ETV Bharat / bharat

Mamata backs Sourav: সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

সৌরভ প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, 'আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার (Mamata Banerjee slams BJP) ।' সেই খোঁচা যে অমিত-তনয় জয় শাহ'কে নিয়েই, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না (Sourav Ganguly exits as BCCI President) ।

Etv Bharat
Mamata slams BJP
author img

By

Published : Oct 20, 2022, 10:08 PM IST

Updated : Oct 20, 2022, 11:02 PM IST

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যে এসে মমতা-সরকারের বিরুদ্ধে বারবার পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা । বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে, সৌরভকে সামনে রেখে সেই পরিবারতন্ত্রের খোঁচা ফিরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও সরাসরি কারও নাম বলেননি তিনি । মমতা এদিন বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে তিন বছর করে সময়সীমা বাড়ানো হল । একজন (জয় শাহ) থেকে গেল আর একজনকে (সৌরভ) বাদ দিয়ে দেওয়া হল (Sourav Ganguly exits as BCCI President) । কী অপরাধ তাঁর ? বাংলার ছেলে বলে ?" কিন্তু সেই খোঁচা যে অমিত-তনয় জয় শাহ'কে নিয়েই, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ।

সৌরভ প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, 'আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।' বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, তাঁকে যাতে আইসিসিতে পাঠানো হয় । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । শুধু সৌরভ নয়, এবার আইসিসি নির্বাচনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কাউকেই পাঠানো হয়নি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভারত থেকে দু'তিন জন এনটাইটেল ছিল । শেষ পর্যন্ত কাউকেই পাঠানো হচ্ছে না । এটাই খেলা । এনটাইটেল যারা ছিল তাদের দেওয়া হল না । মনে ওই পোস্টটা রেখে দেওয়া হল । যিনি আছেন তাঁকে দু'বছর সাপোর্ট দেওয়া হবে । তারপর বড় কাউকে নিয়ে আসা হবে । অন্যদের বেলায় দোষ, অন্যদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।"

মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

আরও পড়ুন: 'সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার', মহারাজ আইসিসি মনোনয়ন না-পাওয়ায় বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আজ লজ্জা হচ্ছে ভারতের প্রতিনিধিত্ব নেই । আমরা অংশগ্রহণ করলে তো আর অন্যেরা জিততে পারে না । কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে সৌরভকে দু'বছর বিসিসিআই-এ দিয়ে, তারপরে নয় তাঁর ছেলেকে পাঠানো যেত । তাহলে কেউ কিছু বলত না । রাজনীতিতে পরিবারের কাউকে নিয়ে এলে দোষ । ক্রিকেটে আপনারা পরিবারের কাউকে ঢোকালে তা দোষের নয় । এ কেমন রাজনৈতিক ফর্মুলা । যদি কোনও কিছু খারাপ হয়, তা সবকিছুতেই খারাপ । যোগ্যতা যার আছে তা সে পলিটিক্স হোক, অ্যাডমিনিস্ট্রেশন অথবা খেলাধুলা- আমার কোনও আপত্তি নেই । আজ তোমার ক্ষমতা আছে তাই সৌরভকে পদ দিলে না । কে বলতে পারে, 24-এ তোমরা ক্ষমতায় থাকলে না, তখন সৌরভই যাবে ।"

কলকাতা, 20 অক্টোবর: রাজ্যে এসে মমতা-সরকারের বিরুদ্ধে বারবার পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা । বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে, সৌরভকে সামনে রেখে সেই পরিবারতন্ত্রের খোঁচা ফিরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও সরাসরি কারও নাম বলেননি তিনি । মমতা এদিন বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে তিন বছর করে সময়সীমা বাড়ানো হল । একজন (জয় শাহ) থেকে গেল আর একজনকে (সৌরভ) বাদ দিয়ে দেওয়া হল (Sourav Ganguly exits as BCCI President) । কী অপরাধ তাঁর ? বাংলার ছেলে বলে ?" কিন্তু সেই খোঁচা যে অমিত-তনয় জয় শাহ'কে নিয়েই, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ।

সৌরভ প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, 'আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।' বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, তাঁকে যাতে আইসিসিতে পাঠানো হয় । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । শুধু সৌরভ নয়, এবার আইসিসি নির্বাচনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কাউকেই পাঠানো হয়নি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভারত থেকে দু'তিন জন এনটাইটেল ছিল । শেষ পর্যন্ত কাউকেই পাঠানো হচ্ছে না । এটাই খেলা । এনটাইটেল যারা ছিল তাদের দেওয়া হল না । মনে ওই পোস্টটা রেখে দেওয়া হল । যিনি আছেন তাঁকে দু'বছর সাপোর্ট দেওয়া হবে । তারপর বড় কাউকে নিয়ে আসা হবে । অন্যদের বেলায় দোষ, অন্যদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার ।"

মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

আরও পড়ুন: 'সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার', মহারাজ আইসিসি মনোনয়ন না-পাওয়ায় বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আজ লজ্জা হচ্ছে ভারতের প্রতিনিধিত্ব নেই । আমরা অংশগ্রহণ করলে তো আর অন্যেরা জিততে পারে না । কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে সৌরভকে দু'বছর বিসিসিআই-এ দিয়ে, তারপরে নয় তাঁর ছেলেকে পাঠানো যেত । তাহলে কেউ কিছু বলত না । রাজনীতিতে পরিবারের কাউকে নিয়ে এলে দোষ । ক্রিকেটে আপনারা পরিবারের কাউকে ঢোকালে তা দোষের নয় । এ কেমন রাজনৈতিক ফর্মুলা । যদি কোনও কিছু খারাপ হয়, তা সবকিছুতেই খারাপ । যোগ্যতা যার আছে তা সে পলিটিক্স হোক, অ্যাডমিনিস্ট্রেশন অথবা খেলাধুলা- আমার কোনও আপত্তি নেই । আজ তোমার ক্ষমতা আছে তাই সৌরভকে পদ দিলে না । কে বলতে পারে, 24-এ তোমরা ক্ষমতায় থাকলে না, তখন সৌরভই যাবে ।"

Last Updated : Oct 20, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.