গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 27 জানুয়ারি: পুত্রবধূকে বিয়ে করলেন শ্বশুর ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামে ৷ বিয়ের পর দু’জনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যা থেকেই বিষয়টি জানাজানি হয় বলে খবর ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কৈলাস যাদব ৷ তাঁর বয়স 70 বছর ৷ তিনি উত্তরপ্রদেশের বরহালগঞ্জ থানায় (Barhalganj Police Station) চৌকিদার হিসেবে কর্মরত ৷ তিনিই তাঁর পুত্রবধূকে (Daughter in Law) বিয়ে করেছেন ৷ মেয়েটির বয়স 28 বছর ৷ তাঁর নাম, পূজা ৷ কৈলাস যে পূজাকে বিয়ে করেছেন, এই খবর কাকপক্ষিতেও টের পাইনি ৷ কিন্তু কোনোভাবে বিয়ের একটি ছবি ভাইরাল হয়ে যায় ৷ তার পরই এলাকায় হইচই পড়ে ৷
স্থানীয় সূত্রে খবর, কৈলাসের স্ত্রী 12 বছর আগে মারা গিয়েছেন ৷ পূজা তাঁর তৃতীয় ছেলের স্ত্রী ৷ সেই ছেলেও পরে মারা যান ৷ এর পর বিধবা পূজাকে আবার বিয়ে (Marriage) দেন কৈলাস ৷ কিন্তু সেই বিয়ে টেকেনি ৷ তাই পূজা আবার কৈলাসের কাছেই ফিরে আসেন ৷ তার পর সেখানেই থাকতে শুরু করেন ৷
এর পরই হঠাৎই স্থানীয়রা জানতে পারে যে কৈলাস বিয়ে করেছেন পূজাকে ৷ এই নিয়ে হইচই পড়ে এলাকায় ৷ ভাইরাল ছবি দেখে সকলে বিষয়টি নিশ্চিত হন ৷ ছবি দেখেছে পুলিশও ৷ তারা বিষয়টি খতিয়ে দেখছে ৷ এর বেশি পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে পুলিশের একটি সূত্রের দাবি, দু’জনেই সাবালক ৷ ফলে নিজেদের ইচ্ছেয় বিয়ে করে থাকলে, পুলিশের কিছু করার থাকবে না ৷ তবে কৈলাস কেন পূজাকে লোকচক্ষুর আড়ালে বিয়ে করল, সেটা জানা জরুরি ৷ এই বিয়ের পিছনে তাঁর বা পূজার কোনও দূরভিসন্ধি কাজ করেছে না, পুলিশ সেটাই খতিয়ে দেখতে চাইছে ৷
আরও পড়ুন: জোশীমঠে ধসের কারণে ত্রাণ শিবিরে পাত্রের পরিবার, বিয়ে হল মন্দিরে