ETV Bharat / bharat

Man Stabbed in UP বিরিয়ানির দাম নিয়ে বচসা, ক্রেতাকে ছুরি মারল দোকান মালিক

বিরিয়ানির বিল নিয়ে বিরোধের জেরে ক্রেতাকে ছুরি মারল দোকান মালিক ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের জালাউন জেলার ৷ পুলিশ তদন্ত শুরু করেছে (Man Stabbed After Dispute over Biryani Bill) ৷

author img

By

Published : Aug 19, 2022, 10:53 AM IST

Biryani Bill clash
বিরিয়ানির দোকানে বচসা

জালাউন, উত্তর প্রদেশ: বিরিয়ানির বিল নিয়ে বচসার জেরে ক্রেতাকে ছুরি মারার অভিযোগ উঠল বিক্রেতার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলায় ৷ আহত ব্যক্তির নাম রামজি ৷ ঘটনার পর থেকেই পলাতক অভযুক্ত ব্যবসায়ী (Man Stabbed After Dispute over Biryani Bill) ৷

পুলিশ সূত্রে খবর, রামজি এদিন বিরিয়ানি খেতে একটি দোকানে যান এবং দোকান মালিক রাম সিংকে 50 টাকা দেন । তাঁ অভযোগ, টাকা দেওয়ার পরেও রাম সিং আবার তার কাছে খাবারের জন্য 50 টাকা দাবি করে । রামজি তাঁকে বলেন যে তিনি ইতিমধ্যেই তাকে টাকা দিয়েছেন । কিন্তু দোকান মালিক তা অস্বীকার করে ৷ এরপর দু'জনের মধ্যে প্রথমে তর্ক ও পরে চরম অশান্তি হয় ৷ অভিযোগ এরপরই রাম সিং, রামজিকে ছুরি দিয়ে তার ওপর আঘাত করে ৷ অবস্থা বেগতিক দেখে রাম সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: কাটোয়া হাসপাতালে বিরিয়ানির বিল 3 লক্ষ টাকা !

আরও জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় রাম সিং মদ্যপ অবস্থায় ছিল । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রামজি ৷ ওরাই কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর শিব কুমার রাঠোর বলেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে । তদন্তে জানা গিয়েছে ঘটনার সময় অভিযুক্ত এবং আহত উভয়েই নেশাগ্রস্ত ছিল । অভিযুক্ত আপাতত পলাতক । কিন্তু তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে ।"

জালাউন, উত্তর প্রদেশ: বিরিয়ানির বিল নিয়ে বচসার জেরে ক্রেতাকে ছুরি মারার অভিযোগ উঠল বিক্রেতার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলায় ৷ আহত ব্যক্তির নাম রামজি ৷ ঘটনার পর থেকেই পলাতক অভযুক্ত ব্যবসায়ী (Man Stabbed After Dispute over Biryani Bill) ৷

পুলিশ সূত্রে খবর, রামজি এদিন বিরিয়ানি খেতে একটি দোকানে যান এবং দোকান মালিক রাম সিংকে 50 টাকা দেন । তাঁ অভযোগ, টাকা দেওয়ার পরেও রাম সিং আবার তার কাছে খাবারের জন্য 50 টাকা দাবি করে । রামজি তাঁকে বলেন যে তিনি ইতিমধ্যেই তাকে টাকা দিয়েছেন । কিন্তু দোকান মালিক তা অস্বীকার করে ৷ এরপর দু'জনের মধ্যে প্রথমে তর্ক ও পরে চরম অশান্তি হয় ৷ অভিযোগ এরপরই রাম সিং, রামজিকে ছুরি দিয়ে তার ওপর আঘাত করে ৷ অবস্থা বেগতিক দেখে রাম সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: কাটোয়া হাসপাতালে বিরিয়ানির বিল 3 লক্ষ টাকা !

আরও জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় রাম সিং মদ্যপ অবস্থায় ছিল । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রামজি ৷ ওরাই কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর শিব কুমার রাঠোর বলেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে । তদন্তে জানা গিয়েছে ঘটনার সময় অভিযুক্ত এবং আহত উভয়েই নেশাগ্রস্ত ছিল । অভিযুক্ত আপাতত পলাতক । কিন্তু তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.