লখনউ, 23 অক্টোবর : নিজের রাজনৈতিক বিরোধীদের 'রামদ্রোহী' বলে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শনিবার বিরোধিদের কটাক্ষ করে তিনি বলেন, "রামদ্রোহীরা শুধুমাত্র মানুষের বিশ্বাসেই আঘাত করেনি, সমাজের বৈচিত্র্য নষ্ট করে উন্নয়নের কাজে বাধা দিয়ে তাদের আমলে রাজ্যকে হিংসার আগুনের দিকে ঠেলে দিয়েছিল ৷"
এখানেই থামেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ এদিন বিজেপির একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "যাঁরা রামকে পছন্দ করেন না তাঁরা কখনও আপনাদের ভাল চাইতে পারেন না ৷ রামদ্রোহী যারা জঙ্গিদের আড়াল করে, হিংসা বাধায় তাদের থেকে দূরত্ব বাড়ালে আপনাদের বর্তমান ও ভবিষ্যতে ভাল হবে ৷ " উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যোগীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : Indian Judiciary : বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি, মন্তব্য দেশের প্রধান বিচারপতির
তাঁর আমলের আগে রাজ্যে যখন বিরোধীদের সরকার ছিল তখন হিন্দুদের বিভিন্ন উৎসব পালনে বাধা দেওয়া হত বলেও এদিন অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ ৷ বলেছেন, "উৎসব পালন না করে মানুষকে কারফিউ-এর আতঙ্কের মধ্যে থাকতে হত ৷ এভাবে সেসময় রাজ্যের মানুষকে অপমান করা হত ৷" বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি রামের ভাবনায় আঘাত হানতে চাইছে বলেও এদিন অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ ৷ প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদির আমলে কাশ্মীরে আতঙ্কবাদ কমেছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি ৷