ETV Bharat / bharat

Man killed wife: মাংস রান্না করে খাইয়ে স্ত্রীকে খুন, পলাতক স্বামী - স্ত্রীকে খুন

বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে ছুরি মেরে খুন করল স্বামী ৷ উত্তরপ্রদেশের ঝাঁসির বিজৌলি এলাকার ঘটনা ৷ অভিযুক্ত স্বামী পলাতক ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 24, 2023, 10:56 PM IST

ঝাঁসি, 24 জুন: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জের ! স্ত্রীকে ছুরি মেরে খুন করল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ মৃতের নাম রেখা রায়কোয়ার (38) ৷ মৃতার ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক ৷

মৃতা রেখার ভাই জানিয়েছেন, প্রেমনগর এলাকার বিজৌলি গ্রামের বাসিন্দা ছিলেন রেখা ৷ 17 বছর আগে ঝাঁসির বাসিন্দা সঞ্জীবের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর ৷ দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে চার মেয়ে ও এক ছেলে ৷ ছেলে সবচেয়ে ছোট ৷ সঞ্জীব কোনও কাজ করত না ৷ এমনকী অভিযুক্ত প্রতিদিন মদ্যপান করত বলেও অভিযোগ ৷

মৃতার ভাই আরও জানান, শুক্রবার দুপুরে বাড়িতে জ্যান্ত মুরগি এনে বাড়িতে রান্না করে সঞ্জীব ৷ বাড়িতেই মুুরগি ছুড়ি দিয়ে কাটে বলে জানা গিয়েছে ৷ তারপর সেটি নিজেই রান্না করে ৷ এরপর তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানকে সেই রান্না করা মাংস খেতেও দেয় ৷ অভিযোগ সঞ্জীব মাংসতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ৷ কিছুক্ষণ বাদে স্ত্রী-সহ পাঁচ সন্তান বেহুঁশ হয়ে যান ৷ এরপরেই মুরগি কাটার ছুড়ি দিয়েই স্ত্রী রেখাকে খুন করে সঞ্জীব ৷ ঘটনার পরেই সে পালিয়ে যায় ৷

কিছুক্ষণ পর বাড়ির পাশে থাকা পিসি অনিতা কোনও একটা কাজে রেখার বাড়িতে আসেন ৷ এসেই তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রেখা ৷ তা দেখেই তিনি ভয় পেয়ে যান ৷ তড়িঘড়ি রেখাকে নিয়ে যাওয়া হয় ঝাঁসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ চিকিৎসা চলাকালীন রাত 12টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷

মৃতার ভাই ধর্মেন্দ্র জানিয়েছেন, সেই দিন তাঁর বাড়ি বরুয়াসাগরে মেয়ের বিয়ে ছিল ৷ দিদি ফোন করে জানিয়েছিলেন, ভাইঝির বিয়েতে নিশ্চই আসবেন ৷ এমনকী, চারটের মধ্যে বাড়ি আসার কথাও বলেছিলেন রেখা ৷ এরপরেই মৃতার ভাই অভিযোগ করে বলেছেন, সঞ্জীব রেখাকে বাপের বাড়ি আসতে দিত না ৷ এই নিয়ে প্রায়শই ঝগড়াও হত ৷ শুধু তাই নয়, সঞ্জীবের তাঁর বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কও ছিল ৷

আরও পড়ুন: প্রেমিকার চুল কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার মা

বিজৌলি থানার ইনচার্জ অশ্বনী দীক্ষিত খবর পেয়ে পৌঁছন ঘটনাস্থলে ৷ তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, সঞ্জীবের দুই ভাই রয়েছে ৷ প্রথমে তাঁরা নাগরাতে একসঙ্গেই থাকতেন ৷ সঞ্জীবের এক ভাই মারা যান ৷ এরপর থেকেই বৌদির সঙ্গে সঞ্জীবের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ৷ অনেক সময় স্ত্রী রেখা হাতেনাতে ধরেও ফেলেছিলেন সঞ্জীবকে ৷ এই ঘটনার পর সঞ্জীব বিজৌলি চকের রাজগড়ে নিজের বাড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকতে শুরু করে ৷ কিন্তু বৌদির সঙ্গে সম্পর্ক চলতেই থাকে ৷ ঘটনায় অভিযুক্ত সঞ্জীব পলাতক ৷" ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জীবের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ পাশাপাশি, খুনের তদন্তও শুরু হয়েছে ৷

