নয়াদিল্লি, 22 মার্চ : বিশ্ব জল দিবসে ফের একবার জল সংরক্ষণের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on World Water Day) ৷ নাগরিকদের কাছে তিনি আদেবন করলেন, প্রতি ফোঁটা জল বাঁচাতে হবে ৷ তিনি বলেন, গত কয়েকবছরে জল নিয়ে আলোচনা গণ আন্দোলনে পরিণত হয়েছে ৷ যা খুবই আনন্দদায়ক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
বিশ্ব জল দিবসে একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেছেন, ‘‘বিশ্ব জল দিবসে, প্রতি ফোঁটা জল বাঁচাতে আমাদের পুনরায় শপথ নিতে হবে ৷ আমাদের দেশ জল সংরক্ষণের উদ্দেশ্যে জল জীবন মিশনের মত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ আর প্রত্যেক নাগরিককে পরিশ্রুত পানীয় জল উপলব্ধ করিয়েছে ৷’’
-
अद्भिः सर्वाणि भूतानि जीवन्ति प्रभवन्ति च।।
— Narendra Modi (@narendramodi) March 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
On World Water Day, let’s reaffirm our pledge to save every drop of water. Our nation is undertaking numerous measures like Jal Jeevan Mission to ensure water conservation and access to clean drinking water for our citizens. pic.twitter.com/HWy0gjK5fV
">अद्भिः सर्वाणि भूतानि जीवन्ति प्रभवन्ति च।।
— Narendra Modi (@narendramodi) March 22, 2022
On World Water Day, let’s reaffirm our pledge to save every drop of water. Our nation is undertaking numerous measures like Jal Jeevan Mission to ensure water conservation and access to clean drinking water for our citizens. pic.twitter.com/HWy0gjK5fVअद्भिः सर्वाणि भूतानि जीवन्ति प्रभवन्ति च।।
— Narendra Modi (@narendramodi) March 22, 2022
On World Water Day, let’s reaffirm our pledge to save every drop of water. Our nation is undertaking numerous measures like Jal Jeevan Mission to ensure water conservation and access to clean drinking water for our citizens. pic.twitter.com/HWy0gjK5fV
আরও পড়ুন : Jal Jeevan Mission : আড়াই বছরে জল জীবন মিশনের সুবিধা পেয়েছে 5.93 কোটি গ্রামীণ পরিবার
প্রধানমন্ত্রী তাঁর টুইটারে জল সংরক্ষণে ব্যক্তিগত এবং বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগেরও প্রশংসা করেছেন ৷ তিনি টুইটে লেখেন, ‘‘গত কয়েকবছরে জল নিয়ে আলোচনা গণ আন্দলনের চেহারা নিয়েছে ৷ যা খুবই আনন্দদায়ক ৷ আমি সেই সব ব্যক্তি এবং সংস্থারও প্রশংসা করব, যাঁরা জল বাঁচাতে কাজ করে চলেছেন ৷’’ জল সংরক্ষণ এবং তার জন্য কেন্দ্রের নেওয়া পদক্ষেপ নিয়ে একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ যেখানে জল সংরক্ষণ নিয়ে তাঁর আগের বক্তব্যও তুলে ধরা হয়েছে ৷