ETV Bharat / bharat

Mahua Takes on BJP: সৌরাষ্ট্রে হিন্দুরা বিজেপিকে ভোট না দিলে কী হবে ? টুইট মহুয়ার

গুজরাতে বিজেপির নির্বাচনী প্রচার নিয়ে টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ জার্মানি থেকে অনার্যদের তাড়াতে হিটলার যা করেছিলেন, সৌরাষ্ট্রে বিজেপিকে ভোট না দিলে হিন্দুদের অবস্থাও তেমনটাই হবে (Mahua Moitra says replace Aryan with Hindu in Gujarat) ৷

Mahua Moitra
ETV Bharat
author img

By

Published : Nov 27, 2022, 8:15 AM IST

Updated : Nov 27, 2022, 9:02 AM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: মোদি-রাজ্যে নির্বাচনের বাকি আর মাত্র ক'দিন ৷ জোরকদমে চলছে প্রচার ৷ রাজনৈতিক মহল মনে করছে বিজেপির তুরুপের তাস অবশ্যই হিন্দু ধর্ম ৷ তা দিয়েই বাজিমাত করতে চায় গেরুয়া শিবির (Mahua Moitra takes a dig at BJP over Gujarat Campaign) ।

প্রাক-গুজরাত নির্বাচন সময়কালে বিজেপিকে নাজ়ির সঙ্গে তুলনা করলেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ পদ্ম শিবিরকে আক্রমণ করে মহুয়া লেখেন, "গেরুয়া শিবিরের এই প্রচার 'কুৎসিত' ৷ সব হিন্দুদের বিজেপিকে ভোট দিতেই হবে ৷ নয়তো তাঁদের আতঙ্কবাদী, দেশদ্রোহী এবং মহাপাপী বলে দাগিয়ে দেবে তারা ৷"

জার্মানে যেমন 'আর্য' জাতিভুক্ত মানুষেরই গুরুত্ব ছিল, তেমন গুজরাতে 'হিন্দু' ৷ মহুয়া আরও লেখেন, "এখানে প্রধানমন্ত্রী এবং তাঁর গোটা মন্ত্রিসভার কারওর প্রচারের দরকার নেই ৷ নাজ়ি পার্টির নিয়োগ প্রক্রিয়ার টেপটা আরেকবার চালিয়ে দিলেই হবে ৷ সেখানে শুধু 'আর্য'দের বদলে 'হিন্দু' বসবে ৷"

  • BJP’s vitriolic Guj campaign reduces state to lowest common denominator - all Hindus must vote BJP. Else be branded atankvadi, deshdrohi & mahapapi.
    No need for PM & entire cabinet to camp there.
    Can just re-play Nazi party recruitment tapes & replace “Aryan “ with “Hindu”.

    — Mahua Moitra (@MahuaMoitra) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিকৃতি সংশোধন করে ইতিহাস নতুন ভাবে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহের

আর্যরা কোথা থেকে ভারতে এসেছিলেন, তারা কারা- এনিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত প্রচলিত আছে ৷ তবে, মনে করা হয় ইতিহাস-পূর্ববর্তী (Prehistoric Age) সময়ে আর্য জাতির মানুষেরা প্রাচীন ইরান এবং ভারতের উত্তরে এসে বসবাস শুরু করে ৷ 'আর্য' জাতির ধারণার উৎপত্তি উনবিংশ শতাব্দীর মধ্যভাগে ৷ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত সারা দুনিয়ায় 'আর্য' এবং 'অনার্য'- বৈষম্যের প্রভাব ছিল ৷ তার অন্যতম নজির জার্মানি ৷ জার্মানিকে ইহুদি ও অন্য 'অনার্য' জাতি থেকে মুক্ত করতে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) যা করেছিলেন, তার জন্য ইতিহাসে তিনি স্বৈরাচারী শাসক হিসেবে চিহ্নিত ৷ সেই সময় জার্মানি তথা ইতিহাসের একটা কালো অধ্যায় ৷

কৃষ্ণনগরের তৃণমূল লোকসভা সাংসদ হিটলারের নাজ়ি জমানার সঙ্গে গুজরাতে বিজেপির তুলনা টেনেছেন ৷ হিটলার যে ভাবে অনার্যদের নিশ্চিহ্ন করতে নানাবিধ নৃশংস পথ বেছে নিয়েছিলেন, গেরুয়া শিবিরও সে পথেই হাঁটছে ৷ হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষেরা বিজেপিকে ভোট না দিলে তাঁরা সমাজে 'আতঙ্কবাদী', 'দেশদ্রোহী' এবং 'মহাপাপী' হিসেবে চিহ্নিত হবেন ৷ আর তার পরিণতি কী, তা কারও অজানা নয় ৷

