেরে ননে জেলায় ইজেই নদীর গতিপথ থমকে গিয়েছে (Ijei River Has Also Obstructing by Debris of Landslide) ৷ ফলে জেলার নিচু এলাকাগুলিতে প্লাবণের পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন ৷

Manipur landslide Ijei River Has Also Obstructing by Debris of Landslide
Manipur landslide Ijei River Has Also Obstructing by Debris of Landslide
author img

By

Published : Jul 1, 2022, 9:46 AM IST

ইম্ফল, 1 জুলাই: মণিপুরের ননে জেলায় রেলের কাজ চলাকালীন বুধবার ধস (Manipur Landslide) নামার ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14 ৷ 60 জনের বেশি লোক এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মণিপুর প্রশাসন ৷ ধসের মধ্যে থেকে 23 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁদের মধ্যেই 14 জনের মৃত্যু হয়েছে ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছেন মণিপুর পুলিশের ডিজি পি ডৌনজেল ৷ অন্যদিকে, ধসের কারণে ইজেই নদীর গতিপথও আটকে গিয়েছে ৷ যার জেরে প্লাবনের পরিস্থিতি তৈরি হচ্ছে (Ijei River Has Also Obstructing by Debris of Landslide) ৷

বুধবার রাতে টুপুল ইয়ার্ডে রেলের নির্মাণ কাজ চলাকালীন এই ধস নামে ৷ এই ধসের জেরে ইজেই নদীর গতিপথ আটকে গিয়েছে ৷ ফলে ওই এলাকার নিচু জায়গাগুলিতে প্লাবন দেখা দিতে পারে ৷ এ নিয়ে ননে জেলার ডেপুটি পুলিশ কমিশনার একটি নির্দেশিকা জারি করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ‘‘দুর্ভাগ্যজনক ধসের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ কিন্তু, ধস নেমে ইজেই নদীর গতিপথ থমকে গিয়েছে ৷ যার ফলে একটি বাঁধ তৈরি হয়ে গিয়েছে ৷ সেখানে জলস্তর ধীরে ধীরে বাড়ছে ৷ এর ফলে ননে জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷’’

আরও পড়ুন: Manipur Landslide: মণিপুরের ধসে প্রাণ হারালেন জলপাইগুড়ির সেনা জওয়ান শংকর ছেত্রী

ওই নির্দেশিকায় সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ প্রশাসন ৷ জানানো হয়েছে, ‘‘এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ তবে, ভবিষ্যতের পরিস্থিতি কী হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাঁরা যাতে নিজেদের মতো করে সুরক্ষিত থাকেন ৷ আর এটা নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা নদীর কাছে না যায় ৷’’ পাশাপাশি, 37 নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে সকল যাত্রীদের ৷

ইম্ফল, 1 জুলাই: মণিপুরের ননে জেলায় রেলের কাজ চলাকালীন বুধবার ধস (Manipur Landslide) নামার ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14 ৷ 60 জনের বেশি লোক এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মণিপুর প্রশাসন ৷ ধসের মধ্যে থেকে 23 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁদের মধ্যেই 14 জনের মৃত্যু হয়েছে ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছেন মণিপুর পুলিশের ডিজি পি ডৌনজেল ৷ অন্যদিকে, ধসের কারণে ইজেই নদীর গতিপথও আটকে গিয়েছে ৷ যার জেরে প্লাবনের পরিস্থিতি তৈরি হচ্ছে (Ijei River Has Also Obstructing by Debris of Landslide) ৷

বুধবার রাতে টুপুল ইয়ার্ডে রেলের নির্মাণ কাজ চলাকালীন এই ধস নামে ৷ এই ধসের জেরে ইজেই নদীর গতিপথ আটকে গিয়েছে ৷ ফলে ওই এলাকার নিচু জায়গাগুলিতে প্লাবন দেখা দিতে পারে ৷ এ নিয়ে ননে জেলার ডেপুটি পুলিশ কমিশনার একটি নির্দেশিকা জারি করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ‘‘দুর্ভাগ্যজনক ধসের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ কিন্তু, ধস নেমে ইজেই নদীর গতিপথ থমকে গিয়েছে ৷ যার ফলে একটি বাঁধ তৈরি হয়ে গিয়েছে ৷ সেখানে জলস্তর ধীরে ধীরে বাড়ছে ৷ এর ফলে ননে জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷’’

আরও পড়ুন: Manipur Landslide: মণিপুরের ধসে প্রাণ হারালেন জলপাইগুড়ির সেনা জওয়ান শংকর ছেত্রী

ওই নির্দেশিকায় সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ প্রশাসন ৷ জানানো হয়েছে, ‘‘এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ তবে, ভবিষ্যতের পরিস্থিতি কী হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাঁরা যাতে নিজেদের মতো করে সুরক্ষিত থাকেন ৷ আর এটা নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা নদীর কাছে না যায় ৷’’ পাশাপাশি, 37 নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে সকল যাত্রীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.