ETV Bharat / bharat

Mamata Banerjee Meghalaya Rally: 'দিল্লি, গুয়াহাটি, বাংলা মেঘালয় চালাবে না !' বার্তা 'বন্ধু' মমতার - মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনসভা

নির্বাচনের আগে (Meghalaya Assembly Election 2023) বুধবার মেঘালয়ে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Meghalaya Rally) ৷ জনসভার মঞ্চ থেকে কী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো ?

Mamata Banerjee says in her Rally that Meghalaya will be run by people of the state
মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 22, 2023, 2:19 PM IST

রাজাবালা (মেঘালয়), 22 ফেব্রুয়ারি: "মেঘালয় চালাবে কে ? দিল্লি বা গুয়াহাটি মেঘালয় চালাবে না ৷ মেঘালয় চালাবে, মেঘালয় (মেঘালয়ের মানুষ) ৷ আমরাও বাংলা থেকে মেঘালয় চালাতে আসব না ৷ কারণ আমরা আপনাদের বন্ধু ৷" বুধবার ভোটের প্রচারে (Meghalaya Assembly Election 2023) এসে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meghalaya Rally) ৷

এদিন মেঘালয়ের রাজাবালায় একটি জনসভা করেন তিনি ৷ সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় সাংসদ ডেরেক ও'ব্রায়েন থেকে শুরু করে মুকুল সাংমা প্রমুখ ৷ এদিনের ভোট প্রচারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করেন নেত্রী ৷ তাঁর সাফ কথা, মেঘালয়ের উন্নতি যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই ৷ এই প্রসঙ্গে মমতা বলেন, "মেঘালয়ে যদি উদীয়মান সূর্য ও মানুষের মুখে হাসি দেখতে চায় তাহলে সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷" পাশাপাশি তাঁর বার্তা কৃষক থেকে শুরু করে আদিবাসী মহিলা এবং যুবক-যুবতীদের ভালো রাখতে হলে সকলে মিলে তৃণমূলকে ভোট দিতে হবে ৷

আরও পড়ুন: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের

মমতার অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার গত পাঁচবছরে কোনও উন্নয়ন করেনি ৷ রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো, কোনও কিছুই গড়ে তোলা হয়নি ৷ বদলে এনআরসি থেকে শুরু করে সিএএর মতো বিষয়গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁর আরও অভিযোগ, বাইরে থেকে লোকজন এসে মেঘালয় শাসন করার চেষ্টা করছে ৷ এমনকী, মেঘালয়বাসীর উপর বিএএসএফ অত্যাচার করছে ! একটি সূত্র থেকে তিনি জানতে পেরেছেন, মঙ্গলবার রাজ্যের একটি বিএসএফ ক্য়াম্পে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে !

মমতার দাবি, মেঘালয়ের মানুষ অনেক অত্যাচার সহ্য করেন ৷ কিন্তু, সেই অত্যাচারের তদন্তের জন্য কোনও কেন্দ্রীয় দল আসে না ৷ সীমান্তে গুলি করে মানুষ খুন করা হয় ! কিন্তু, তার সুবিচার হয় না ৷ অথচ, বাংলায় নানা 'অজুহাতে' ইডি, সিবিআই পাঠিয়ে দেওয়া হয় ! মমতার কথায়, "ইডি, সিবিআইয়ের মাধ্যমে বিজেপি রোজ আমাদের দরজায় কড়া নাড়ে !" এদিন একইসঙ্গে কংগ্রেসের ভোট চাওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন মমতা ৷ তাঁর স্পষ্ট বার্তা, কংগ্রেস মেঘালয়ের মানুষের উন্নতির জন্য কিছু করে না ৷ অথচ, ভোটের সময় ভোট চাইতে আসে !

রাজাবালা (মেঘালয়), 22 ফেব্রুয়ারি: "মেঘালয় চালাবে কে ? দিল্লি বা গুয়াহাটি মেঘালয় চালাবে না ৷ মেঘালয় চালাবে, মেঘালয় (মেঘালয়ের মানুষ) ৷ আমরাও বাংলা থেকে মেঘালয় চালাতে আসব না ৷ কারণ আমরা আপনাদের বন্ধু ৷" বুধবার ভোটের প্রচারে (Meghalaya Assembly Election 2023) এসে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meghalaya Rally) ৷

এদিন মেঘালয়ের রাজাবালায় একটি জনসভা করেন তিনি ৷ সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় সাংসদ ডেরেক ও'ব্রায়েন থেকে শুরু করে মুকুল সাংমা প্রমুখ ৷ এদিনের ভোট প্রচারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করেন নেত্রী ৷ তাঁর সাফ কথা, মেঘালয়ের উন্নতি যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই ৷ এই প্রসঙ্গে মমতা বলেন, "মেঘালয়ে যদি উদীয়মান সূর্য ও মানুষের মুখে হাসি দেখতে চায় তাহলে সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ৷" পাশাপাশি তাঁর বার্তা কৃষক থেকে শুরু করে আদিবাসী মহিলা এবং যুবক-যুবতীদের ভালো রাখতে হলে সকলে মিলে তৃণমূলকে ভোট দিতে হবে ৷

আরও পড়ুন: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের

মমতার অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার গত পাঁচবছরে কোনও উন্নয়ন করেনি ৷ রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো, কোনও কিছুই গড়ে তোলা হয়নি ৷ বদলে এনআরসি থেকে শুরু করে সিএএর মতো বিষয়গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁর আরও অভিযোগ, বাইরে থেকে লোকজন এসে মেঘালয় শাসন করার চেষ্টা করছে ৷ এমনকী, মেঘালয়বাসীর উপর বিএএসএফ অত্যাচার করছে ! একটি সূত্র থেকে তিনি জানতে পেরেছেন, মঙ্গলবার রাজ্যের একটি বিএসএফ ক্য়াম্পে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে !

মমতার দাবি, মেঘালয়ের মানুষ অনেক অত্যাচার সহ্য করেন ৷ কিন্তু, সেই অত্যাচারের তদন্তের জন্য কোনও কেন্দ্রীয় দল আসে না ৷ সীমান্তে গুলি করে মানুষ খুন করা হয় ! কিন্তু, তার সুবিচার হয় না ৷ অথচ, বাংলায় নানা 'অজুহাতে' ইডি, সিবিআই পাঠিয়ে দেওয়া হয় ! মমতার কথায়, "ইডি, সিবিআইয়ের মাধ্যমে বিজেপি রোজ আমাদের দরজায় কড়া নাড়ে !" এদিন একইসঙ্গে কংগ্রেসের ভোট চাওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন মমতা ৷ তাঁর স্পষ্ট বার্তা, কংগ্রেস মেঘালয়ের মানুষের উন্নতির জন্য কিছু করে না ৷ অথচ, ভোটের সময় ভোট চাইতে আসে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.