চেন্নাই, 3 নভেম্বর: চেনা গণ্ডীর বাইরে গিয়েও চেনা ভঙ্গিতেই ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাজালেন স্থানীয় বাদ্যযন্ত্র 'ছেন্দা' (Chenda) ৷ এর আগে বহুবার তৃণমূল সুপ্রিমোকে ঢাক বাজাতে দেখা গিয়েছে ৷ আদিবাসীদের সঙ্গে ধামসা, মাদলের তালে নাচতেও দেখা গিয়েছে তাঁকে ৷ বৃহস্পতিবার 'দিদি'র সেই রূপই দেখল চেন্নাই ৷ তাঁকে ছেন্দা বাজাতে দেখে খুশি হন শিল্পীরাও ৷ মমতাকে ছেন্দা বাজাতে উৎসাহও দেন তাঁরা ৷ প্রায় দেড় মিনিট ধরে লা গণেশনের বাড়ির ঠিক বাইরে ছেন্দা বাজান মমতা ৷
প্রসঙ্গত, এদিন চেন্নাইয়ের পারিবারিক বাসভবনে লা গানেশণের দাদার 80তম জন্মদিনের অনুষ্ঠান পালিত হয় ৷ এই উপলক্ষেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগদান করেন মমতা ৷ এদিনের অনুষ্ঠানে অভ্য়াগতদের স্বাগত জানানোর জন্য লা গণেশনের বাড়ির বাইরে বাজনা বাজানোর বন্দোবস্ত করা হয়েছিল ৷ স্থানীয় লোকশিল্পীরা স্থানীয় রীতি মেনে ছেন্দা বাজিয়ে সকলকে অভিবাদন জানাচ্ছিলেন ৷ মমতাকেও একইভাবে স্বাগত জানানো হয় ৷ মমতাও হাসিমুখে এগিয়ে যান শিল্পীদের দিকে ৷ তাঁদের কাছ থেকে ছেন্দার কাঠি চেয়ে নিয়ে বাজাতে শুরু করেন তিনি ৷ তারপর সেই কাঠি শিল্পীদের ফিরিয়ে ঢুকে যান রাজ্যপালের পারিবারিক বাসভবনে ৷ মমতার এই 'অবতার' মুগ্ধ করেছে উপস্থিত সকলকেই ৷
-
#WATCH | West Bengal CM Mamata Banerjee plays a drum as she arrives at the family function of West Bengal Governor La Ganesan, in Chennai, Tamil Nadu pic.twitter.com/SB03cBS3zk
— ANI (@ANI) November 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | West Bengal CM Mamata Banerjee plays a drum as she arrives at the family function of West Bengal Governor La Ganesan, in Chennai, Tamil Nadu pic.twitter.com/SB03cBS3zk
— ANI (@ANI) November 3, 2022#WATCH | West Bengal CM Mamata Banerjee plays a drum as she arrives at the family function of West Bengal Governor La Ganesan, in Chennai, Tamil Nadu pic.twitter.com/SB03cBS3zk
— ANI (@ANI) November 3, 2022
আরও পড়ুন: গোবিন্দভোগ চালে রফতানি শুল্কে হ্রাস চেয়ে মোদিকে চিঠি মমতার
এদিন রাজ্যপালের বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মুখোমুখি সাক্ষাৎ হয় ৷ বেশ কিছুক্ষণ দু'জনে কথা বলেন ৷ শোনা যাচ্ছে, মমতা এসেছেন শুনে রজনীকান্ত নিজেই নাকি এগিয়ে যান তাঁর সঙ্গে কথা বলতে ৷ মনে করা হচ্ছে, নিতান্তই সৌজন্য বিনিময় হয়েছে তাঁদের মধ্যে ৷ রজনীকান্ত রাজনীতিতে নাম লেখানোয় মমতাকে নিয়ে তাঁর এই আগ্রহ কিছুটা হলেও নজর কেড়েছে সংশ্লিষ্ট মহলের ৷ পাশাপাশি, এদিন ফের একবার এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা হয় মমতার ৷
এখনও পর্যন্ত যা খবর, এদিনই চেন্নাই থেকে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুপুর দু'টো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি ৷ সেখান থেকে সরাসরি চলে যাবেন নবান্ন ৷ এদিকে, চেন্নাইয়ে এদিন রাজ্যপালের আমন্ত্রণেএকটি ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিলেও আগামী দিনে তিনি ফের চেন্নাই আসবেন বলেও জানিয়েছেন ৷ মমতার দাবি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাঁকে দিদির মতো শ্রদ্ধা করেন ৷ তাই তিনি যখনই ডাকবেন, তখনই মমতা চেন্নাই আসবেন বলে জানিয়েছেন ৷ তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে ৷