ETV Bharat / bharat

Godhra Train Carnage Case: সবরমতী ট্রেন অগ্নিসংযোগকাণ্ডে দোষী সাব্যস্ত পলাতক ব্যক্তি ফের পুলিশের জালে - সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনা

Sabarmati Express Carnage Case: 2002 সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত পলাতক ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করল পুলিশ ৷ প্যারোলের সুযোগে গা ঢাকা দেয় সাত্তার নামে ওই ব্যক্তি ৷

Godhra Train Carnage Case
ফাইল ছবি
author img

By

Published : Jul 23, 2023, 5:04 PM IST

গোধরা, 23 জুলাই: প্যারোলের সুযোগ নিয়ে গা ঢাকা দিয়েছিল 2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় এক দোষী সাব্যস্ত ৷ শনিবার ওই পলাতক ব্যক্তিকে ফের গ্রেফতার করেছে গুজরাত পুলিশ ৷ রবিবার পুলিশ জানিয়েছে, গুজরাতের পঞ্চমহল জেলা থেকে সাত্তার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি, প্রায় এক বছর ধরে পলাতক ছিল এই ব্যক্তি ৷ সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত ৷

পুলিশ জানিয়েছে, লিমখেড়া এলাকায় লুকিয়ে ছিল সাত্তার ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পঞ্চমহলের পুলিশ ৷ ইতিমধ্যেই তাকে সবরমতী জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সংশ্লিষ্ট থানার হাতে সাত্তারকে তুলে দেওয়া হয়েছে ৷ আমেদাবাদের সবরমতী জেলেই ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 'মণিপুরে যাচ্ছি', সফর ঘিরে সরকারি আর্জি খারিজ স্বাতীর

2002 সালের 27 ফেব্রুয়ারি আগুন ধরিয়ে দেওয়া হয় গোধরায় সবরমতী এক্সপ্রেসের 2টি কোচে ৷ ঘটনায় মৃত্যু হয় 59 জন যাত্রীর ৷ এরপরেই শুরু হয় গুজরাত দাঙ্গা ৷ যে হিংসায় প্রাণ হারিয়েছিলেন প্রায় বারশো জন ৷ সবরমতী এক্সপ্রেসের ঘটনায় 2002 সালের মার্চ মাসে গ্রেফতার করা হয় সাত্তারকে ৷ খুন, খুনের চেষ্টা, ডাকাতি, প্রাণঘাতী হামলা, সরকারী কর্মীদের উপর আক্রমণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয় তার বিরুদ্ধে ৷ সরকারি সম্পত্তি নষ্ট ও রেলওয়ে অ্যাক্টেও অভিযোগ দায়ের হয় ধৃতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !

2011 সালের মার্চে গুজরাতের এক বিশেষ আদালত সবরমতী কাণ্ডে মোট 31 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে ৷ এরমধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড ও 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় ৷ এই 20 জনের মধ্যে ছিল সাত্তারও ৷ 6 বছর পর অবশ্য মৃত্যুদণ্ডের নির্দেশ প্রাপ্ত 11 জনের শাস্তি কমিয়ে দেয় গুজরাত হাইকোর্ট ৷ তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ৷ পরে প্যারোলে কিছু দিনের জন্য ছাড়া পায় সাত্তার, সেই সুযোগেই সে প্যারোলের মেয়াদ শেষে পালিয়ে যায় ৷

গোধরা, 23 জুলাই: প্যারোলের সুযোগ নিয়ে গা ঢাকা দিয়েছিল 2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় এক দোষী সাব্যস্ত ৷ শনিবার ওই পলাতক ব্যক্তিকে ফের গ্রেফতার করেছে গুজরাত পুলিশ ৷ রবিবার পুলিশ জানিয়েছে, গুজরাতের পঞ্চমহল জেলা থেকে সাত্তার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি, প্রায় এক বছর ধরে পলাতক ছিল এই ব্যক্তি ৷ সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত ৷

পুলিশ জানিয়েছে, লিমখেড়া এলাকায় লুকিয়ে ছিল সাত্তার ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পঞ্চমহলের পুলিশ ৷ ইতিমধ্যেই তাকে সবরমতী জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সংশ্লিষ্ট থানার হাতে সাত্তারকে তুলে দেওয়া হয়েছে ৷ আমেদাবাদের সবরমতী জেলেই ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: 'মণিপুরে যাচ্ছি', সফর ঘিরে সরকারি আর্জি খারিজ স্বাতীর

2002 সালের 27 ফেব্রুয়ারি আগুন ধরিয়ে দেওয়া হয় গোধরায় সবরমতী এক্সপ্রেসের 2টি কোচে ৷ ঘটনায় মৃত্যু হয় 59 জন যাত্রীর ৷ এরপরেই শুরু হয় গুজরাত দাঙ্গা ৷ যে হিংসায় প্রাণ হারিয়েছিলেন প্রায় বারশো জন ৷ সবরমতী এক্সপ্রেসের ঘটনায় 2002 সালের মার্চ মাসে গ্রেফতার করা হয় সাত্তারকে ৷ খুন, খুনের চেষ্টা, ডাকাতি, প্রাণঘাতী হামলা, সরকারী কর্মীদের উপর আক্রমণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয় তার বিরুদ্ধে ৷ সরকারি সম্পত্তি নষ্ট ও রেলওয়ে অ্যাক্টেও অভিযোগ দায়ের হয় ধৃতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !

2011 সালের মার্চে গুজরাতের এক বিশেষ আদালত সবরমতী কাণ্ডে মোট 31 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে ৷ এরমধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড ও 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় ৷ এই 20 জনের মধ্যে ছিল সাত্তারও ৷ 6 বছর পর অবশ্য মৃত্যুদণ্ডের নির্দেশ প্রাপ্ত 11 জনের শাস্তি কমিয়ে দেয় গুজরাত হাইকোর্ট ৷ তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ৷ পরে প্যারোলে কিছু দিনের জন্য ছাড়া পায় সাত্তার, সেই সুযোগেই সে প্যারোলের মেয়াদ শেষে পালিয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.