ETV Bharat / bharat

Love jihad in Lucknow: নাবালিকাকে অপহরণের পর জোর করে ধর্ম পরিবর্তন-বিয়ে ! লাভ জিহাদের অভিযোগে ধৃত সলমন - অপহরণ

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে লাভ জিহাদের (Love Jihad) অভিযোগে মহম্মন সলমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে সহযোগিতা করার জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷

love-jihad-in-lucknow-youth-abducted-minor-girl-and-married-after-conversion
Love jihad in Lucknow: নাবালিকাকে অপহরণের পর জোর করে ধর্ম পরিবর্তন-বিয়ে, লাভ জিহাদের অভিযোগে ধৃত সলমন
author img

By

Published : Nov 24, 2022, 4:17 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: লাভ জিহাদের (Love Jihad) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে ৷ সেখানকার পারা থানার পুলিশ সলমন ও ময়ঙ্ক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মূল অভিযুক্ত সলমন ৷ আর গোটা ঘটনায় সহযোগিতা করার অভিযোগ উঠেছে ময়ঙ্কের বিরুদ্ধে ৷

পুলিশ জানিয়েছে, পারা থানা এলাকায় এক নাবালিকাকে গত 13 নভেম্বর অপহরণের (Abduction) অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে ৷ ওই নাবালিকাকে নিয়ে প্রথমে সে চলে যায় হরিয়ানায় ৷ পরে সেখান থেকে উত্তরাখণ্ডে চলে যায় ৷ সেখানেই মেয়েটিকে বিয়ে করে সলমন ৷ বিয়ের আগে জোর করে মেয়েটির ধর্ম পরিবর্তন করা হয় বলে অভিযোগ ৷

পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জমা পড়ে গত 14 নভেম্বর ৷ অভিযোগে জানানো হয়, নাবালিকা ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে মহম্মদ সলমন ৷ সে মেহবুবগঞ্জ থানার সআদতগঞ্জের বাসিন্দা ৷ ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা যায় যে সলমনকে সাহায্য করেছে ময়ঙ্ক-সহ একাধিক যুবক ৷

পুলিশ জানিয়েছে, প্রথমে গত মঙ্গলবার সলমন ও ময়ঙ্ককে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার করা হয় ওই নাবালিকাকে ৷ বৃহস্পতিবার আব্দুল হক ও মনোজ গোস্বামী নামে সলমনের আরও দুই বন্ধুকে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয় ৷

পুলিশের দাবি, এক বান্ধবীর মাধ্য়মে সলমনের সঙ্গে পরিচয় হয় ওই নাবালিকার ৷ সলমন নিজেকে শ্যাম নামে পরিচয় দিয়েছিল ৷ কিন্তু পরে মেয়েটি সব জানতে পারে যখন তার ধর্ম জোর করে পরিবর্তন করা হয় ৷ পুলিশের কাছে মেয়েটি সলমনের বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ করেছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

লখনউ (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: লাভ জিহাদের (Love Jihad) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে ৷ সেখানকার পারা থানার পুলিশ সলমন ও ময়ঙ্ক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মূল অভিযুক্ত সলমন ৷ আর গোটা ঘটনায় সহযোগিতা করার অভিযোগ উঠেছে ময়ঙ্কের বিরুদ্ধে ৷

পুলিশ জানিয়েছে, পারা থানা এলাকায় এক নাবালিকাকে গত 13 নভেম্বর অপহরণের (Abduction) অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে ৷ ওই নাবালিকাকে নিয়ে প্রথমে সে চলে যায় হরিয়ানায় ৷ পরে সেখান থেকে উত্তরাখণ্ডে চলে যায় ৷ সেখানেই মেয়েটিকে বিয়ে করে সলমন ৷ বিয়ের আগে জোর করে মেয়েটির ধর্ম পরিবর্তন করা হয় বলে অভিযোগ ৷

পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জমা পড়ে গত 14 নভেম্বর ৷ অভিযোগে জানানো হয়, নাবালিকা ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে মহম্মদ সলমন ৷ সে মেহবুবগঞ্জ থানার সআদতগঞ্জের বাসিন্দা ৷ ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা যায় যে সলমনকে সাহায্য করেছে ময়ঙ্ক-সহ একাধিক যুবক ৷

পুলিশ জানিয়েছে, প্রথমে গত মঙ্গলবার সলমন ও ময়ঙ্ককে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার করা হয় ওই নাবালিকাকে ৷ বৃহস্পতিবার আব্দুল হক ও মনোজ গোস্বামী নামে সলমনের আরও দুই বন্ধুকে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয় ৷

পুলিশের দাবি, এক বান্ধবীর মাধ্য়মে সলমনের সঙ্গে পরিচয় হয় ওই নাবালিকার ৷ সলমন নিজেকে শ্যাম নামে পরিচয় দিয়েছিল ৷ কিন্তু পরে মেয়েটি সব জানতে পারে যখন তার ধর্ম জোর করে পরিবর্তন করা হয় ৷ পুলিশের কাছে মেয়েটি সলমনের বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ করেছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ করেনি পুলিশ ? জানতে চেয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.