ETV Bharat / bharat

INDIA Alliance PM Candidate: বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ 'ইন্ডিয়া', সাফ জবাব মমতার - পিএম

বুধবার মুম্বই পৌঁছে সোজা অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী এদিন অমিতাভকে রাখী পড়ান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এরপর 'জলসা'র বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, পিএম-এর চেহারা ইন্ডিয়া হবে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:06 PM IST

Updated : Aug 30, 2023, 7:30 PM IST

মুম্বই পৌঁছে সোজা অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই, 30 অগস্ট: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের একদিন আগেই মুম্বই পৌঁছে ফের একবার জোটের পক্ষেই জোরাল সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? যার উত্তরে তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট জবাব, "প্রধানমন্ত্রীর চেহারা 'ইন্ডিয়া হবে' ৷"

বুধবার মুম্বই পৌঁছে সোজা অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী এদিন অমিতাভকে রাখি পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এরপর 'জলসা'র বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, "পিএম-এর চেহারা ইন্ডিয়া হবে ৷" একইসঙ্গে, এদিন অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে আপ-এর তরফে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি করা হয়েছে, সেই প্রসঙ্গেও সোজাসাপটা উত্তর দিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "আমি এরকম কোনও কথা কারও প্রসঙ্গে বলিনি, শুনিনি ৷ আমরা 'ইন্ডিয়া' একটা পরিবার ৷ আমাদের প্রাথমিক কর্তব্য দেশকে বাঁচানো, ইন্ডিয়াকে বাঁচানো ৷ এমন কোনও কথা (প্রধানমন্ত্রী পদপ্রার্থী) এখন হওয়ার নয় ৷"

31 অগস্ট বৃহস্পতিবার এবং 1 সেপ্টেম্বর শুক্রবার মুম্বইয়ে পাঁচতারা হোটেলে দু’দিনের বৈঠকে বসছে 'ইন্ডিয়া' জোট ৷ 26টি দলের সঙ্গে আরও কয়েকটি রাজনৈতিক দল এই জোটের অংশ হতে চলেছে বলে দাবি করেছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরা ৷ সূত্রের খবর, জোটের এই তৃতীয় বৈঠকেই সম্ভবত লোগো প্রকাশ হবে ৷ সেই সঙ্গে, আগামী কয়েকটি রাজ্যের বিধানসভা এবং আগামী লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়েও এই বৈঠকে চূড়ান্ত ব্লু-প্রিন্ট তৈরি হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷ আর এদিনই মুম্বই পৌঁছে জোটের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে 'ইন্ডিয়া' জোট নিয়ে যে আশাবাদী তৃণমূল সুপ্রিমো তা এদিন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মমতা ৷

আরও পড়ুন: জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা

এদিন জোট প্রসঙ্গে মমতা বলেন, "বৃহস্পতিবার নৈশভোজের পর একদফা বৈঠক হবে ৷ পরদিন আবার আলোচনা হবে ৷ যা আলোচনা হবে বৈঠকেই হবে ৷ আমি এখন কিছুই জানি না ৷ বৈঠকে গেলে সব জানতে পারব ৷ আমরা সকলে সমান ৷ আমরা সকলে এই ইন্ডিয়া পরিবারের সদস্য ৷ দেশকে বাঁচাতে হবে ৷ এটাই আমাদের প্রাথমিক লক্ষ ৷ আমি ইন্ডিয়া-কেই দেখছি ৷"

মুম্বই পৌঁছে সোজা অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই, 30 অগস্ট: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের একদিন আগেই মুম্বই পৌঁছে ফের একবার জোটের পক্ষেই জোরাল সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? যার উত্তরে তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট জবাব, "প্রধানমন্ত্রীর চেহারা 'ইন্ডিয়া হবে' ৷"

বুধবার মুম্বই পৌঁছে সোজা অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী এদিন অমিতাভকে রাখি পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এরপর 'জলসা'র বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, "পিএম-এর চেহারা ইন্ডিয়া হবে ৷" একইসঙ্গে, এদিন অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে আপ-এর তরফে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি করা হয়েছে, সেই প্রসঙ্গেও সোজাসাপটা উত্তর দিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "আমি এরকম কোনও কথা কারও প্রসঙ্গে বলিনি, শুনিনি ৷ আমরা 'ইন্ডিয়া' একটা পরিবার ৷ আমাদের প্রাথমিক কর্তব্য দেশকে বাঁচানো, ইন্ডিয়াকে বাঁচানো ৷ এমন কোনও কথা (প্রধানমন্ত্রী পদপ্রার্থী) এখন হওয়ার নয় ৷"

31 অগস্ট বৃহস্পতিবার এবং 1 সেপ্টেম্বর শুক্রবার মুম্বইয়ে পাঁচতারা হোটেলে দু’দিনের বৈঠকে বসছে 'ইন্ডিয়া' জোট ৷ 26টি দলের সঙ্গে আরও কয়েকটি রাজনৈতিক দল এই জোটের অংশ হতে চলেছে বলে দাবি করেছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরা ৷ সূত্রের খবর, জোটের এই তৃতীয় বৈঠকেই সম্ভবত লোগো প্রকাশ হবে ৷ সেই সঙ্গে, আগামী কয়েকটি রাজ্যের বিধানসভা এবং আগামী লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়েও এই বৈঠকে চূড়ান্ত ব্লু-প্রিন্ট তৈরি হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷ আর এদিনই মুম্বই পৌঁছে জোটের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে 'ইন্ডিয়া' জোট নিয়ে যে আশাবাদী তৃণমূল সুপ্রিমো তা এদিন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মমতা ৷

আরও পড়ুন: জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা

এদিন জোট প্রসঙ্গে মমতা বলেন, "বৃহস্পতিবার নৈশভোজের পর একদফা বৈঠক হবে ৷ পরদিন আবার আলোচনা হবে ৷ যা আলোচনা হবে বৈঠকেই হবে ৷ আমি এখন কিছুই জানি না ৷ বৈঠকে গেলে সব জানতে পারব ৷ আমরা সকলে সমান ৷ আমরা সকলে এই ইন্ডিয়া পরিবারের সদস্য ৷ দেশকে বাঁচাতে হবে ৷ এটাই আমাদের প্রাথমিক লক্ষ ৷ আমি ইন্ডিয়া-কেই দেখছি ৷"

Last Updated : Aug 30, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.