ETV Bharat / bharat

সরকারি বাংলো খালি করার নয়া নোটিশকে চ্যালেঞ্জ, আবারও দিল্লি হাইকোর্টে মহুয়া - মহুয়া মৈত্র

Mahua Moitra Case: সরকারি বাংলো খালি করার নোটিশকে চ্যালেঞ্জ করে আবার দিল্লি হাইকোর্টে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র । আজ তাঁর আবেদনের শুনানি হবে ।

Mahua Moitra
মহুয়া মৈত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 5:45 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: সাংসদ পদ আর নেই ৷ সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাসভবন খালি করার জন্য বারবার কেন্দ্রের তরফে নোটিশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে ৷ সর্বশেষ নোটিশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । বৃহস্পতিবারই মহুয়ার আবেদনের শুনানি হবে হাইকোর্টে ।

তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদকে 16 জানুয়ারির মধ্যে সরকারি বাংলো খালি করার নোটিশ জারি করা হয়েছে । নোটিশে বলা হয়েছে, বাংলো খালি না-করলে বলপ্রয়োগ করা যাবে । এর আগেও মহুয়া মৈত্রকে বাংলো খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ৷ তাতে 7 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয় । সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আগেও দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র । পরে অবশ্য মহুয়া দিল্লি হাইকোর্ট থেকে পিটিশন প্রত্যাহার করে নিয়েছিলেন ৷ পিটিশন প্রত্যাহার করে এস্টেট ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ ৷ 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি খালি না-করার জন্য অনুরোধ করবেন বলেও মহুয়া জানান। কিন্তু মহুয়াকে বাংলো খালি করার জন্য নয়া নোটিশ ধরানো হয়।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল ৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মারাত্মক অভিযোগটি এনেছিলেন। সংসদের এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষথার্থ বিবেচনা করে তাঁর সদস্যপদ বাতিলের সুপারিশ করেছিল । ফেলে আসা বছরে 8 ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷ তিনি লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট লোকসভার সচিবালয়কে নোটিশ জারি করে ৷

আরও পড়ুন:

  1. 'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের
  2. সরকারি বাংলো খালি না করায় মহুয়াকে নোটিশ, 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ
  3. মহুয়া বহিষ্কার ইস্যু: লোকসভা সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের, মার্চে শুনানি

নয়াদিল্লি, 18 জানুয়ারি: সাংসদ পদ আর নেই ৷ সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাসভবন খালি করার জন্য বারবার কেন্দ্রের তরফে নোটিশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে ৷ সর্বশেষ নোটিশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । বৃহস্পতিবারই মহুয়ার আবেদনের শুনানি হবে হাইকোর্টে ।

তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদকে 16 জানুয়ারির মধ্যে সরকারি বাংলো খালি করার নোটিশ জারি করা হয়েছে । নোটিশে বলা হয়েছে, বাংলো খালি না-করলে বলপ্রয়োগ করা যাবে । এর আগেও মহুয়া মৈত্রকে বাংলো খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ৷ তাতে 7 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয় । সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আগেও দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র । পরে অবশ্য মহুয়া দিল্লি হাইকোর্ট থেকে পিটিশন প্রত্যাহার করে নিয়েছিলেন ৷ পিটিশন প্রত্যাহার করে এস্টেট ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ ৷ 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি খালি না-করার জন্য অনুরোধ করবেন বলেও মহুয়া জানান। কিন্তু মহুয়াকে বাংলো খালি করার জন্য নয়া নোটিশ ধরানো হয়।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল ৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মারাত্মক অভিযোগটি এনেছিলেন। সংসদের এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষথার্থ বিবেচনা করে তাঁর সদস্যপদ বাতিলের সুপারিশ করেছিল । ফেলে আসা বছরে 8 ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷ তিনি লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট লোকসভার সচিবালয়কে নোটিশ জারি করে ৷

আরও পড়ুন:

  1. 'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের
  2. সরকারি বাংলো খালি না করায় মহুয়াকে নোটিশ, 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ
  3. মহুয়া বহিষ্কার ইস্যু: লোকসভা সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের, মার্চে শুনানি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.