ETV Bharat / bharat

Tripura CM Manik Saha: মুখ্যমন্ত্রী পদে বুধে দ্বিতীয়বার শপথ মানিক সাহার, থাকবেন মোদি-শাহ

author img

By

Published : Mar 7, 2023, 10:41 PM IST

বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা ৷ এই নিয়ে দ্বিতীয়বার এই পদে বসতে চলেছেন তিনি (Manik Saha) ৷

ETV Bharat
মানিক সাহা

আগরতলা, 7 মার্চ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন মানিক সাহা ৷ বুধবার তাঁর শপথ গ্রগহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi ) ৷ থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ অমিত শাহ ও জেপি নাড্ডা ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন (Tripura CM oath taking ceremony)৷

জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে 10টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, আগরতলার বিবেকানন্দ গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ মন্ত্রিসভার সদস্যরাও এদিন শপথ নেবেন ৷ গত তিন দশকে এই প্রথম উত্তর-পূর্বের এই রাজ্যে অবাম কোনও দল পরপর দু'বার ক্ষমতায় এল (Manik Saha will take oath as CM)৷

1988 সালে বামেদের হারিয়ে এই রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস-টিইউজেএস জোট ৷ 1993 সালে অবশ্য বামেরা ফের ক্ষমতায় ফেরে ৷ তারপর থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যে সিপিএম নেতৃত্বাধীন বামজোটই ক্ষমতায় ছিল ৷ 2018 তে দীর্ঘ 25 বছর পর বামেদের সরিয়ে এরাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি ৷ জয়ী হয় 36 আসনে ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷

আরও পড়ুন: মানিকেই ভরসা বিজেপির, ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. সাহা

তবে এবারের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে ৷ 2023 বিধানসভা নির্বাচনে 60টি আসনের মধ্যে 32টি আসনে জিতেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হয়েছে মানিক সাহাকেই ৷ বুধবার তিনি শপথ নিতে চলেছেন ৷ এখানে এবারের নির্বাচনে 13টি আসনে জিতেছে তিপরা মোথা ৷ জোট বেঁধেও হারতে হয়েছে কংগ্রেস-সিপিএম'কে ৷ কংগ্রেস জিতেছে 3 আসনে, সিপিএম পেয়েছে 11টি আসন (Tripura assembly poll 2023) ৷

আগরতলা, 7 মার্চ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন মানিক সাহা ৷ বুধবার তাঁর শপথ গ্রগহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi ) ৷ থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ অমিত শাহ ও জেপি নাড্ডা ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন (Tripura CM oath taking ceremony)৷

জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে 10টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, আগরতলার বিবেকানন্দ গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ মন্ত্রিসভার সদস্যরাও এদিন শপথ নেবেন ৷ গত তিন দশকে এই প্রথম উত্তর-পূর্বের এই রাজ্যে অবাম কোনও দল পরপর দু'বার ক্ষমতায় এল (Manik Saha will take oath as CM)৷

1988 সালে বামেদের হারিয়ে এই রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস-টিইউজেএস জোট ৷ 1993 সালে অবশ্য বামেরা ফের ক্ষমতায় ফেরে ৷ তারপর থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যে সিপিএম নেতৃত্বাধীন বামজোটই ক্ষমতায় ছিল ৷ 2018 তে দীর্ঘ 25 বছর পর বামেদের সরিয়ে এরাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি ৷ জয়ী হয় 36 আসনে ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷

আরও পড়ুন: মানিকেই ভরসা বিজেপির, ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. সাহা

তবে এবারের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে ৷ 2023 বিধানসভা নির্বাচনে 60টি আসনের মধ্যে 32টি আসনে জিতেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হয়েছে মানিক সাহাকেই ৷ বুধবার তিনি শপথ নিতে চলেছেন ৷ এখানে এবারের নির্বাচনে 13টি আসনে জিতেছে তিপরা মোথা ৷ জোট বেঁধেও হারতে হয়েছে কংগ্রেস-সিপিএম'কে ৷ কংগ্রেস জিতেছে 3 আসনে, সিপিএম পেয়েছে 11টি আসন (Tripura assembly poll 2023) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.