নিউদিল্লি, 15 এপ্রিল : দেশে করোনা পরিস্থিতি নিয়ে আইনসভার আধিকারিক এবং অন্যান্য নেতাদের সঙ্গে আগামী 19 এপ্রিল জরুরি বৈঠক ৷ যে বৈঠকে সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এই বৈঠকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং বিরোধী দলের নেতারাও অংশ নেবেন ৷ একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আইন সভার আধিকারিক এবং সাসংদরা ছাড়াও, চিফ হুইপস এবং রাজ্যসভার বিরোধী সাংসদরাও এই ভার্চুয়ার বৈঠকে অংশ নেবেন ৷’’ মূলত এই বৈঠকে কীভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় দেশে সর্বোচ্চ 2 লক্ষের বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার পরেই এবার পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে কেন্দ্র ৷
আরও পড়ুন : দেশে ফের রেকর্ড করোনার ! আক্রান্ত আরও 2 লাখ+, মৃত 1038
গত 24 ঘণ্টায় 2 লক্ষ 739 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যেখানে মোট সংক্রমণের সংখ্যা 1 কোটি 40 লক্ষ 74 হাজার 564 যার মধ্যে 14 লক্ষ 71 হাজার 877 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৷