ETV Bharat / bharat

কৃষকদের পাশে গান্ধিজির নাতনি, গেলেন গাজিপুরে

গাজিপুরে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করলেন মহাত্মা গান্ধির নাতনি তারা গান্ধি ভট্টাচার্য। তিনি কৃষকদের পাশে আছেন বলে বার্তা দিয়েছেন। এমনই দাবি কৃষক সংগঠনগুলির।

Mahatma Gandhi's Granddaughter Tara Gandhi Bhattacharjee Visits Farmers' Protest Site In Ghazipur
কৃষকদের পাশে গান্ধিজির নাতনি
author img

By

Published : Feb 14, 2021, 1:27 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি: বিক্ষোভস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন মহাত্মা গান্ধির নাতনি তারা গান্ধি ভট্টাচার্য। শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার গাজিপুরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।

জাতীয় গান্ধি মিউজ়িয়ামের চেয়ারপার্সন তারা গান্ধি ভট্টাচার্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কৃষকদের কাছে আর্জি জানিয়েছেন। কৃষক সম্প্রদায়ের দাবিদাওয়ার প্রতি যত্নবান হওয়ার জন্য কেন্দ্রের কাছেও আবেদন করেছেন তিনি। তাঁর সঙ্গে গাজিপুরে গিয়েছিলেন গান্ধি স্মারক নিধির চেয়ারম্যান রামচন্দ্র রাহী, অল ইন্ডিয়া সর্ব সেবা সংঘের ম্যানেজিং ট্রাস্টি অশোক শরণ, গান্ধী স্মারক নিধির অধিকর্তা সঞ্জয় সিংহ ও জাতীয় গান্ধী মিউজিয়ামের অধিকর্তা এ আন্নামালাই।

''আমরা কোনও রাজনৈতিক দলের কর্মসুচি নিয়ে এখানে আসিনি। আমরা কৃষকদের জন্য এসেছি। যাঁরা সারা জীবন ধরে আমাদের খাওয়াচ্ছেন। আপনাদের জন্যই আমরা আছি। কৃষকদের স্বার্থ সুরক্ষিত হলে আমাদের সবার ও গোটা দেশের স্বার্থ সুরক্ষিত হবে।'' গান্ধি-পৌত্রী এ কথাই বলেছেন বলে দাবি করেছে ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ)।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ সমর্থনে গ্রেটার 'টুলকিট', তথ্য় জানতে গুগলকে চিঠি দিল্লি পুলিশের

কৃষকদের সঙ্গে দেখা করে 1857 সালের ব্রিটিশ শাসনের কথা স্মরণ করেন 84 বছরের তারা গান্ধি ভট্টাচার্য। তাঁর কথায়, স্বাধীনতার দাবিতে প্রথম সেই আন্দোলন শুরু হয়েছিল পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠ থেকে।

দিল্লি, 14 ফেব্রুয়ারি: বিক্ষোভস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করলেন মহাত্মা গান্ধির নাতনি তারা গান্ধি ভট্টাচার্য। শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার গাজিপুরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।

জাতীয় গান্ধি মিউজ়িয়ামের চেয়ারপার্সন তারা গান্ধি ভট্টাচার্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কৃষকদের কাছে আর্জি জানিয়েছেন। কৃষক সম্প্রদায়ের দাবিদাওয়ার প্রতি যত্নবান হওয়ার জন্য কেন্দ্রের কাছেও আবেদন করেছেন তিনি। তাঁর সঙ্গে গাজিপুরে গিয়েছিলেন গান্ধি স্মারক নিধির চেয়ারম্যান রামচন্দ্র রাহী, অল ইন্ডিয়া সর্ব সেবা সংঘের ম্যানেজিং ট্রাস্টি অশোক শরণ, গান্ধী স্মারক নিধির অধিকর্তা সঞ্জয় সিংহ ও জাতীয় গান্ধী মিউজিয়ামের অধিকর্তা এ আন্নামালাই।

''আমরা কোনও রাজনৈতিক দলের কর্মসুচি নিয়ে এখানে আসিনি। আমরা কৃষকদের জন্য এসেছি। যাঁরা সারা জীবন ধরে আমাদের খাওয়াচ্ছেন। আপনাদের জন্যই আমরা আছি। কৃষকদের স্বার্থ সুরক্ষিত হলে আমাদের সবার ও গোটা দেশের স্বার্থ সুরক্ষিত হবে।'' গান্ধি-পৌত্রী এ কথাই বলেছেন বলে দাবি করেছে ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ)।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ সমর্থনে গ্রেটার 'টুলকিট', তথ্য় জানতে গুগলকে চিঠি দিল্লি পুলিশের

কৃষকদের সঙ্গে দেখা করে 1857 সালের ব্রিটিশ শাসনের কথা স্মরণ করেন 84 বছরের তারা গান্ধি ভট্টাচার্য। তাঁর কথায়, স্বাধীনতার দাবিতে প্রথম সেই আন্দোলন শুরু হয়েছিল পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠ থেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.