ETV Bharat / bharat

থানের রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে অসুস্থ বহু - থানে পৌরসভা

বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ থানের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে ৷ অসুস্থ হয়ে পড়েন এলাকার বহু মানুষ ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছে থানের পৌরসংস্থা ৷

থানের কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক
থানের কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক
author img

By

Published : Jun 4, 2021, 12:04 PM IST

থানে (মহারাষ্ট্র), 4 জুন : রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিকের ফলে অসুস্থ হল বহু মানুষ ৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মহারাষ্ট্রের থানের বদলাপুর অঞ্চলে ৷ আতঙ্কিত মানুষজন ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসে সুরক্ষিত জায়গার খোঁজে চারদিকে ছোটাছুটি শুরু করেন ৷ পরে কর্তৃপক্ষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অসুস্থ ব্যক্তিদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও অবধি কোনও হতাহতের খবর আসেনি ৷

থানে পৌরসংস্থা জানিয়েছে গতকাল রাত 10.22 নাগাদ নোবেল ইন্টারমেডিয়েটস প্রাইভেট লিমিটেড-এর কারখানা থেকে বিষাক্ত গ্যাস বসতি অঞ্চলে ছড়িয়ে পড়ে ৷ তিন কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে থাকা মানুষের চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় ৷ রাসায়নিক বিক্রিয়ার ফলে গ্যাস লিক হয়েছিল ৷

এই ঘটনায় অসুস্থ এক ব্যক্তি একটি সংবাদসংস্থাকে জানিয়েছে, "আমি আর আমার এক সহকর্মী কাছাকাছি একটি কারখানায় কাজ করছিলাম ৷ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হল ৷ পরে জানতে পারলাম, এলাকায় একটি কারখানা থেকে গ্যাস লিক করেছে ৷"

আরও পড়ুন : শুধুমাত্র মে মাসেই দেশে 17 জন পাইলট করোনায় প্রাণ হারিয়েছেন

থানে (মহারাষ্ট্র), 4 জুন : রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিকের ফলে অসুস্থ হল বহু মানুষ ৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মহারাষ্ট্রের থানের বদলাপুর অঞ্চলে ৷ আতঙ্কিত মানুষজন ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসে সুরক্ষিত জায়গার খোঁজে চারদিকে ছোটাছুটি শুরু করেন ৷ পরে কর্তৃপক্ষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অসুস্থ ব্যক্তিদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও অবধি কোনও হতাহতের খবর আসেনি ৷

থানে পৌরসংস্থা জানিয়েছে গতকাল রাত 10.22 নাগাদ নোবেল ইন্টারমেডিয়েটস প্রাইভেট লিমিটেড-এর কারখানা থেকে বিষাক্ত গ্যাস বসতি অঞ্চলে ছড়িয়ে পড়ে ৷ তিন কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে থাকা মানুষের চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় ৷ রাসায়নিক বিক্রিয়ার ফলে গ্যাস লিক হয়েছিল ৷

এই ঘটনায় অসুস্থ এক ব্যক্তি একটি সংবাদসংস্থাকে জানিয়েছে, "আমি আর আমার এক সহকর্মী কাছাকাছি একটি কারখানায় কাজ করছিলাম ৷ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হল ৷ পরে জানতে পারলাম, এলাকায় একটি কারখানা থেকে গ্যাস লিক করেছে ৷"

আরও পড়ুন : শুধুমাত্র মে মাসেই দেশে 17 জন পাইলট করোনায় প্রাণ হারিয়েছেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.