ETV Bharat / bharat

Manipur Violence: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ মণিপুর হাইকোর্টের, বন্ধ কুকি সম্প্রদায়ের গণ সমাধি - সমাধিক্ষেত্রে ব্যবহারে স্থগিতাদেশ জারি

মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ কুকি সম্প্রদায়ের মৃত 35 জনের দেহ সমাধি দেওয়া বন্ধ রাখতে হল আজ ৷ আদালত সংশ্লিষ্ট সমাধিক্ষেত্রে ব্যবহারে স্থগিতাদেশ জারি করেছে ৷

ETV Bharat
মণিপুর হাইকোর্ট
author img

By

Published : Aug 3, 2023, 11:54 AM IST

Updated : Aug 3, 2023, 12:35 PM IST

ইম্ফল, 3 অগস্ট: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ দিল মণিপুর হাইকোর্ট ৷ বৃহস্পতিবার, চুরাচন্দপুর জেলার হাওলাই খোপি গ্রামের সমাধিস্থলে কুকি-জো সম্প্রদায়ের 35 জন মৃতের দেহ সমাধি দেওয়ার কথা ছিল ৷ তাঁরা সবাই মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷

বৃহস্পতিবার সকাল 6টায় এই সংক্রান্ত মামলার শুনানিতে মণিপুর হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এম ভি মুরালিধরন ওই সমাধিস্থলে স্টেটাস কো জারি করেন অর্থাৎ সমাধির কাজে ওই জমিটি এখন ব্যবহার করা যাবে না ৷ এই অবস্থায় সমাধি দেওয়ার কাজ বন্ধ করতে হয় কুকি সম্প্রদায়কে ৷ আদালত কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকারকে এই সমাধি নিয়ে কুকি-জো সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় আসতে নির্দেশ দিয়েছে ৷ জমিকে কেন্দ্র করে কোনও রকম অশান্তির ঘটনা যাতে না ঘটে, তা দেখার নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট ৷ 9 অগস্ট এই মামলাটি ফের তালিকাভুক্ত হবে ৷

  • Manipur High Court directs status quo ante to be maintained at the proposed site where a mass burial of Kuki-Zo community members was to take place. The Court further directs Central, State govt and aggrieved parties to make an effort for an amicable settlement to the matter pic.twitter.com/8EoCemVbRB

    — ANI (@ANI) August 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতের এই নির্দেশ মেনে নিয়েছে কুকি-জো সম্প্রদায়ের সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম বা আইটিএলফ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও তাদের অনুরোধ করেছেন, পাঁচ দিন অপেক্ষা করতে ৷ কুকি-জো সম্প্রদায়ের এই সংগঠনটি আরও জানিয়েছে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও তাদের একই অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন: 'মোদিকে সংসদে বিবৃতি দিতে ও মণিপুর যেতে বলুন', রাষ্ট্রপতির কাছে আর্জি ইন্ডিয়ার

আইটিএলএফ জানায়, "গতকাল রাত থেকে আজ সকাল 8টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক সমাধি দেওয়ার বিষয়টির আরও পাঁচ দিন অপেক্ষা করতে বলেছে ৷ আমরা যদি এই অনুরোধ মেনে নিই, তাহলে গ্রামের এই জায়গাতে সমাধি দিতে পারব ৷ সরকারও আমাদের এই জমিটি আইনিভাবে ব্যবহার করতে দেবে ৷ মিজোরামের মুখ্যমন্ত্রীও আমাদের একই অনুরোধ করেছেন ৷"

এই সমাধিকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না-ঘটে, তার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বিষ্ণুপুর-চুরাচন্দপুর জেলার সীমানায় ৷ উল্লেখ্য, 3 মে থেকে একের পর এক হিংসার ঘটনায় জ্বলছে মণিপুর ৷

আরও পড়ুন: সিবিআইকে বয়ান রেকর্ডে নিষেধ, আজ মণিপুরের দুই নির্যাতিতার কথা শুনবে সুপ্রিম কোর্ট

