ETV Bharat / bharat

Man Rapes Daughter: মা বাড়ি নেই ! নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে - নিজের মেয়েকে একা পেয়ে ধর্ষণ করলেন বাবা

স্বামীর কাছে মেয়েকে রেখে বাইরে গিয়েছিলেন স্ত্রী ৷ সেই সময় নিজের মেয়েকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Man rapes his daughter) ৷ নারকীয় কাণ্ড গুজরাতে ।

Daughter Rape Case
মেয়েকে ধর্ষণ
author img

By

Published : Jan 10, 2023, 11:54 AM IST

আমেদাবাদ, 10 জানুয়ারি: বাড়িতে স্ত্রী ছিলেন না ৷ সেই সুযোগে নিজের 8 বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল 35 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনা জানতে পেরে স্বামীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী ৷ ঘটনাটি গুজরাতের কৃষ্ণনগর এলাকার ৷ পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ যদিও মেয়েটি বাবার অত্যাচারের কথা প্রথমে কাউকে বলেনি (Man rapes 8 year old daughter arrested after wife complaint in Ahmedabad Gujarat) ৷

সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে ৷ নাবালিকার মা বাড়িতে ফিরে এসে মেয়ের অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যান ৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা মেয়েটিকে জিসিএস হাসপাতালে রেফার করেন ৷ সেখানে চিকিৎসকদের সন্দেহ হয় ৷ তাঁরা মেয়েটিকে ভালোভাবে পরীক্ষা করেন এবং ধরা পড়ে যে তাকে ধর্ষণ করা হয়েছে৷ চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় ৷

আরও পড়ুন: কাকার লালসার শিকার তিন বছরের শিশু, পলাতক অভিযুক্ত

পুলিশ আধিকারিক বিএম প্যাটেল বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই ধর্ষণের ঘটনার খবর দেন ৷ কৃষ্ণ নগর পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছয় ৷ তারা নির্যাতিতার মাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ৷ তিনি জানান, তিনি বাড়িতে ছিলেন না এবং মেয়েকে তাঁর বাবার কাছে রেখে গিয়েছিলেন ৷ এরপর নির্যাতিতা নাবালিকা পুরো ঘটনা তাঁর মাকে খুলে বলে ৷"

পুলিশ আধিকারিক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "নির্যাতিতার মা পুলিশে অভিযোগ দায়ের করেছে৷ এরপর তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তে এটা পাওয়া গিয়েছে যে, মেয়েটিকে তার বাবা ধর্ষণ করেছে ৷ সে সময় তার মা বাড়িতে ছিলেন না ৷ প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (POCSO) আইনে মামলা রুজু হয়েছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷"

এর আগে বছরের প্রথমে মধ্যপ্রদেশে আরেকটি নারকীয় ঘটনায় একটি তিন বছরের শিশুকে ধর্ষণ করে তার কাকা ৷ সেখানেও শিশুটি তার সঙ্গে কী হয়েছে তা বলতে না পেরে অনবরত কেঁদে যাচ্ছিল ৷ মা জিজ্ঞেস করায়, সে তার গোপনাঙ্গে আঘাত লাগার বিষয়টি বলে ৷ তারপর শিশুটি তার কাকার দিকে ইশারা করে ৷ তা থেকে মায়ের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ মা থানায় গিয়ে কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

আমেদাবাদ, 10 জানুয়ারি: বাড়িতে স্ত্রী ছিলেন না ৷ সেই সুযোগে নিজের 8 বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল 35 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনা জানতে পেরে স্বামীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী ৷ ঘটনাটি গুজরাতের কৃষ্ণনগর এলাকার ৷ পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ যদিও মেয়েটি বাবার অত্যাচারের কথা প্রথমে কাউকে বলেনি (Man rapes 8 year old daughter arrested after wife complaint in Ahmedabad Gujarat) ৷

সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে ৷ নাবালিকার মা বাড়িতে ফিরে এসে মেয়ের অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যান ৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা মেয়েটিকে জিসিএস হাসপাতালে রেফার করেন ৷ সেখানে চিকিৎসকদের সন্দেহ হয় ৷ তাঁরা মেয়েটিকে ভালোভাবে পরীক্ষা করেন এবং ধরা পড়ে যে তাকে ধর্ষণ করা হয়েছে৷ চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় ৷

আরও পড়ুন: কাকার লালসার শিকার তিন বছরের শিশু, পলাতক অভিযুক্ত

পুলিশ আধিকারিক বিএম প্যাটেল বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই ধর্ষণের ঘটনার খবর দেন ৷ কৃষ্ণ নগর পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছয় ৷ তারা নির্যাতিতার মাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ৷ তিনি জানান, তিনি বাড়িতে ছিলেন না এবং মেয়েকে তাঁর বাবার কাছে রেখে গিয়েছিলেন ৷ এরপর নির্যাতিতা নাবালিকা পুরো ঘটনা তাঁর মাকে খুলে বলে ৷"

পুলিশ আধিকারিক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "নির্যাতিতার মা পুলিশে অভিযোগ দায়ের করেছে৷ এরপর তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তে এটা পাওয়া গিয়েছে যে, মেয়েটিকে তার বাবা ধর্ষণ করেছে ৷ সে সময় তার মা বাড়িতে ছিলেন না ৷ প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (POCSO) আইনে মামলা রুজু হয়েছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷"

এর আগে বছরের প্রথমে মধ্যপ্রদেশে আরেকটি নারকীয় ঘটনায় একটি তিন বছরের শিশুকে ধর্ষণ করে তার কাকা ৷ সেখানেও শিশুটি তার সঙ্গে কী হয়েছে তা বলতে না পেরে অনবরত কেঁদে যাচ্ছিল ৷ মা জিজ্ঞেস করায়, সে তার গোপনাঙ্গে আঘাত লাগার বিষয়টি বলে ৷ তারপর শিশুটি তার কাকার দিকে ইশারা করে ৷ তা থেকে মায়ের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ মা থানায় গিয়ে কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.