ETV Bharat / bharat

Cocaine Seized in Mumbai Airport: সাবানে মিশে কোকেন ! মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটির মাদক - Huge Quantity of Cocaine

16 টি সাবানের বাক্স পরীক্ষা করে চক্ষু চড়কগাছ আধিকারিকদের ৷ দেখা যায়, তার মধ্যে মেশানো রয়েছে গুঁড়ো পদার্থ ৷ পরীক্ষা করতেই খোঁজ মিলল আসল মাদকের (Cocaine Recovered from Mumbai Airport) ৷ ঘটনাটি মুম্বই বিমানবন্দরের ৷

Mumbai Airport
মুম্বই বিমানবন্দর
author img

By

Published : Feb 2, 2023, 9:25 AM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: কয়েক কোটি টাকার মাদক ধরা পড়ল মুম্বই বিমানবন্দরে ৷ বুধবার ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক ব্যক্তিতে হাতেনাতে পাকড়াও করে ডিআরআই বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্সের আধিকারিকরা ৷ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, ওই বিমানযাত্রীর কাছ থেকে 3 হাজার 360 গ্রাম কোকেন পাওয়া গিয়েছে (Huge Quantity of Cocaine Recovered from Mumbai Airport ) ৷ যার আনুমানিক বাজারদর 33 কোটি 60 লক্ষ টাকা ৷

ডিআরআই আধিকারিক জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে আফ্রিকার ইথিওপিয়ার অ্যাডিস আবাবা থেকে এক নাগরিক ইথিওপিয়ান এয়ারলায়েন্স ফ্লাইটে আসছেন ৷ তিনি মুম্বইয়ে নামবেন ৷ তাঁর কাছে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে ৷ খবর অনুযায়ী ডিআরআই ওই ব্যক্তির তল্লাশি চালানো হয় এবং তাঁর কাছে কয়েক হাজার গ্রাম কোকেন মেলে ৷

আধিকারিকের কথায় , "ওই ব্যক্তির লাগেজ পরীক্ষা করে 16টি ছোট সাবানের বাক্স পাওয়া যায় ৷ সাবানের বাক্সগুলিকে ভালোভাবে পরীক্ষা করা হয় ৷ এরপর আধিকারিকরা দেখেন সাবানের গায়ে মোমের স্তর লেগে আছে ৷ আধিকারিকরা মোমের স্তরটি খুলে দেখেন সেটি একটি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢাকা ৷ তাঁরা সাবানের বারটি ভেঙে তার মধ্যে থেকে গুঁড়ো পদার্থ বার করেন৷ পরীক্ষা করে দেখা যায় সেটি কোকেন ৷"

আরও পড়ুন: পাকিস্তানি ড্রোন থেকে ফেলা 30 কোটির মাদক উদ্ধার বিএসএফের !

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: কয়েক কোটি টাকার মাদক ধরা পড়ল মুম্বই বিমানবন্দরে ৷ বুধবার ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক ব্যক্তিতে হাতেনাতে পাকড়াও করে ডিআরআই বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্সের আধিকারিকরা ৷ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, ওই বিমানযাত্রীর কাছ থেকে 3 হাজার 360 গ্রাম কোকেন পাওয়া গিয়েছে (Huge Quantity of Cocaine Recovered from Mumbai Airport ) ৷ যার আনুমানিক বাজারদর 33 কোটি 60 লক্ষ টাকা ৷

ডিআরআই আধিকারিক জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে আফ্রিকার ইথিওপিয়ার অ্যাডিস আবাবা থেকে এক নাগরিক ইথিওপিয়ান এয়ারলায়েন্স ফ্লাইটে আসছেন ৷ তিনি মুম্বইয়ে নামবেন ৷ তাঁর কাছে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে ৷ খবর অনুযায়ী ডিআরআই ওই ব্যক্তির তল্লাশি চালানো হয় এবং তাঁর কাছে কয়েক হাজার গ্রাম কোকেন মেলে ৷

আধিকারিকের কথায় , "ওই ব্যক্তির লাগেজ পরীক্ষা করে 16টি ছোট সাবানের বাক্স পাওয়া যায় ৷ সাবানের বাক্সগুলিকে ভালোভাবে পরীক্ষা করা হয় ৷ এরপর আধিকারিকরা দেখেন সাবানের গায়ে মোমের স্তর লেগে আছে ৷ আধিকারিকরা মোমের স্তরটি খুলে দেখেন সেটি একটি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢাকা ৷ তাঁরা সাবানের বারটি ভেঙে তার মধ্যে থেকে গুঁড়ো পদার্থ বার করেন৷ পরীক্ষা করে দেখা যায় সেটি কোকেন ৷"

আরও পড়ুন: পাকিস্তানি ড্রোন থেকে ফেলা 30 কোটির মাদক উদ্ধার বিএসএফের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.