ETV Bharat / bharat

এক সপ্তাহ বাড়ল দিল্লির লকডাউন

রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের সময়সীমা ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানিয়েছেন ৷

lockdown-extended to one week-in-delhi
এক সপ্তাহ বাড়ল দিল্লির লকডাউন
author img

By

Published : May 16, 2021, 12:33 PM IST

Updated : May 16, 2021, 12:46 PM IST

নয়াদিল্লি, 16 মে : রাজধানী দিল্লিতে বাড়ানো হল লকডাউনের সময়সীমা ৷ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে বর্তমানে জারি থাকা লকডাউন ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানিয়েছেন ৷ লাগাতার সংক্রমণ বাড়তে থাকায় এবং সেই সঙ্গে হাসপাতালের শয্যা সংখ্যা কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, দিল্লির সরকারি ওয়েব সাইটে হাসপাতালে ফাঁকা কোভিড বেডের সংখ্যা ছিল মাত্র 7 হাজার 368 ৷ যার মধ্যে 5 হাজার 803টি অক্সিজেন বেড ছিল ৷ এই পরিস্থিতিতে এবার আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার ৷

আরও পড়ুন : দৈনিক মৃত্যু ফের চার হাজারের উপরে, বাড়ছে সুস্থের সংখ্যাও

দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউনে জরুরি পরিষেবা বাদে সবরকম যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ সরকারি তথ্য অনুযায়ী, কেবল নয়ডাতেই 500 জন গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্য 480 জন গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা ৷ তবে, এই পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দিল্লি সরকারকে ৷ কারণ মে মাসে এই প্রথম গৌতম বুদ্ধ নগরে দৈনিক সংক্রমণ 500’র নিচে নেমেছে ৷

নয়াদিল্লি, 16 মে : রাজধানী দিল্লিতে বাড়ানো হল লকডাউনের সময়সীমা ৷ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে বর্তমানে জারি থাকা লকডাউন ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানিয়েছেন ৷ লাগাতার সংক্রমণ বাড়তে থাকায় এবং সেই সঙ্গে হাসপাতালের শয্যা সংখ্যা কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, দিল্লির সরকারি ওয়েব সাইটে হাসপাতালে ফাঁকা কোভিড বেডের সংখ্যা ছিল মাত্র 7 হাজার 368 ৷ যার মধ্যে 5 হাজার 803টি অক্সিজেন বেড ছিল ৷ এই পরিস্থিতিতে এবার আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার ৷

আরও পড়ুন : দৈনিক মৃত্যু ফের চার হাজারের উপরে, বাড়ছে সুস্থের সংখ্যাও

দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউনে জরুরি পরিষেবা বাদে সবরকম যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ সরকারি তথ্য অনুযায়ী, কেবল নয়ডাতেই 500 জন গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্য 480 জন গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা ৷ তবে, এই পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দিল্লি সরকারকে ৷ কারণ মে মাসে এই প্রথম গৌতম বুদ্ধ নগরে দৈনিক সংক্রমণ 500’র নিচে নেমেছে ৷

Last Updated : May 16, 2021, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.