ETV Bharat / bharat

Begging Disguised: বিলাসবহুল জীবনযাপন করতে কিন্নরের ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার অভিযুক্ত - কিন্নরের ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি

কিন্নরের সাজে ভিক্ষা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ বেঙ্গালুরুর নাগাসান্দ্রা মেট্রো স্টেশন এলাকার ঘটনা ৷ বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগাতেই এই ছদ্মবেশ বলে জানিয়েছে অভিযুক্ত ৷

Begging Disguised as Third gender ETV BHARAT
Begging Disguised as Third gender
author img

By

Published : Jul 15, 2023, 10:13 PM IST

বেঙ্গালুরু, 15 জুলাই: শারীরিক ও মানসিকভাবে পুরুষ ৷ এমনকি বাড়িতে স্ত্রী এবং সন্তানও রয়েছে ৷ তা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধরে ভিক্ষাবৃত্তি ৷ এমনই ঘটনা সামনে এসেছে বেঙ্গালুরুর নাগাসান্দ্রা মেট্রো স্টেশন এলাকায় ৷ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর বালাগুন্তে থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চেতন জানিয়েছেন, বেঙ্গালুরুর মতো শহরে বিলাসবহুল জীবনযাপনের খরচ বহন করতেই তিনি তৃতীয় লিঙ্গ বা কিন্নরের সাজে ভিক্ষা করতেন মেট্রো স্টেশনে ৷

পরিবারের অলক্ষ্যে দ্বৈত জীবনযাপন-চেতনের এই দ্বৈত জীবনযাপনের রহস্য তাঁর পরিবারের সদ্যরাও জানতে না ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, রোজ বাড়ি থেকে বেরোতেন কাজে যাওয়ার নাম করে ৷ কিন্তু, কী কাজ করতেন তিনি ? তা স্ত্রীকেও জানাননি চেতন ৷ বাড়ি থেকে বেরিয়ে একটি গোপন আস্তানায় যেতেন তিনি ৷ সেখানে পুরুষ থেকে কিন্নর সাজতেন ৷ এর পর তাঁর গন্তব্য ছিল বেঙ্গালুরুর নাগাসান্দ্রা মেট্রো স্টেশন ৷ সেখানে মেট্রোতে ভিক্ষা করতেন ৷ মেট্রোর বাইরে ভিক্ষা করতে দেখা গিয়েছে তাঁকে ৷

জানা গিয়েছে, বাড়িতে তাঁর একটি অত্যন্ত গোপনীয় ঘর ছিল ৷ সেখানে সবসময় তালাবন্ধ থাকত ৷ আর নিজে যখন সেই ঘরে ঢুকতেন, তখন ভিতর থেকে তা বন্ধ করে দিতেন ৷ বাড়ির কারও ওই ঘরে প্রবেশের অধিকার ছিল না ৷ যা নিয়ে স্ত্রী'র সন্দেহ হলেও, কোনও দিন প্রশ্ন করেননি ৷ চেতন শুধু জানিয়েছিলেন, সেটি তাঁর কাজের ঘর ৷ সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে ৷

আরও পড়ুন: প্রেমের তাগিদে লিঙ্গ পরিবর্তন, বিয়ের রেজিস্ট্রির আবেদন 2 বান্ধবীর

কিন্তু, সমস্যা তৈরি হয় গত 13 জুলাই ৷ নাগাসান্দ্রা মেট্রো স্টেশনের বাইরে বেআইনিভাবে একটি ছাউনি তৈরি করেন চেতন ৷ মূলত, কিন্নরের ছদ্মবেশেই ওই ছাউনি তৈরি করেন তিনি ৷ পুলিশে অভিযোগ দায়ের করে স্থানীয়রা ৷ এরপর বেঙ্গালুরু মেট্রো রেলওয়েল কর্পোরেশন ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায় ৷ সেখানে স্থানীয় মহিলারাও ছিলেন ৷ অভিযোগ কিন্নর বেশে থাকা চেতন তাঁদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন ৷ এমনকি তাঁর গলার স্বর বদল হতে থাকে ৷ সন্দেহ হওয়ায় তল্লাশি নিতেই কিন্নর বেশে থাকা চেতনের সত্যি সামনে চলে আসে ৷

