ডানলপ, 24 ফেব্রুয়ারি : হুগলির সাহাগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা সভাস্থলেই আজ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় সভা করেন। দু'দিন আগে ওই মাঠে দাঁড়িয়ে একাধিক ইস্য়ুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করেন মোদি। আজকের ওই সভায় যোগদান একঝাঁক টলি তারকা। একইসঙ্গে তৃণমূলের পতাকা তুলে নেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
লক্ষ্মীরতন শুক্লর দল ছাড়ার পর হাওড়ার আরও এক ক্রিকেটারকে দলে টানল তৃণমূল। এদিকে তৃণমূলে যোগ দিয়ে মনোজ বুঝিয়ে দিলেন, তিনি ক্রিকেট ছাড়তে চলেছেন। হাঁটুর অবস্থা ভাল নয় তাঁর। তাই হাজারে ট্রফি নাও খেলতে পারেন তিনি।
এদিকে মনোজের পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে যোগ দেন কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া প্রমুখ। কয়েকদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সায়নী। তারপর তাঁকে আক্রমণ করতে পিছপা হননি বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। এবং রীতিমতো টুইট যুদ্ধ লেগেছিল তথাগত রায় এবং সায়নীর মধ্য়ে। প্রথম থেকেই সায়নীর পাশেই ছিলেন মমতা। আজ তাঁর হাত থেকেই তৃণমূলের পতাকা তুললেন সায়নী।