বেঙ্গালুরু, 10 ডিসেম্বর: বন্ধুদের সঙ্গে জোর করে সঙ্গমে বাধ্য করতেন স্বামী (Husband Forced Wife to Sleep with Friends) ৷ রেকর্ড রাখতেন ভিডিয়ো ৷ সেই ভিডিয়ো দেখিয়ে চলত ব্ল্যাকমেলিং (Blackmailing) ৷ ফলে বাধ্য হলে স্বামীর বন্ধুদের শয্যাসঙ্গিনী হতে হত স্ত্রীকে ৷
এমনই অভিযোগ উঠেছে কর্ণাটকে (Karnataka) ৷ সেখানকার সাম্পিগেহাল্লি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ তিনি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ৷ স্বামীও একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷
পুলিশের দাবি, থানিসান্দ্রার বাসিন্দা ওই মহিলা অভিযোগ করেছেন যে 2011 সালে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের এক ছেলে রয়েছে ৷ বিয়ের পর থেকেই তিনি স্বামীর নির্যাতনের শিকার ৷ স্বামী রোজই মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন ৷ তার পর তাঁকে মারধর করতেন ৷
মহিলার দাবি, 2015 সালে তাঁর স্বামী তাঁকে বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক (Sexual Relationship) তৈরি করতে বাধ্য করে ৷ তিনি রাজি না হওয়ায় তাঁর উপর অত্যাচার চালানো হয় ৷ সেই অত্যাচারের জেরেই শেষে তিনি রাজি হন ৷ আর স্বামীর দুই বন্ধুর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য হন ৷
তিনি পুলিশকে আরও জানিয়েছেন, তাঁর স্বামীর বন্ধুদের সঙ্গে কাটানো সেই সব মুহূর্তের ভিডিয়ো করে রাখতেন (Husband recorded Private Scene of Wife) ৷ তিনি সেই বিষয়ে কিছুই জানতেন না ৷ বরং তিনি এই কাজ করতে অস্বীকার করেন ৷ বিবাহবিচ্ছেদও চেয়েছিলেন ৷ কিন্তু প্রতিবারই তখনই তাঁকে ওই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো (Husband blackmailed his wife with Private Videos) ৷
তাঁর আরও অভিযোগ, বেসরকারি সংস্থায় তাঁর বোন 2019 সাল থেকে তাঁদের সঙ্গেই থাকতেন ৷ তাঁর স্বামী তাঁর বোনের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন ৷ এই নিয়ে তাঁকে জোর করতেন ৷ নির্যাতনও করতেন ৷ সেই কারণে শেষ পর্যন্ত তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ৷ আর তার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷
ওই নির্যাতিতা মহিলার আরও দাবি, তিনি বিবাহবিচ্ছেদ চাওয়ার পর গত 4 ডিসেম্বর তাঁর মোবাইলে একটি হোয়াটস অ্যাপ মেসেজ আসে ৷ সেখানে তাঁর দু’টি ব্যক্তিগত ছবি ছিল ৷ ওই ছবি ও ভিডিয়ো তাঁর স্বামী তাঁর বন্ধু, মা-বাবাকে পাঠানোর হুমকি দিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়াতেও আপলোড করার হুমকি দিয়েছেন ৷ পাশাপাশি তাঁর স্বামীর গাঁজার নেশাও ছিল ৷ সেই জন্য বাড়িতে দু’টি গাঁজা গাছও রেখেছিলেন ৷
আরও পড়ুন: 'পরকীয়া-খুন' ! ডিল এবং আরেকটা হত্যা! প্রকাশ্যে অন্ধ্রপ্রদেশের অপরাধ চক্র