Maha-Speaker Poll: মহারাষ্ট্রের 'সেনা' কে ? ঠিক করবেন স্পিকার রাহুল নারভেকর - Maharashtra Assembly
মহারাষ্ট্রে 4 দিন হল শিবসেনা-বিজেপি সরকার গড়েছে ৷ স্পিকারের লড়াইয়ে ছিলেন শিন্ডে-ফড়নবীস মনোনীত বিজেপির রাহুল নারভেকর বনাম ঠাকরের রজন সালভি ৷ 164 ভোট পেয়ে মহারাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন রাহুল নারভেকর (Maharashtra Speaker Polls) ।
চলছে স্পিকার নির্বাচন
মুম্বই, 3 জুলাই: 164 ভোট পেয়ে মহারাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন রাহুল নারভেকর । শুক্রবার একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস ৷ রবিবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ৷ ফলে অনেকটাই অনায়াস হয়ে গেল আগামিকালের আস্থাভোট ৷ (Maharashtra Speaker polls to decide real Sena today) ৷
কেন গুরুত্বপূর্ণ ছিল স্পিকার ভোট ?
- রবিবার সকালে মুম্বইয়ে বিধানসভায় পৌঁছন সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তাঁর সঙ্গে একাধিক বিদ্রোহী শিবসেনা বিধায়ক এবং বিজেপি বিধায়কও ৷ অন্যদিকে এসেছেন সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে ৷
- উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিব সেনা এবং শিন্ডে, দু'পক্ষই হুইপ জারি করে তাঁদের বিধায়কদের স্পিকারপ্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷
- মহারাষ্ট্রের গদি কার ? তাতে স্পিকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ আজ যিনি স্পিকার হিসেবে নির্বাচিত হলেন, তিনি 17 জন বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ক্ষমতা পেলেন ৷ গত মাসে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল শিন্ডে-সহ 17 জনের বিরুদ্ধে বিধানসভার সদস্যপদ খারিজের ব্যবস্থা নিয়েছিলেন ৷ তাই নির্বাচিত স্পিকার হয় খারিজের আবেদন প্রত্যাহার করতে পারেন ৷ নতুবা তাঁদের সদস্যপদ কেড়ে ঠাকরে-শিন্ডের টেবিল উল্টে দিতে পারেন ৷
- শিবসেনার শিন্ডেবাহিনীকে আদৌ 'আসল শিবসেনা' হিসেবে চিহ্নিত করা যায় কি না, সেই ক্ষমতা থাকবে স্পিকারের হাতে ৷ বিদ্রোহী শিবসেনা নেতার দাবি, তাঁর সংখ্যাগরিষ্ঠতা দুই তৃতীয়াংশ ৷
- এনসিপি প্রধান শরদ পাওয়ার দাবি করেছিলেন, নরহরি জিরওয়াল স্পিকারের দায়িত্ব পালন করতেই পারেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে এবং তার সমাধান হয়নি ৷ মহা-মসনদে শেষ স্পিকার ছিলেন নানা পাটোলে ৷ যিনি 2021-এর ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছেন ৷ তিনি তাঁর দল কংগ্রেসের সভাপতি পদের জন্য এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ৷
- শিবসেনা-বিজেপি সরকারের বয়স মাত্র 4 দিন ৷ আজ স্পিকার নির্বাচন মিটলে আগামিকাল আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা দিতে হবে নতুন জোট সরকারকে ৷ আজ থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷
- ইতিমধ্যে কমপক্ষে 50 জন বিধায়ক শিন্ডের পক্ষে রয়েছেন ৷ এতে 39 জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক ৷ শনিবার বিকেলে তাঁরা চাটার্ড ফ্লাইটে গোয়া থেকে মুম্বই এসেছেন ৷ দক্ষিণ মুম্বইয়ে বিধান ভবনের কাছে একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন তাঁরা ৷
- দল-বিরোধী কার্যকলাপের জন্য শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শুক্রবার শিন্ডেকে দলীয় নেতার পদ থেকে বহিষ্কার করেছেন বলে দাবি করেছেন ৷ এদিকে শিন্ডেবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, তারাই আসল সেনা প্রমাণ করবে ৷ এমনকী ঠাকরে যদি তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার না করেন, তাহলে আইনি পথে যাবে বিদ্রোহী শিবসেনারা ৷
- ইতিমধ্যে শিবসেনা মুম্বইয়ের বিধান ভবনে তাদের দলীয় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ৷ দরজায় মারাঠি ভাষায় পোস্টারে লেখা, 'শিব সেনা লেজিসলেটর পার্টি অফিসের নির্দেশ অনুযায়ী বন্ধ রাখা হয়েছে ৷'
- মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাটানি শুরু হয়েছিল ৷ উদ্ধবের নেতৃত্বে এমভিএ সরকারের পতন হয়েছে ৷ এবার শিবসেনা দখলের লড়াই চলছে ৷ বিশেষত, একনাথ শিন্ডে একজন শিবসেনা নেতা হিসেবেই মুখ্যমন্ত্রী হয়েছেন ৷
আরও পড়ুন: শিবসেনা নেতা নয় 'মুখ্যমন্ত্রী' একনাথ, ঘোষণা উদ্ধবের