ETV Bharat / bharat

Manik Sarkar : আইপ্যাক কর্মীদের আটকে রাখার ঘটনায় ত্রিপুরা সরকারের নিন্দায় মানিক সরকার - I-PAC

আইপ্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনায় ত্রিপুরা সরকারের তীব্র নিন্দা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ পাশাপাশি কোভিড এবং পেগাসাস ইস্যুতে তুলোধনা করলেন কেন্দ্রীয় সরকারকেও ৷

মানিক সরকার
মানিক সরকার
author img

By

Published : Jul 28, 2021, 9:14 PM IST

আগরতলা, 28 জুলাই : আইপ্যাকের (I-PAC) কর্মীদের আটকে রাখার ঘটনায় বিপ্লব দেব (Biplab Kumar Deb) সরকারের তীব্র নিন্দা করলেন মানিক সরকার (Manik Sarkar) ৷ বলেন, "এখানে শুধু অরাজকতাই নয়, জঙ্গলের শাসনকে ছাপিয়ে গিয়েছে ৷" স্পষ্ট জানালেন, ভয় পেয়ে এসব করছে সরকার ৷ এটা সরকারের ব্যর্থতা, অপদার্থতা ৷ মানুষ এসব নেবেন না ৷ এভাবে বেশিদিন চলবে না ৷ পাশাপাশি মোদি সরকারের-ও নিন্দা করলেন কোভিড এবং পেগাসাস ইস্যু নিয়ে ৷

আইপ্যাকের 23 জন কর্মী ত্রিপুরায় গিয়েছেন তথ্য সংগ্রহ করতে ৷ বিপ্লব দেবের সরকারের পুলিশের বিরুদ্ধে তাঁদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে ৷ সেই প্রসঙ্গেই বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "এর আগে সম্ভবত তাঁরা পশ্চিমবঙ্গে কাজ করেছেন ৷ এবার এখানে এসে মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন ৷ এটা তো গণতান্ত্রিক অধিকার ৷ তাঁদের এভাবে আটকানোর মানে কী ? সারাদিন হোটেলে আটকে রেখেও কিছুই তো পাওয়া গেল না ৷ কাজগপত্র বা সমস্ত কিছুই ঠিক রয়েছে ৷ এটা আসলে ভীতি ৷ জনগণ আর সঙ্গে থাকছে না ৷ পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ তাই এরকম কাজকর্ম হচ্ছে ৷"

আইপ্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনায় ত্রিপুরা সরকারের তীব্র নিন্দায় মানিক সরকার ৷

আইপ্যাক ইস্যুর পাশাপাশিই কোভিড এবং পেগাসাস স্পাইওয়্যারের চরবৃত্তির প্রসঙ্গেও মোদি সরকারকে তুলোধনা করেন তিনি ৷ তাঁর অভিযোগ, সরকার তথ্য লুকোচ্ছে ৷ করোনায় মৃতের সঠিক তথ্য কেন্দ্রীয় সরকার প্রকাশ করছে না ৷ এরই সঙ্গে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেআইনি নজরদারির অভিযোগ এনে তিনি বলেন, সরকার যদি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে নজরদারি না করেই থাকত ৷ তাহলে তো তা স্পষ্টই জানিয়ে দিতে পারত যে তারা করেনি ৷ কিন্তু তাও করছে না ৷

আরও পড়ুন : I-PAC : ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের ছাড়াতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

আগরতলা, 28 জুলাই : আইপ্যাকের (I-PAC) কর্মীদের আটকে রাখার ঘটনায় বিপ্লব দেব (Biplab Kumar Deb) সরকারের তীব্র নিন্দা করলেন মানিক সরকার (Manik Sarkar) ৷ বলেন, "এখানে শুধু অরাজকতাই নয়, জঙ্গলের শাসনকে ছাপিয়ে গিয়েছে ৷" স্পষ্ট জানালেন, ভয় পেয়ে এসব করছে সরকার ৷ এটা সরকারের ব্যর্থতা, অপদার্থতা ৷ মানুষ এসব নেবেন না ৷ এভাবে বেশিদিন চলবে না ৷ পাশাপাশি মোদি সরকারের-ও নিন্দা করলেন কোভিড এবং পেগাসাস ইস্যু নিয়ে ৷

আইপ্যাকের 23 জন কর্মী ত্রিপুরায় গিয়েছেন তথ্য সংগ্রহ করতে ৷ বিপ্লব দেবের সরকারের পুলিশের বিরুদ্ধে তাঁদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে ৷ সেই প্রসঙ্গেই বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "এর আগে সম্ভবত তাঁরা পশ্চিমবঙ্গে কাজ করেছেন ৷ এবার এখানে এসে মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন ৷ এটা তো গণতান্ত্রিক অধিকার ৷ তাঁদের এভাবে আটকানোর মানে কী ? সারাদিন হোটেলে আটকে রেখেও কিছুই তো পাওয়া গেল না ৷ কাজগপত্র বা সমস্ত কিছুই ঠিক রয়েছে ৷ এটা আসলে ভীতি ৷ জনগণ আর সঙ্গে থাকছে না ৷ পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ তাই এরকম কাজকর্ম হচ্ছে ৷"

আইপ্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনায় ত্রিপুরা সরকারের তীব্র নিন্দায় মানিক সরকার ৷

আইপ্যাক ইস্যুর পাশাপাশিই কোভিড এবং পেগাসাস স্পাইওয়্যারের চরবৃত্তির প্রসঙ্গেও মোদি সরকারকে তুলোধনা করেন তিনি ৷ তাঁর অভিযোগ, সরকার তথ্য লুকোচ্ছে ৷ করোনায় মৃতের সঠিক তথ্য কেন্দ্রীয় সরকার প্রকাশ করছে না ৷ এরই সঙ্গে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেআইনি নজরদারির অভিযোগ এনে তিনি বলেন, সরকার যদি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে নজরদারি না করেই থাকত ৷ তাহলে তো তা স্পষ্টই জানিয়ে দিতে পারত যে তারা করেনি ৷ কিন্তু তাও করছে না ৷

আরও পড়ুন : I-PAC : ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের ছাড়াতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.