ETV Bharat / bharat

Pak Refugee Girl: ভারতীয়কে বিয়ের সূত্রে নয়, দীর্ঘ আইনি পথ ধরেই নাগরিকত্ব পেলেন পাকিস্তানের মেয়ে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 12:50 PM IST

Pak Refugee Girl-Indian Boy Love Story: ভারতীয় ছেলেকে বিয়ের চার বছর পর বৈধভাবে নাগরিকত্ব পেলেন পাকিস্তানের মেয়ে ৷ কোমলের সঙ্গে হিতেশের স্কুলে পরিচয় ৷ এরপর প্রেম থেকে তা গড়ায় বিয়েতে ৷ পাকিস্তান থেকে আসা হিন্দু মেয়ে ও ভারতীয় ছেলের প্রেম কাহিনী শোরগোল ফেলেছে গুজরাতের আহমেহাবাদে ৷

Pak Refugee Girl-Indian Boy Love Story
পাকিস্তানি মেয়ে ও ভারতীয় ছেলের প্রেম কাহিনী

আহমেদাবাদ, 14 সেপ্টেম্বর: পাকিস্তান থেকে আসার 14 বছর পর ভারতীয় নাগরিকত্ব পেলেন গুজরাতের বাসিন্দা কোমল ও তাঁর পরিবার । পাকিস্তানে অভ্যন্তরীণ অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর তাঁর পরিবার ভারতে আসতে বাধ্য হয় । এ দেশে আসার পর কোমল একটি ভারতীয় ছেলেকে বিয়ে করেন এবং আজ খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন তাঁরা ৷ তবে বিয়ে সূত্রে নয়, অবশেষে কোমল বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ।

পাকিস্তানের মেয়ে কোমল: পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দুরা যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন তাদের কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে । সর্বাধিক সংখ্যক ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এক নম্বরে রয়েছে গুজরাতের আহমেদাবাদ জেলা । এখন পর্যন্ত এখানে 1 হাজার 100 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে । তাঁদের মধ্যেই একজন হলেন কোমল ৷ যিনি পাকিস্তানের মেয়ে তবে বিয়ে করেন ভারতীয় ছেলে হিতেশ গাংওয়ানিকে ৷

কোমলের পরিবার করাচিতে থাকত: কোমলরা তিন বোন ৷ কোমলের বাবা করাচিতে ব্যবসা করতেন । কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন । পাকিস্তানের ভেতরে লুটপাট চলছিল । মানুষ চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে বাইরে যাওয়ার কথা ভাবছিল । সেই সময়ে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে তাঁর বাবা পাকিস্তানে সমস্ত সম্পত্তি ছেড়ে ভারতে চলে আসেন ৷ আহমেদাবাদে আসার পর পরিবারটি তাদের নতুন জীবন শুরু করে । 2009 সালে কোমল তাঁর পরিবার নিয়ে ভারতে আসেন । করাচি থেকে অমৃতসর পর্যন্ত রেলপথ হয়ে তিনি এখানে পৌঁছন । আহমেদাবাদে কোমল তাঁর মামার কাছে থাকতেন । যেহেতু তিনি পাকিস্তান থেকে এসেছেন তাই তাঁকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে ।

পাকিস্তানি বোন হিসেবে পরিচিত: কোমল ভারতে আসার পর প্রাথমিকভাবে দু'বছর বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন । 2011 সালে হিতেশ সর্দারনগরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ছিল । কোমল ও তাঁর দুই বোনও একই স্কুলে ভরতি হয় । হিতেশকে তাঁর বন্ধুরা বলেছিল যে তিন পাকিস্তানি বোন আমাদের স্কুলে পড়তে এসেছে । কোমল ও তাঁর দুই বোন পাকিস্তানি বোন হিসেবে পরিচিত ছিল স্কুলে । যা হিতেশ পছন্দ করেননি কারণ তিনি ভুল ভেবেছিলেন ।

হিতেশের বোন কোমলের সঙ্গে লেখাপড়া করত: স্কুল ছুটির সময় হিতেশ ও কোমল পরস্পরের সঙ্গে কথা বলতেন । হিতেশের বোনের কারণে দু'জনেই একে অপরের সংস্পর্শে আসেন । হিতেশের বোন আর কোমল একসঙ্গে পড়াশোনা করতেন । কোমল হিতেশকে পাকিস্তানে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তাঁর কথা বলে, সবকিছু জানার পর হিতেশ বুঝতে পারে যে স্কুলের বাকি ছেলেরা কোমল এবং তার বোনদের সম্পর্কে মিথ্যা বলছে ।

আরও পড়ুন: প্রেমের শুরু কাঠমাণ্ডুতে ! সীমা-সচিন বিতর্কে নয়া মোড়

2019 সালে তাঁদের বিয়ে হয়: হিতেশ এবং কোমলের বন্ধুত্ব সময়ের সঙ্গে প্রেমে পরিণত হয়েছিল । হিতেশ 2019 সালে কোমলকে বিয়ে করেন এবং কোমল ভারতীয় নাগরিক হন । কিন্তু হিতেশের সঙ্গে বিয়ের কারণে তিনি এই নাগরিকত্ব পান । 2022 সালে কোমল একটি কন্যা সন্তানের জন্ম দেন । হিতেশকে বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব পেলেও কোমল কিন্তু বৈধভাবে ভারতের গ্রিন কার্ড পাননি । বর্তমানে গুজরাত সরকার দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাসরত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে । এই প্রচারের কারণে 12 সেপ্টেম্বর গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির হাত থেকে কোমল ভারতীয় নাগরিকত্ব পেলেন ৷ এতে পরিবারে খুশির হাওয়া ।