ঝাঁসি, 24 জুন: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জের ! স্ত্রীকে ছুরি মেরে খুন করল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ মৃতের নাম রেখা রায়কোয়ার (38) ৷ মৃতার ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক ৷

মৃতা রেখার ভাই জানিয়েছেন, প্রেমনগর এলাকার বিজৌলি গ্রামের বাসিন্দা ছিলেন রেখা ৷ 17 বছর আগে ঝাঁসির বাসিন্দা সঞ্জীবের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর ৷ দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে চার মেয়ে ও এক ছেলে ৷ ছেলে সবচেয়ে ছোট ৷ সঞ্জীব কোনও কাজ করত না ৷ এমনকী অভিযুক্ত প্রতিদিন মদ্যপান করত বলেও অভিযোগ ৷

মৃতার ভাই আরও জানান, শুক্রবার দুপুরে বাড়িতে জ্যান্ত মুরগি এনে বাড়িতে রান্না করে সঞ্জীব ৷ বাড়িতেই মুুরগি ছুড়ি দিয়ে কাটে বলে জানা গিয়েছে ৷ তারপর সেটি নিজেই রান্না করে ৷ এরপর তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানকে সেই রান্না করা মাংস খেতেও দেয় ৷ অভিযোগ সঞ্জীব মাংসতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ৷ কিছুক্ষণ বাদে স্ত্রী-সহ পাঁচ সন্তান বেহুঁশ হয়ে যান ৷ এরপরেই মুরগি কাটার ছুড়ি দিয়েই স্ত্রী রেখাকে খুন করে সঞ্জীব ৷ ঘটনার পরেই সে পালিয়ে যায় ৷

কিছুক্ষণ পর বাড়ির পাশে থাকা পিসি অনিতা কোনও একটা কাজে রেখার বাড়িতে আসেন ৷ এসেই তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রেখা ৷ তা দেখেই তিনি ভয় পেয়ে যান ৷ তড়িঘড়ি রেখাকে নিয়ে যাওয়া হয় ঝাঁসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ চিকিৎসা চলাকালীন রাত 12টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷

মৃতার ভাই ধর্মেন্দ্র জানিয়েছেন, সেই দিন তাঁর বাড়ি বরুয়াসাগরে মেয়ের বিয়ে ছিল ৷ দিদি ফোন করে জানিয়েছিলেন, ভাইঝির বিয়েতে নিশ্চই আসবেন ৷ এমনকী, চারটের মধ্যে বাড়ি আসার কথাও বলেছিলেন রেখা ৷ এরপরেই মৃতার ভাই অভিযোগ করে বলেছেন, সঞ্জীব রেখাকে বাপের বাড়ি আসতে দিত না ৷ এই নিয়ে প্রায়শই ঝগড়াও হত ৷ শুধু তাই নয়, সঞ্জীবের তাঁর বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কও ছিল ৷

আরও পড়ুন: প্রেমিকার চুল কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার মা

বিজৌলি থানার ইনচার্জ অশ্বনী দীক্ষিত খবর পেয়ে পৌঁছন ঘটনাস্থলে ৷ তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, সঞ্জীবের দুই ভাই রয়েছে ৷ প্রথমে তাঁরা নাগরাতে একসঙ্গেই থাকতেন ৷ সঞ্জীবের এক ভাই মারা যান ৷ এরপর থেকেই বৌদির সঙ্গে সঞ্জীবের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ৷ অনেক সময় স্ত্রী রেখা হাতেনাতে ধরেও ফেলেছিলেন সঞ্জীবকে ৷ এই ঘটনার পর সঞ্জীব বিজৌলি চকের রাজগড়ে নিজের বাড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকতে শুরু করে ৷ কিন্তু বৌদির সঙ্গে সম্পর্ক চলতেই থাকে ৷ ঘটনায় অভিযুক্ত সঞ্জীব পলাতক ৷" ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জীবের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ পাশাপাশি, খুনের তদন্তও শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.