নয়াদিল্লি, 27 নভেম্বর: মোদি-রাজ্যে নির্বাচনের বাকি আর মাত্র ক'দিন ৷ জোরকদমে চলছে প্রচার ৷ রাজনৈতিক মহল মনে করছে বিজেপির তুরুপের তাস অবশ্যই হিন্দু ধর্ম ৷ তা দিয়েই বাজিমাত করতে চায় গেরুয়া শিবির (Mahua Moitra takes a dig at BJP over Gujarat Campaign) ।

প্রাক-গুজরাত নির্বাচন সময়কালে বিজেপিকে নাজ়ির সঙ্গে তুলনা করলেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ পদ্ম শিবিরকে আক্রমণ করে মহুয়া লেখেন, "গেরুয়া শিবিরের এই প্রচার 'কুৎসিত' ৷ সব হিন্দুদের বিজেপিকে ভোট দিতেই হবে ৷ নয়তো তাঁদের আতঙ্কবাদী, দেশদ্রোহী এবং মহাপাপী বলে দাগিয়ে দেবে তারা ৷"

জার্মানে যেমন 'আর্য' জাতিভুক্ত মানুষেরই গুরুত্ব ছিল, তেমন গুজরাতে 'হিন্দু' ৷ মহুয়া আরও লেখেন, "এখানে প্রধানমন্ত্রী এবং তাঁর গোটা মন্ত্রিসভার কারওর প্রচারের দরকার নেই ৷ নাজ়ি পার্টির নিয়োগ প্রক্রিয়ার টেপটা আরেকবার চালিয়ে দিলেই হবে ৷ সেখানে শুধু 'আর্য'দের বদলে 'হিন্দু' বসবে ৷"

  • BJP’s vitriolic Guj campaign reduces state to lowest common denominator - all Hindus must vote BJP. Else be branded atankvadi, deshdrohi & mahapapi.
    No need for PM & entire cabinet to camp there.
    Can just re-play Nazi party recruitment tapes & replace “Aryan “ with “Hindu”.

    — Mahua Moitra (@MahuaMoitra) November 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিকৃতি সংশোধন করে ইতিহাস নতুন ভাবে লেখা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, মত অমিত শাহের

আর্যরা কোথা থেকে ভারতে এসেছিলেন, তারা কারা- এনিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত প্রচলিত আছে ৷ তবে, মনে করা হয় ইতিহাস-পূর্ববর্তী (Prehistoric Age) সময়ে আর্য জাতির মানুষেরা প্রাচীন ইরান এবং ভারতের উত্তরে এসে বসবাস শুরু করে ৷ 'আর্য' জাতির ধারণার উৎপত্তি উনবিংশ শতাব্দীর মধ্যভাগে ৷ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত সারা দুনিয়ায় 'আর্য' এবং 'অনার্য'- বৈষম্যের প্রভাব ছিল ৷ তার অন্যতম নজির জার্মানি ৷ জার্মানিকে ইহুদি ও অন্য 'অনার্য' জাতি থেকে মুক্ত করতে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) যা করেছিলেন, তার জন্য ইতিহাসে তিনি স্বৈরাচারী শাসক হিসেবে চিহ্নিত ৷ সেই সময় জার্মানি তথা ইতিহাসের একটা কালো অধ্যায় ৷

কৃষ্ণনগরের তৃণমূল লোকসভা সাংসদ হিটলারের নাজ়ি জমানার সঙ্গে গুজরাতে বিজেপির তুলনা টেনেছেন ৷ হিটলার যে ভাবে অনার্যদের নিশ্চিহ্ন করতে নানাবিধ নৃশংস পথ বেছে নিয়েছিলেন, গেরুয়া শিবিরও সে পথেই হাঁটছে ৷ হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষেরা বিজেপিকে ভোট না দিলে তাঁরা সমাজে 'আতঙ্কবাদী', 'দেশদ্রোহী' এবং 'মহাপাপী' হিসেবে চিহ্নিত হবেন ৷ আর তার পরিণতি কী, তা কারও অজানা নয় ৷

Last Updated : Nov 27, 2022, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.