ETV Bharat / bharat

স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ! মহিলার উপর বর্বরোচিত অত্যাচার মধ্যপ্রদেশে - Madhya Pradesh

স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সম্পর্ক তৈরি করায় এক মহিলার উপর বর্বরোচিত অত্যাচার হল মধ্যপ্রদেশে৷ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ! মহিলার উপর বর্বরোচিত অত্যাচার মধ্যপ্রদেশে
স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ! মহিলার উপর বর্বরোচিত অত্যাচার মধ্যপ্রদেশে
author img

By

Published : Feb 15, 2021, 10:52 PM IST

ভোপাল, 15 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে এক বর্বরোচিত ঘটনা সামনে এসেছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা একটি ছেলেকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে ওই ছেলেটি তাঁর শ্বশুরবাড়ির এক সদস্য ৷

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়৷ সেখানকার সাগাই ও বংশ খেড়ি গ্রামের মধ্যে ওই আদিবাসী মহিলাকে এই ভাবে তিন কিলোমিটার পথ হাঁটতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ওই মহিলার পিছনে গ্রামের অনেক ছেলেরা রয়েছে ৷ তাদের কেউ লাঠি বা ব্যাট দিয়ে মাঝেমধ্যে ওই মহিলাকে মারছে৷ কেউ আবার বিষয়টি নিয়ে মস্করা করছে ৷

মহিলার দাবি, তিনি তাঁর স্বামীর সঙ্গে আর থাকেন না ৷ এখন তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ৷ এই নিয়ে দুই পরিবারে বিবাদ চলছিল ৷ গত সপ্তাহে তাঁর প্রাক্তন স্বামীর পরিবার তাঁকে অপহরণ করে৷ তার পর তাঁর সঙ্গে এই বর্বরোচিত কাণ্ড ঘটায় ৷

আরও পড়ুন : মধ্য়প্রদেশে কিশোরীকে ধর্ষণ, পাথর চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ

ভিডিও ভাইরাল হতেই তা পুলিশের নজরে আসে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ভোপাল, 15 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে এক বর্বরোচিত ঘটনা সামনে এসেছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা একটি ছেলেকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে ওই ছেলেটি তাঁর শ্বশুরবাড়ির এক সদস্য ৷

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়৷ সেখানকার সাগাই ও বংশ খেড়ি গ্রামের মধ্যে ওই আদিবাসী মহিলাকে এই ভাবে তিন কিলোমিটার পথ হাঁটতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ওই মহিলার পিছনে গ্রামের অনেক ছেলেরা রয়েছে ৷ তাদের কেউ লাঠি বা ব্যাট দিয়ে মাঝেমধ্যে ওই মহিলাকে মারছে৷ কেউ আবার বিষয়টি নিয়ে মস্করা করছে ৷

মহিলার দাবি, তিনি তাঁর স্বামীর সঙ্গে আর থাকেন না ৷ এখন তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ৷ এই নিয়ে দুই পরিবারে বিবাদ চলছিল ৷ গত সপ্তাহে তাঁর প্রাক্তন স্বামীর পরিবার তাঁকে অপহরণ করে৷ তার পর তাঁর সঙ্গে এই বর্বরোচিত কাণ্ড ঘটায় ৷

আরও পড়ুন : মধ্য়প্রদেশে কিশোরীকে ধর্ষণ, পাথর চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ

ভিডিও ভাইরাল হতেই তা পুলিশের নজরে আসে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.