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করেছে কুকি সম্প্রদায় ৷ বিষয়টিকে ঘিরে উত্তর-পূর্বের এই রাজ্যে 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ঘর ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ ৷ মণিপুরে জনসংখ্যার 53 শতাংশ মেইতেই এবং কুকিরা 40 শতাংশ ৷ মেইতেইরা সাধারণত উপত্যকা অঞ্চলে থাকে ৷ আর কুকিরা পাহাড়ে ৷

ইম্ফল, 3 অগস্ট: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ দিল মণিপুর হাইকোর্ট ৷ বৃহস্পতিবার, চুরাচন্দপুর জেলার হাওলাই খোপি গ্রামের সমাধিস্থলে কুকি-জো সম্প্রদায়ের 35 জন মৃতের দেহ সমাধি দেওয়ার কথা ছিল ৷ তাঁরা সবাই মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷

বৃহস্পতিবার সকাল 6টায় এই সংক্রান্ত মামলার শুনানিতে মণিপুর হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এম ভি মুরালিধরন ওই সমাধিস্থলে স্টেটাস কো জারি করেন অর্থাৎ সমাধির কাজে ওই জমিটি এখন ব্যবহার করা যাবে না ৷ এই অবস্থায় সমাধি দেওয়ার কাজ বন্ধ করতে হয় কুকি সম্প্রদায়কে ৷ আদালত কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকারকে এই সমাধি নিয়ে কুকি-জো সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় আসতে নির্দেশ দিয়েছে ৷ জমিকে কেন্দ্র করে কোনও রকম অশান্তির ঘটনা যাতে না ঘটে, তা দেখার নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট ৷ 9 অগস্ট এই মামলাটি ফের তালিকাভুক্ত হবে ৷

  • Manipur High Court directs status quo ante to be maintained at the proposed site where a mass burial of Kuki-Zo community members was to take place. The Court further directs Central, State govt and aggrieved parties to make an effort for an amicable settlement to the matter pic.twitter.com/8EoCemVbRB

    — ANI (@ANI) August 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতের এই নির্দেশ মেনে নিয়েছে কুকি-জো সম্প্রদায়ের সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম বা আইটিএলফ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও তাদের অনুরোধ করেছেন, পাঁচ দিন অপেক্ষা করতে ৷ কুকি-জো সম্প্রদায়ের এই সংগঠনটি আরও জানিয়েছে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও তাদের একই অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন: 'মোদিকে সংসদে বিবৃতি দিতে ও মণিপুর যেতে বলুন', রাষ্ট্রপতির কাছে আর্জি ইন্ডিয়ার

আইটিএলএফ জানায়, "গতকাল রাত থেকে আজ সকাল 8টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক সমাধি দেওয়ার বিষয়টির আরও পাঁচ দিন অপেক্ষা করতে বলেছে ৷ আমরা যদি এই অনুরোধ মেনে নিই, তাহলে গ্রামের এই জায়গাতে সমাধি দিতে পারব ৷ সরকারও আমাদের এই জমিটি আইনিভাবে ব্যবহার করতে দেবে ৷ মিজোরামের মুখ্যমন্ত্রীও আমাদের একই অনুরোধ করেছেন ৷"

এই সমাধিকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না-ঘটে, তার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বিষ্ণুপুর-চুরাচন্দপুর জেলার সীমানায় ৷ উল্লেখ্য, 3 মে থেকে একের পর এক হিংসার ঘটনায় জ্বলছে মণিপুর ৷

আরও পড়ুন: সিবিআইকে বয়ান রেকর্ডে নিষেধ, আজ মণিপুরের দুই নির্যাতিতার কথা শুনবে সুপ্রিম কোর্ট

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করেছে কুকি সম্প্রদায় ৷ বিষয়টিকে ঘিরে উত্তর-পূর্বের এই রাজ্যে 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ঘর ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ ৷ মণিপুরে জনসংখ্যার 53 শতাংশ মেইতেই এবং কুকিরা 40 শতাংশ ৷ মেইতেইরা সাধারণত উপত্যকা অঞ্চলে থাকে ৷ আর কুকিরা পাহাড়ে ৷

Last Updated : Aug 3, 2023, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.