আহমেদাবাদ, 14 সেপ্টেম্বর: পাকিস্তান থেকে আসার 14 বছর পর ভারতীয় নাগরিকত্ব পেলেন গুজরাতের বাসিন্দা কোমল ও তাঁর পরিবার । পাকিস্তানে অভ্যন্তরীণ অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর তাঁর পরিবার ভারতে আসতে বাধ্য হয় । এ দেশে আসার পর কোমল একটি ভারতীয় ছেলেকে বিয়ে করেন এবং আজ খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন তাঁরা ৷ তবে বিয়ে সূত্রে নয়, অবশেষে কোমল বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ।

পাকিস্তানের মেয়ে কোমল: পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দুরা যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন তাদের কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে । সর্বাধিক সংখ্যক ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এক নম্বরে রয়েছে গুজরাতের আহমেদাবাদ জেলা । এখন পর্যন্ত এখানে 1 হাজার 100 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে । তাঁদের মধ্যেই একজন হলেন কোমল ৷ যিনি পাকিস্তানের মেয়ে তবে বিয়ে করেন ভারতীয় ছেলে হিতেশ গাংওয়ানিকে ৷

কোমলের পরিবার করাচিতে থাকত: কোমলরা তিন বোন ৷ কোমলের বাবা করাচিতে ব্যবসা করতেন । কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন । পাকিস্তানের ভেতরে লুটপাট চলছিল । মানুষ চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে বাইরে যাওয়ার কথা ভাবছিল । সেই সময়ে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে তাঁর বাবা পাকিস্তানে সমস্ত সম্পত্তি ছেড়ে ভারতে চলে আসেন ৷ আহমেদাবাদে আসার পর পরিবারটি তাদের নতুন জীবন শুরু করে । 2009 সালে কোমল তাঁর পরিবার নিয়ে ভারতে আসেন । করাচি থেকে অমৃতসর পর্যন্ত রেলপথ হয়ে তিনি এখানে পৌঁছন । আহমেদাবাদে কোমল তাঁর মামার কাছে থাকতেন । যেহেতু তিনি পাকিস্তান থেকে এসেছেন তাই তাঁকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে ।

পাকিস্তানি বোন হিসেবে পরিচিত: কোমল ভারতে আসার পর প্রাথমিকভাবে দু'বছর বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন । 2011 সালে হিতেশ সর্দারনগরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ছিল । কোমল ও তাঁর দুই বোনও একই স্কুলে ভরতি হয় । হিতেশকে তাঁর বন্ধুরা বলেছিল যে তিন পাকিস্তানি বোন আমাদের স্কুলে পড়তে এসেছে । কোমল ও তাঁর দুই বোন পাকিস্তানি বোন হিসেবে পরিচিত ছিল স্কুলে । যা হিতেশ পছন্দ করেননি কারণ তিনি ভুল ভেবেছিলেন ।

হিতেশের বোন কোমলের সঙ্গে লেখাপড়া করত: স্কুল ছুটির সময় হিতেশ ও কোমল পরস্পরের সঙ্গে কথা বলতেন । হিতেশের বোনের কারণে দু'জনেই একে অপরের সংস্পর্শে আসেন । হিতেশের বোন আর কোমল একসঙ্গে পড়াশোনা করতেন । কোমল হিতেশকে পাকিস্তানে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তাঁর কথা বলে, সবকিছু জানার পর হিতেশ বুঝতে পারে যে স্কুলের বাকি ছেলেরা কোমল এবং তার বোনদের সম্পর্কে মিথ্যা বলছে ।

আরও পড়ুন: প্রেমের শুরু কাঠমাণ্ডুতে ! সীমা-সচিন বিতর্কে নয়া মোড়

2019 সালে তাঁদের বিয়ে হয়: হিতেশ এবং কোমলের বন্ধুত্ব সময়ের সঙ্গে প্রেমে পরিণত হয়েছিল । হিতেশ 2019 সালে কোমলকে বিয়ে করেন এবং কোমল ভারতীয় নাগরিক হন । কিন্তু হিতেশের সঙ্গে বিয়ের কারণে তিনি এই নাগরিকত্ব পান । 2022 সালে কোমল একটি কন্যা সন্তানের জন্ম দেন । হিতেশকে বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব পেলেও কোমল কিন্তু বৈধভাবে ভারতের গ্রিন কার্ড পাননি । বর্তমানে গুজরাত সরকার দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাসরত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে । এই প্রচারের কারণে 12 সেপ্টেম্বর গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির হাত থেকে কোমল ভারতীয় নাগরিকত্ব পেলেন ৷ এতে পরিবারে খুশির হাওয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.