ETV Bharat / bharat

Horrific Accident in Kashmir: উপত্যকায় খাদে বাস পড়ে মৃত অন্তত 36! আর্থিক সাহায্যের ঘোষণা মোদির - Major road accident

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় খাদে বাস পড়ে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 1:44 PM IST

Updated : Nov 15, 2023, 3:01 PM IST

শ্রীনগর, 15 নভেম্বর: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডোডা জেলায় বাস খাদে পড়ে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বাসটিতে 55 জন যাত্রী ছিলেন। ফলত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন । তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

  • The bus accident in Doda, Jammu and Kashmir is distressing. My condolences to the families who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest.

    An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Rs.…

    — PMO India (@PMOIndia) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, এই ঘটনা শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে। শোক প্রকাশ করেছেন কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি লেখেন, "ডোডার দুর্ঘটনা নিহতদের প্রতি সমবেদনা জানাই।"

  • Doda bus accident | J&K Lieutenant Governor Manoj Sinha tweets, “Extremely pained by the loss of lives in a tragic bus accident in Assar, Doda. My heartfelt condolences to the bereaved families & wishing for a speedy recovery of those injured in the accident. Directed Div Com &… pic.twitter.com/Bi72nNzaaw

    — ANI (@ANI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে JK02CN 6555 নম্বর বাসটি কিস্তওয়ার থেকে জম্মু যাচ্ছিল। এমন সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান বাসে যাত্রী সংখ্য়া বেশি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইটিভি ভারত জানতে পেরেছে বাসটি সাড়ে তিন বছরের পুরনো। বাসের মালিক জম্মুর নরওয়াল এলাকার বাসিন্দা ধীরাজ গুপ্তা। 2021 সালের 12 অগস্ট মাত্রাতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ উঠেছিল এই বাসের মালিকের বিরুদ্ধে। তাঁর জন্য তাঁকে 600 টাকা জরিমানাও দিতে হয়েছিল।

আরও পড়ুন: বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাব ইন্সপেক্টরের

শ্রীনগর, 15 নভেম্বর: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডোডা জেলায় বাস খাদে পড়ে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বাসটিতে 55 জন যাত্রী ছিলেন। ফলত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন । তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

  • The bus accident in Doda, Jammu and Kashmir is distressing. My condolences to the families who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest.

    An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Rs.…

    — PMO India (@PMOIndia) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, এই ঘটনা শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে। শোক প্রকাশ করেছেন কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি লেখেন, "ডোডার দুর্ঘটনা নিহতদের প্রতি সমবেদনা জানাই।"

  • Doda bus accident | J&K Lieutenant Governor Manoj Sinha tweets, “Extremely pained by the loss of lives in a tragic bus accident in Assar, Doda. My heartfelt condolences to the bereaved families & wishing for a speedy recovery of those injured in the accident. Directed Div Com &… pic.twitter.com/Bi72nNzaaw

    — ANI (@ANI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে JK02CN 6555 নম্বর বাসটি কিস্তওয়ার থেকে জম্মু যাচ্ছিল। এমন সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান বাসে যাত্রী সংখ্য়া বেশি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইটিভি ভারত জানতে পেরেছে বাসটি সাড়ে তিন বছরের পুরনো। বাসের মালিক জম্মুর নরওয়াল এলাকার বাসিন্দা ধীরাজ গুপ্তা। 2021 সালের 12 অগস্ট মাত্রাতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ উঠেছিল এই বাসের মালিকের বিরুদ্ধে। তাঁর জন্য তাঁকে 600 টাকা জরিমানাও দিতে হয়েছিল।

আরও পড়ুন: বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাব ইন্সপেক্টরের

Last Updated : Nov 15, 2023, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.