তখন স্থানীয়রা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ তবে, পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ চেতনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশকে জেরায় তিনি জানিয়েছেন, মূল্যবৃদ্ধির জেরে সংসার চালানো দায় হয়ে গিয়েছিল তাঁর ৷ মূলত পরিবারের বিভিন্ন দাবি মেটাতে ও সামাজিকতা রক্ষার জন্য কিন্নরের বেশে ভিক্ষা করছিলেন তিনি ৷

বেঙ্গালুরু, 15 জুলাই: শারীরিক ও মানসিকভাবে পুরুষ ৷ এমনকি বাড়িতে স্ত্রী এবং সন্তানও রয়েছে ৷ তা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধরে ভিক্ষাবৃত্তি ৷ এমনই ঘটনা সামনে এসেছে বেঙ্গালুরুর নাগাসান্দ্রা মেট্রো স্টেশন এলাকায় ৷ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর বালাগুন্তে থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চেতন জানিয়েছেন, বেঙ্গালুরুর মতো শহরে বিলাসবহুল জীবনযাপনের খরচ বহন করতেই তিনি তৃতীয় লিঙ্গ বা কিন্নরের সাজে ভিক্ষা করতেন মেট্রো স্টেশনে ৷

পরিবারের অলক্ষ্যে দ্বৈত জীবনযাপন-চেতনের এই দ্বৈত জীবনযাপনের রহস্য তাঁর পরিবারের সদ্যরাও জানতে না ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, রোজ বাড়ি থেকে বেরোতেন কাজে যাওয়ার নাম করে ৷ কিন্তু, কী কাজ করতেন তিনি ? তা স্ত্রীকেও জানাননি চেতন ৷ বাড়ি থেকে বেরিয়ে একটি গোপন আস্তানায় যেতেন তিনি ৷ সেখানে পুরুষ থেকে কিন্নর সাজতেন ৷ এর পর তাঁর গন্তব্য ছিল বেঙ্গালুরুর নাগাসান্দ্রা মেট্রো স্টেশন ৷ সেখানে মেট্রোতে ভিক্ষা করতেন ৷ মেট্রোর বাইরে ভিক্ষা করতে দেখা গিয়েছে তাঁকে ৷

জানা গিয়েছে, বাড়িতে তাঁর একটি অত্যন্ত গোপনীয় ঘর ছিল ৷ সেখানে সবসময় তালাবন্ধ থাকত ৷ আর নিজে যখন সেই ঘরে ঢুকতেন, তখন ভিতর থেকে তা বন্ধ করে দিতেন ৷ বাড়ির কারও ওই ঘরে প্রবেশের অধিকার ছিল না ৷ যা নিয়ে স্ত্রী'র সন্দেহ হলেও, কোনও দিন প্রশ্ন করেননি ৷ চেতন শুধু জানিয়েছিলেন, সেটি তাঁর কাজের ঘর ৷ সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে ৷

আরও পড়ুন: প্রেমের তাগিদে লিঙ্গ পরিবর্তন, বিয়ের রেজিস্ট্রির আবেদন 2 বান্ধবীর

কিন্তু, সমস্যা তৈরি হয় গত 13 জুলাই ৷ নাগাসান্দ্রা মেট্রো স্টেশনের বাইরে বেআইনিভাবে একটি ছাউনি তৈরি করেন চেতন ৷ মূলত, কিন্নরের ছদ্মবেশেই ওই ছাউনি তৈরি করেন তিনি ৷ পুলিশে অভিযোগ দায়ের করে স্থানীয়রা ৷ এরপর বেঙ্গালুরু মেট্রো রেলওয়েল কর্পোরেশন ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায় ৷ সেখানে স্থানীয় মহিলারাও ছিলেন ৷ অভিযোগ কিন্নর বেশে থাকা চেতন তাঁদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন ৷ এমনকি তাঁর গলার স্বর বদল হতে থাকে ৷ সন্দেহ হওয়ায় তল্লাশি নিতেই কিন্নর বেশে থাকা চেতনের সত্যি সামনে চলে আসে ৷

তখন স্থানীয়রা তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷ তবে, পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ চেতনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশকে জেরায় তিনি জানিয়েছেন, মূল্যবৃদ্ধির জেরে সংসার চালানো দায় হয়ে গিয়েছিল তাঁর ৷ মূলত পরিবারের বিভিন্ন দাবি মেটাতে ও সামাজিকতা রক্ষার জন্য কিন্নরের বেশে ভিক্ষা করছিলেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.