ETV Bharat / bharat

Man beaten to Death over Parking: গাড়ি পার্ক করা নিয়ে বচসা, গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

মাটিতে পড়ে রয়েছেন এক ভদ্রলোক । তাঁর মাথায় ক্রমাগত ইটের বারি মারছে দু'জন । ওই ভদ্রলোকের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে (Man beaten to death over Parking issue)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলা মর এলাকায় ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 26, 2022, 6:21 PM IST

গাজিয়াবাদ, 26 অক্টোবর: গাড়ি পার্ক করা নিয়ে দুই ব্যক্তির বচসা । সেখান থেকেই হাতাহাতি, শেষ পর্যন্ত ইটের আঘাত করে একজনের মাথা থেঁতলে দিল আরেক যুবক (Man beaten to Death over Parking) । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলা মর এলাকায় (Parking Dispute in Hotel in Ghaziabad) ।

ঘটনার পরেই ভাইরাল হয়েছে ওই সময়ের একটি ভিডিয়ো । ওই ঘটনার সময়েই পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক আরোহী । তিনিই চলন্ত গাড়ি থেকে ওই নৃশংস ঘটনাটি ক্যামেরাবন্দি করেন । ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন এক ভদ্রলোক । তাঁর মাথায় ক্রমাগত ইটের বারি মারছে দু'জন । ওই ভদ্রলোকের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে । পরে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বরুণ । বছর 35-এর ওই যুবক দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মীর ছেলে । সংবাদ সংস্থা সূত্রের খবর, গাজিয়াবাদের জ্বয়ালি গ্রামের বাসিন্দা বরুণের সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে বচসা শুরু হয় দুই যুবকের । তারপরেই ইট দিয়ে বরুণের মাথা থেঁতলে দেয় তারা । রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ।

  • #Ghaziabad ढाबे पर गाड़ी पार्क करने को लेकर हुए विवाद के रिटायर्ड दरोगा के बेटे के सिर पर ईंट मारकर हत्या कर दी गयी, घटना टीलामोड थाना क्षेत्र का है।घटना की लाइव वीडियो वायरल @ghaziabadpolice ने दर्ज की FIR,आरोपी फरार @Uppolice @Benarasiyaa @scribe_prashant @aditytiwarilive pic.twitter.com/UlNqbez0RA

    — Lokesh Rai 🇮🇳 (@lokeshRlive) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুরনো শত্রুতার জের ? ক্যানিংয়ে প্রকাশ্যে ব্যক্তিকে মাথা থেঁতলে খুন

গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানেন্দ্র কুমার সিং জানিয়েছেন, গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশের পাঁচটি দল অভিযুক্তদের খুঁজছে । এই ঘটনায় গাজিয়াবাদের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই মৃতের পরিবার-পরিজন পুলিশি গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় থানায় বিক্ষোভ দেখায় ।

গাজিয়াবাদ, 26 অক্টোবর: গাড়ি পার্ক করা নিয়ে দুই ব্যক্তির বচসা । সেখান থেকেই হাতাহাতি, শেষ পর্যন্ত ইটের আঘাত করে একজনের মাথা থেঁতলে দিল আরেক যুবক (Man beaten to Death over Parking) । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলা মর এলাকায় (Parking Dispute in Hotel in Ghaziabad) ।

ঘটনার পরেই ভাইরাল হয়েছে ওই সময়ের একটি ভিডিয়ো । ওই ঘটনার সময়েই পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক আরোহী । তিনিই চলন্ত গাড়ি থেকে ওই নৃশংস ঘটনাটি ক্যামেরাবন্দি করেন । ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন এক ভদ্রলোক । তাঁর মাথায় ক্রমাগত ইটের বারি মারছে দু'জন । ওই ভদ্রলোকের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে । পরে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বরুণ । বছর 35-এর ওই যুবক দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মীর ছেলে । সংবাদ সংস্থা সূত্রের খবর, গাজিয়াবাদের জ্বয়ালি গ্রামের বাসিন্দা বরুণের সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে বচসা শুরু হয় দুই যুবকের । তারপরেই ইট দিয়ে বরুণের মাথা থেঁতলে দেয় তারা । রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ।

  • #Ghaziabad ढाबे पर गाड़ी पार्क करने को लेकर हुए विवाद के रिटायर्ड दरोगा के बेटे के सिर पर ईंट मारकर हत्या कर दी गयी, घटना टीलामोड थाना क्षेत्र का है।घटना की लाइव वीडियो वायरल @ghaziabadpolice ने दर्ज की FIR,आरोपी फरार @Uppolice @Benarasiyaa @scribe_prashant @aditytiwarilive pic.twitter.com/UlNqbez0RA

    — Lokesh Rai 🇮🇳 (@lokeshRlive) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুরনো শত্রুতার জের ? ক্যানিংয়ে প্রকাশ্যে ব্যক্তিকে মাথা থেঁতলে খুন

গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানেন্দ্র কুমার সিং জানিয়েছেন, গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশের পাঁচটি দল অভিযুক্তদের খুঁজছে । এই ঘটনায় গাজিয়াবাদের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই মৃতের পরিবার-পরিজন পুলিশি গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় থানায় বিক্ষোভ দেখায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.