ETV Bharat / bharat

Live-In Partner Death: দিল্লির অমন বিহারে মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে - Live in Murder Latest News

শ্রদ্ধা-নিক্কির পর আর কতজন ? একের পর এক লিভ-ইন সঙ্গী খুনের অভিযোগ সামনে আসছে ৷ সোমবার এক দগ্ধ তরুণী মারা গেলেন ৷ বিবাহিত ওই তরুণী লিভ-ইন সম্পর্কে ছিলেন ৷ তাঁর সঙ্গীর সঙ্গে একটি সন্তানও রয়েছে ৷ তরুণীর বর্তমান সঙ্গী তাঁকে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ (Live in partner allegedly set on fire women in Delhi) ৷

Live in Murder
লিভ ইন সম্পর্কে খুন
author img

By

Published : Feb 21, 2023, 11:32 AM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ফের লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ ৷ এবারও ঘটনাস্থল উত্তর-পশ্চিম দিল্লির অমন বিহার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার 28 বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয় ৷ মাদক সেবন নিয়ে লিভ-ইন সঙ্গীর সঙ্গে বচসা বাধে ৷ তার জেরে সঙ্গী তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ 11 ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর যায়, এক তরুণীর দেহ পুড়ে গিয়েছে এবং তিনি এসজিএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সে সময় ওই তরুণী বয়ান দেওয়ার মতো অবস্থায় ছিলেন না ৷ সোমবার ওই তরুণী হাসপাতালে মারা যান (Following Sraddha, Nikki's murder case yet another such incident in Delhi) ৷

জানা গিয়েছে, ওই তরুণী উত্তরপশ্চিম দিল্লির বলবীর বিহারের বাসিন্দা ছিলেন ৷ তিনি একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, তাঁকে দগ্ধ অবস্থায় সফদরজঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে থেকে এইমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তদন্তে উঠে এসেছে, ওই তরুণী তাঁর স্বামীকে ছেড়ে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে বাস করছিলেন ৷ লিভ-ইন সঙ্গীর নাম মোহিত ৷ মৃত তরুণী ও মোহিত 6 বছর ধরে একসঙ্গে থাকছিলেন ৷

আরও পড়ুন: ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক

তরুণী ও স্বামীর একটি সন্তান রয়েছে ৷ মোহিতের সঙ্গে থাকাকালীন তিনি আরও এক সন্তানের জন্ম দেন ৷ তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে শেষ মুহূর্তে তিনি কথাও বলতে পারেননি ৷ সোমবার তিনি মারা যান এবং তাঁর ময়নাতদন্ত হয়, জানিয়েছে পুলিশ ৷ তাঁর পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে অমন বিহার থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে ৷

তরুণীর লিভ-ইন সঙ্গী মোহিতের বিরুদ্ধে অভিযোগ, 10 ফেব্রুয়ারি রাতে মোহিতের সঙ্গে ঝামেলা বাধে তরুণীর ৷ তিনি বুঝতে পারেন মোহিত এক বন্ধুর বাড়িতে গিয়ে নেশা করে বাড়ি ফিরেছেন ৷ বচসায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, অভিযুক্ত তখন তরুণীর গায়ে 'তারপিন তেল' ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ পুলিশ মোহিতকে আটক করেছে এবং তদন্ত চলছে ৷

আরও পড়ুন: প্রেমিকা নন, সাহিলের প্রথম স্ত্রী ছিলেন নিক্কি ! চাঞ্চল্যকর দাবি পুলিশের

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ফের লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ ৷ এবারও ঘটনাস্থল উত্তর-পশ্চিম দিল্লির অমন বিহার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার 28 বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয় ৷ মাদক সেবন নিয়ে লিভ-ইন সঙ্গীর সঙ্গে বচসা বাধে ৷ তার জেরে সঙ্গী তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ 11 ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর যায়, এক তরুণীর দেহ পুড়ে গিয়েছে এবং তিনি এসজিএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সে সময় ওই তরুণী বয়ান দেওয়ার মতো অবস্থায় ছিলেন না ৷ সোমবার ওই তরুণী হাসপাতালে মারা যান (Following Sraddha, Nikki's murder case yet another such incident in Delhi) ৷

জানা গিয়েছে, ওই তরুণী উত্তরপশ্চিম দিল্লির বলবীর বিহারের বাসিন্দা ছিলেন ৷ তিনি একটি জুতো তৈরির ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, তাঁকে দগ্ধ অবস্থায় সফদরজঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে থেকে এইমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তদন্তে উঠে এসেছে, ওই তরুণী তাঁর স্বামীকে ছেড়ে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে বাস করছিলেন ৷ লিভ-ইন সঙ্গীর নাম মোহিত ৷ মৃত তরুণী ও মোহিত 6 বছর ধরে একসঙ্গে থাকছিলেন ৷

আরও পড়ুন: ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক

তরুণী ও স্বামীর একটি সন্তান রয়েছে ৷ মোহিতের সঙ্গে থাকাকালীন তিনি আরও এক সন্তানের জন্ম দেন ৷ তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে শেষ মুহূর্তে তিনি কথাও বলতে পারেননি ৷ সোমবার তিনি মারা যান এবং তাঁর ময়নাতদন্ত হয়, জানিয়েছে পুলিশ ৷ তাঁর পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে অমন বিহার থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে ৷

তরুণীর লিভ-ইন সঙ্গী মোহিতের বিরুদ্ধে অভিযোগ, 10 ফেব্রুয়ারি রাতে মোহিতের সঙ্গে ঝামেলা বাধে তরুণীর ৷ তিনি বুঝতে পারেন মোহিত এক বন্ধুর বাড়িতে গিয়ে নেশা করে বাড়ি ফিরেছেন ৷ বচসায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, অভিযুক্ত তখন তরুণীর গায়ে 'তারপিন তেল' ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ পুলিশ মোহিতকে আটক করেছে এবং তদন্ত চলছে ৷

আরও পড়ুন: প্রেমিকা নন, সাহিলের প্রথম স্ত্রী ছিলেন নিক্কি ! চাঞ্চল্যকর দাবি পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.