নয়াদিল্লি, 2 মে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনামূলক নিবন্ধ লিখে শো-কজ নোটিশ পেয়েছেন বাম সাংসদ জন ব্রিটাস ৷ আর এই ঘটনায় কেরলের সিপিআইএম সাংসদ ব্রিটাসের পাশে দাঁড়ালেন মহুয়া মৈত্র, শশী থারুর ৷ বিরোধী শিবিরকে নিশানা করে কেন্দ্রের এই আচরণ আইনবিরুদ্ধ বলে আখ্যা দিলেন তাঁরা ৷ সম্প্রতি একটি সংবাদপত্রে নিবন্ধ লেখেন কেরলের বাম নেতা তথা সাংসদ জন ব্রিটাস ৷ সেখানে দেশের পরিস্থিতিকে 'ভয়ঙ্কর' আখ্যা দিয়ে শাহি সমালোচনা করেন বাম সাংসদ ৷ সেই লেখার ব্যাখ্যা চেয়ে গত সপ্তাহে তাঁকে নোটিশ পাঠান রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া ৷ তিনি লেখেন, "সংসদের উচ্চকক্ষটি রাজ্যসভা, আরএসএস নয় ৷ কেউ ক্ষমতায় আসীন লোকজনদের এটা জানিয়ে দিন ৷" অন্য টুইটে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, "এমন হাস্যকর জিনিস আগে দেখিনি ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে একজন মাননীয় সাংসদ সংবাদপত্রে কলাম লিখতেই পারে ৷ এজন্য বিজেপি নির্বাচিত রাজ্যসভার চেয়ারম্যান তাঁকে কেন ডেকে পাঠাবে ?" প্রবীণ কংগ্রেস নেতা তথা লোকসভার সাংসদ শশী থারুরও এ নিয়ে সরব হয়েছেন ৷ তিনি লেখেন, "এই ঘটনাটি ব্যতিক্রমী ৷" প্রসঙ্গত, থারুরও বিভিন্ন সংবাদপত্রে ও মাধ্যমে একাধিক রাজনৈতিক লেখা লেখেন ৷ অনেক ক্ষেত্রে সরকারের কড়া সমালোচনাও করে থাকেন তিনি ৷ তাই গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেন তিরুঅনন্তপুরের সাংসদ ৷
এ বিষয়টি উল্লেখ করে তিনি টুইট করেন, "আমি বুঝতে পারছি না জগদীপ ধনকড়জি কীসের ভিত্তিতে একজন সাংসদকে তলব করলেন ৷ সাংসদ রাজ্যসভার বাইরে নিজের ক্ষমতায় তাঁর দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ৷ এক্ষেত্রে জন ব্রিটাসের এই তলবে সাড়া না-দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে ৷" উল্লেখ্য, কেরলের সিপিআইএম সাংসদের লেখা এই নিবন্ধটি 20 ফেব্রুয়ারি একটি জাতীয় সংবাদপত্রের 'ওপিনিয়ন' বিভাগে প্রকাশিত হয় ৷
-
Err… the Upper House is the RS, NOT the RSS.
— Mahua Moitra (@MahuaMoitra) May 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Someone please tell the powers that be. https://t.co/xuQsRZdKMm via @IndianExpress
">Err… the Upper House is the RS, NOT the RSS.
— Mahua Moitra (@MahuaMoitra) May 1, 2023
Someone please tell the powers that be. https://t.co/xuQsRZdKMm via @IndianExpressErr… the Upper House is the RS, NOT the RSS.
— Mahua Moitra (@MahuaMoitra) May 1, 2023
Someone please tell the powers that be. https://t.co/xuQsRZdKMm via @IndianExpress
সূত্র অনুযায়ী, এই লেখায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন ৷ এই লেখা নিয়ে জন ব্রিটাসের বিরুদ্ধে কেরলের বিজেপি ইউনিটের সাধারণ সম্পাদক পি সুধীর অভিযোগ জানান ৷ তাঁর অভিযোগ, বাম নেতার এই লেখাটি 'অত্যন্ত বিদ্বেষমূলক এবং তাতে মেরুকরণ করা হয়েছে' ৷ তিনি এই দেশদ্রোহী কাজকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি তোলেন ৷ তার ভিত্তিতে বাম নেতাকে শোকজ নোটিশ পাঠান জগদীপ ধনকড় ৷
-
“Chair of the @RajyaSabha summons @JohnBrittas MP over article in newspaper”: pic.twitter.com/N0o3B3gUd7
— Shashi Tharoor (@ShashiTharoor) May 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Chair of the @RajyaSabha summons @JohnBrittas MP over article in newspaper”: pic.twitter.com/N0o3B3gUd7
— Shashi Tharoor (@ShashiTharoor) May 1, 2023“Chair of the @RajyaSabha summons @JohnBrittas MP over article in newspaper”: pic.twitter.com/N0o3B3gUd7
— Shashi Tharoor (@ShashiTharoor) May 1, 2023
এ প্রসঙ্গে জন ব্রিটাস বলেন, "এখন কোনও সাংসদ বিজেপির বিরুদ্ধে কিছু বললেই তাঁকে চুপ করিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে ৷" তিনি আরও জানান, এই ইস্যুতে তাঁর অবস্থান যথাসাধ্য স্পষ্ট করেছেন ৷ এই নিবন্ধ লেখাটা তাঁর মৌলিক এবং স্বাধীন মত প্রকাশের অধিকার ৷ কেউ যদি কেরল নিয়ে কোনওরকম বাঁকা মন্তব্য করেন, তাহলে তার উত্তর দেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে বাম নেতার ৷ অমিত শাহ কর্ণাটকে এসে কেরল নিয়ে মন্তব্য করেন ৷ তার প্রেক্ষিতেই ব্রিটাসের এই নিবন্ধ ৷ ইতিমধ্যে কেরলে সিপিআইএম বিবৃতি দিয়েছে, অমিত শাহ ছাড়াও বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতারা কেরলে এসে রাজ্যের সম্পর্কে ঘৃণাসূচক মন্তব্য করেছেন ৷ সেই কথাগুলিই জন ব্রিটাস তাঁর লেখায় তুলে ধরেছেন ৷
আরও পড়ুন: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক', কর্ণাটকে 'শাহি' বার্তায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী