উজ্জয়িনী, 19 নভেম্বর: কারণসুধা থেকে শুরু করে সিগারেট দেওয়া হয় ভোগে ! হ্যাঁ, ভগবান ভৈরবনাথকে এই দুটো-সহ মোট 1 হাজার 351টি পদ দেওয়া হয় ৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ভাগতিপুরায় ভৈরব মন্দিরের দেবতাকে নানা ধরনের খাবার দাবার তো বটেই সঙ্গে কারণসুধা, সিগারেটও দেওয়া হয় ৷ ভৈরব অষ্টমীতে 56টি ভৈরব মন্দিরে ভৈরবনাথের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করা হয় (1351 types of Bhog offered to Lord Bhairavnath) ৷
উজ্জয়িনীর কাল ভৈরব মন্দিরে ঈশ্বরকে কারণসুধা ভোগ হিসেবে নিবেদন করাই প্রচলিত রীতি ৷ প্রাচীন যুগ থেকে ভৈরব অষ্টমী (Bhairav Ashtami) উৎসব উদযাপিত হচ্ছে এখানে ৷ তাই ভৈরব বাবাকে নানা ধরনের আকর্ষণীয় ভোগ, মহাভোগ দেওয়া হয় ৷ এই মহাভোগ বৈচিত্রময় ৷ এর মধ্যে বিভিন্ন ধরনের কারণসুধা, সিগারেট, ভাং এবং নেশার অন্য সব সামগ্রী থাকে ৷ ভৈরবনাথের উদ্দেশ্যে উৎসর্গ করার পর এই ভোগ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন: ন'রকমের মাছ দিয়ে চন্দননগরের ঘটক বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় ভোগ নিবেদন
1 হাজার 351 রকমের ভোগের মধ্যে থাকে 390 ধরনের সুগন্ধী ধূপ, 180 ধরনের মুখোশ, 64 রকমের চকলেট, 55 রকমের মিষ্টি, 45 রকমের বিস্কুট, 60 রকমের গুজরাতি নিমকি, 56 রকমের শুকনো ভাজা খাবার , 75 রকমের ড্রাই ফ্রুটস, 30 রকমের গাঁজা, 28 রকমের ঠান্ডা পানীয়, 28 রকমের ফল, 40 রকমের কারণসুধা, চিল্লাম, আফিম, 40 রকমের বেকারি খাবার এবং 60 ধরনের সিগারেট ৷
এটা বিশ্বাস করা হয় যে, এই দিনে ভক্তরা ভগবানের কাছ থেকে যা চান বাবা ভৈরব নাথ তা পূরণ করেন ৷ ভক্তদের কোনও বাসনা বা কাজ অসম্পূর্ণ থাকলে তা পূর্ণ হয় ৷ এই আশা নিয়েই বিশাল সংখ্যক মানুষ এখানে আসেন ৷ বাবা ভৈরবনাথের সামনে মাথা নত করে ভক্তিভরে প্রণাম করেন ৷