ETV Bharat / bharat

Zomato Ad Hrithik Roshan জোম্যাটোর বিজ্ঞাপনে বিতর্ক, প্রত্যাহারের দাবি মহাকালের পুরোহিতদের - Zomato Ad Hrithik Roshan

জোম্যাটোর বিজ্ঞাপন ঘিরে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জ্যোমাটোর উপর বেজায় চটেছেন মহাকাল মন্দিরের পুরোহিতরা (Zomato Ad Hrithik Roshan) ৷

Zomato Mahakal Controversy
জোম্যাটোর বিজ্ঞাপনে বিতর্ক
author img

By

Published : Aug 21, 2022, 1:01 PM IST

Updated : Aug 21, 2022, 1:21 PM IST

উজ্জয়িনী, 21 অগস্ট: বিতর্কে জড়িয়ে গেল জোম্যাটো ৷ শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরের দু'জন পুরোহিত এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানান ৷ হৃত্বিক রোশন অভিনীত এই বিজ্ঞাপন হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে, অভিযোগ পুরোহিতদের (Ujjain Mahakal temple Priests alleges Hrithik Roshan advertisement hurts Hindu sentiment) ৷

কী আছে এই বিজ্ঞাপনে ?

এখানে দেখা যাচ্ছে, হৃত্বিক রোশনের 'থালি' খেতে ইচ্ছে হয়েছে ৷ তাই খাবারটি পেয়ে তিনি বাকিদের জানাচ্ছেন, উজ্জয়িনীর 'মহাকাল' থেকে 'থালি' অর্ডার করেছেন ৷

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর অথবা মহাকাল মন্দিরে দেবাদিদেব শিবের আরাধনা হয় ৷ শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দিরে আছে ৷ তাই দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন ৷ মহাকালেশ্বরের দুই পুরোহিত- মহেশ এবং আশিসের অভিযোগ, জোম্যাটো এখুনি এই বিজ্ঞাপন সরিয়ে নিক এবং এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ৷ ভক্তদের এখানে থালি মানে প্রসাদ দেওয়া হয় ৷ তাই এই বিজ্ঞাপনটি হিন্দুদের ভাবাবেগকে আহত করেছে ৷

আরও পড়ুন: মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

তাঁরা উজ্জয়িনীর ডিস্ট্রিক্ট কালেক্টর আশিস সিংয়ের কাছে জোম্যাটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন ৷ ভবিষ্যতে যেন এই ফুড ডেলিভারি সংস্থা হিন্দু ধর্ম নিয়ে বিদ্রুপ করতে না পারে, জানান পুরোহিত ৷ প্রসঙ্গত উল্লেখ্য, আশিস মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ৷ আশিস সিং এই বিজ্ঞাপনটিকে 'ভুল পথে চালিত করছে' বলে আখ্যা দেন এবং জানান মন্দিরের পক্ষ থেকে বিনামূল্যে এই প্রসাদ দেওয়া রীতি ৷ এটা বিক্রির জন্য নয় ৷

উজ্জয়িনী, 21 অগস্ট: বিতর্কে জড়িয়ে গেল জোম্যাটো ৷ শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরের দু'জন পুরোহিত এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানান ৷ হৃত্বিক রোশন অভিনীত এই বিজ্ঞাপন হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে, অভিযোগ পুরোহিতদের (Ujjain Mahakal temple Priests alleges Hrithik Roshan advertisement hurts Hindu sentiment) ৷

কী আছে এই বিজ্ঞাপনে ?

এখানে দেখা যাচ্ছে, হৃত্বিক রোশনের 'থালি' খেতে ইচ্ছে হয়েছে ৷ তাই খাবারটি পেয়ে তিনি বাকিদের জানাচ্ছেন, উজ্জয়িনীর 'মহাকাল' থেকে 'থালি' অর্ডার করেছেন ৷

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর অথবা মহাকাল মন্দিরে দেবাদিদেব শিবের আরাধনা হয় ৷ শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দিরে আছে ৷ তাই দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন ৷ মহাকালেশ্বরের দুই পুরোহিত- মহেশ এবং আশিসের অভিযোগ, জোম্যাটো এখুনি এই বিজ্ঞাপন সরিয়ে নিক এবং এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ৷ ভক্তদের এখানে থালি মানে প্রসাদ দেওয়া হয় ৷ তাই এই বিজ্ঞাপনটি হিন্দুদের ভাবাবেগকে আহত করেছে ৷

আরও পড়ুন: মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

তাঁরা উজ্জয়িনীর ডিস্ট্রিক্ট কালেক্টর আশিস সিংয়ের কাছে জোম্যাটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন ৷ ভবিষ্যতে যেন এই ফুড ডেলিভারি সংস্থা হিন্দু ধর্ম নিয়ে বিদ্রুপ করতে না পারে, জানান পুরোহিত ৷ প্রসঙ্গত উল্লেখ্য, আশিস মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ৷ আশিস সিং এই বিজ্ঞাপনটিকে 'ভুল পথে চালিত করছে' বলে আখ্যা দেন এবং জানান মন্দিরের পক্ষ থেকে বিনামূল্যে এই প্রসাদ দেওয়া রীতি ৷ এটা বিক্রির জন্য নয় ৷

Last Updated : Aug 21, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.